faucetpay সাইট থেকে লেনদেন ও ইনকাম করার পদ্ধতি। নতুন ক্রিপ্টোকারেন্সি মাইক্রো ওয়ালেট।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

আজকে আপনাদের সাথে faucetpay.io কি এবং এটা দিয়ে কি করবেন বিস্তারিত আলোচনা করব। যারা অনলাইন এ ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন সবাই এই পোস্ট টা পরবেন।

এটা হচ্ছে একটা মাইক্রো ওয়ালেট। আপনারা সবাই জানেন যে মাইক্রো মানে হচ্ছে খুব ক্ষুদ্র। বুঝতে পারছেন যে এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ক্ষুদ্র একটা ওয়ালেট। এখান থেকে আপনারা ক্রিপ্টোকারেন্সি যেগুলো আছে যেমন বিটকয়েন লাইট কয়েন এগুলো লেনদেন করতে পারবেন।

আপনারা যখন কয়েনবাজ বা ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করেন তখন আপনারা সেখান থেকে মিনিমাম লেনদেনের পরিমাণ থাকে সেটা হচ্ছে একটু বেশি। অনেক সাইট আছে যেগুলো থাকে খুব অল্প পরিমাণ মানি রিসিভ করা লাগে সে ক্ষেত্রে আপনি এই ক্ষুদ্র ওয়াল এটা ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি একদম অল্প পরিমাণ টাকা হলেও লেনদেন করতে পারবেন। তাই এটা আমাদের জন্য প্রয়োজনীয় যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি।

সাইটঃ https://faucetpay.io/?r=1074759

লিংকের যাওয়ার পর প্রথমে আপনারা রেজিস্ট্রেশন এ ক্লিক করবেন। এবং সেখান থেকে আপনার ইমেইল আইডি দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিবেন। নেওয়ার সময় অবশ্যই সঠিক ইমেইল দেবেন না হলে আপনার আইডি টা ভেরিফাই করতে পারবেন না। যার