Faucet4Fun থেকে অনেক ইনকাম!!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি আর্নিং ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আজ আমি যে ওয়েবসাইট নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হলো Faucet4Fun। নিচে আমি বিস্তারিতভাবে বলতে যাচ্ছি Faucet4Fun কি, এখানে কিভাবে একাউন্ট খুলবেন, কিভাবে ইনকাম করবেন, উইথড্র দিবেন।

Faucet4Fun কি?

Faucet4Fun হলো একটি অনলাইন আর্নিং ওয়েবসাইট। এটি একটি নতুন ওয়েবসাইট কিন্তু একটি ভালো ওয়েবসাইট। ওয়েবসাইটটি ২০২২ সালের ২৭ই জানুয়ারি লঞ্চ করা হয়। আর মাত্র ৬ দিনের মধ্যে ওয়েবসাইটটিতে মোট প্রায় ২০০০ ব্যবহারকারী রয়েছে। এই ওয়েবসাইট থেকে এখন পর্যন্ত মোট ৪১ বার উইথড্র দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তারা তাদের ব্যবহারকারীদের মোট প্রায় ২১ ডলার পেমেন্ট দিয়েছে।

কিভাবে একাউন্ট খুলবেন?

এই ওয়েবসাইটে একাউন্ট খোলার জন্য প্রথমে তাদের ওয়েবসাইটে যেতে হবে। তাদের ওয়েবসাইট হলো faucet4.fun বা আমি নিচে লিংক দিয়ে দিব সেখান থেকেও রেজিষ্ট্রেশন করতে পারবেন।

**রেজিস্ট্রেশন করুন**

উপরের দেওয়া লিংকে ক্লিক করলে আপনি সরাসরি তাদের সাইন আপ পেইজে চলে যাবেন। সেখানে আপনি আপনার ইমেইল আ্যড্রেস ও ইউজারনেইম দিন। তারপর পাসওয়ার্ড দিন ও পাসওয়ার্ড কনফার্ম করুন। তারপর একটি HCaptcha আসবে সেটি পূরণ করে Register বাটনে ক্লিক করুন। তারপর আপনার দেওয়া ইমেইল আ্যড্রেসে একটি ভেরিফিকেশন লিংক যাবে সেটিতে ক্লিক করুন। ব্যাস! তাহলে আপনার একাউন্ট খোলা হয়ে যাবে।

কিভাবে ইনকাম করবেন?

এই ওয়েবসাইটে ইনকাম করার অনেকগুলো উপায় আছে। নিচে সবগুলো বিস্তারিতভাবে বলছি। Faucet: ওই ওয়েবসাইটে ইনকাম করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে Faucet ক্লেইম করা। আপনি প্রতি ২ মিনিট পরপর ক্লেইম করতে পারবেন। আপনি দিনে সর্বোচ্চ ৫০টি Faucet ক্লেইম করতে পারবেন। আপনি এক একটি Faucet এর জন্য ০.০৫ টোকেন করে পাবেন। এক টোকেনে কত তা আমি নিচে বলব। Faucet ক্লেইম করার জন্য আপনি প্রথমে লগিন করুন। তারপর থ্রী ডট মেন্যুবার থেকে Faucet ক্লিক করে Manual Faucet সিলেক্ট করুন। ক্লেইম করার জন্য প্রথমে আ্যন্টিবট লিংকটি ভেরিফাই করুন ও HCaptcha পূরণ করুন। তারপর Collect Your Reward এ ক্লিক করুন।

Shortlink : আপনি এখান থেকে শর্টলিংক কমপ্লিট করে ইনকাম করতে পারবেব। শর্টলিংকের মাধ্যমে আপনি সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন। আপনি বর্তমানে দিনে সর্বোচ্চ ২৮টি শর্টলিংক কমপ্লিট করতে পারবেন। আপনি একটি শর্টলিংকের জন্য ০.২ থেকে ০.৩ টোকেন পর্যন্ত পেতে পারেন। টোকেনের পাশাপাশি আপনি এনার্জি পাবেন। আপনি প্রতিটি শর্টলিংকের জন্য ১টি এনার্জি পাবেন। এই এনার্জি আপনি Auto Faucet এ ব্যবহার করতে পারবেন।

PTC: আপনি এই ওয়েবসাইটে আ্যড দেখেও ইনকাম করতে পারবেন। আপনি কোনো আ্যড নেটওয়ার্কের আ্যড দেখলে টাকা টোকেন পাবেননা। কিন্তু তাদের আ্যডভার্টাইজারদের দেওয়া আ্যডের জন্য টোকেন পাবেন। আপনি একটি ১০ সেকেন্ডের আ্যডের জন্য ০.১ টোকেন পাবেন আর ১৫ সেকেন্ডের আ্যডের জন্য ০.১৫ টোকেন পাবেন। বর্তমানে এদের বেশি একটি আ্যডভার্টাইজাররা নেই তাই বেশি একটা আ্যড পাবেননা।

Task: আপনি এখান থেকে টাস্কের মাধ্যমেও ইনকাম করতে পারবেন। বর্তমানে এই ওয়েবসাইটে ৩টি টাস্ক রয়েছে। প্রতিটি টাস্কই আ্যড ক্লিকের। প্রতিটি টাস্কেই আপনাকে একটি ব্যানার আ্যডে ক্লিক করতে হবে এবিং আ্যডে ক্লিক করে আপনি যে লিংকে গিয়েছেন তার লিংক দিতে হবে। প্রতিটি টাস্কের জন্য ০.০২ টোকেন, ১টি exp, ১টি এনার্জি করে পাবেন।

উইথড্র:

এখান থেকে আপনি একটি মাধ্যেম উইথড্র দিতে পারবেন আর সেটি হচ্ছে FaucetPay Bitcoin। এখান থেকে উইথড্র দেওয়ার জন্য প্রথমে আপনাকে একটি FaucetPay একাউন্ট থাকতে হবে। তারপর আপনি আপনার FaucetPay একাউন্টে যান এ Deposit অপশন থেকে আপনার বিটকয়েন আ্যড্রেসটি কপি করুন।

তারপর Faucet4Fun এ আসেন ও আপনার ওয়ালেট আ্যড্রেসটি পেস্ট করুন। ওই ওয়েবসাইটে আপনি টোকেনে উইথড্র দিবেন৷ মিনিমাম উইথড্র আ্যমাউন্ট ৫০ টোকেন। এক টোকেনের মূল্য ০.০১ ডলার। ৫০ টোকেনের মূল্য ০.৫০ ডলার। অর্থাৎ এখানে মিনিমাম উইথড্র আ্যমাউন্ট ০.৫০ ডলার। আর এখান থেকে উইথড্র দিলে তা সরাসরি ইন্সট্যান্টলি আপনার FaucetPay একাউন্টে চলে যাবেন। এই ওয়েবসাইটটি নতুন হলেও অনেক ভালো। এদের অনেকগুলো পেমেন্ট প্রুফও দেখতে পারবেন। আপনি চেষ্টা করে দেখতে পারেন। আর যেহেতু পেমেন্ট ইন্সট্যান্ট তো টাকা মাইর যাওয়ার তো ভয়ই নাই।

তো আজকের জন্য এতটুকুই। আবার কয়েকদিন পর আপনাদের সামনে হাজির হব নতুন কোন একটা টপিক নিয়ে৷ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের জন্য বিদায় জানাচ্ছি। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি এই পোস্টটি আপনার ভালো লেগেছে এবং নিশ্চয়ই পোস্টটি আপনাদের বন্ধু – বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমার আগের পোস্ট

Related Posts

18 Comments

      1. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
        আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
        Please support me🙂

        Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q

        Facebook page:
        https://www.facebook.com/107324621876693/posts/113049517970870/?app=fbl

  1. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
    আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
    Please support me🙂

    Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q

    Facebook page:
    https://www.facebook.com/107324621876693/posts/113049517970870/?app=fbl

মন্তব্য করুন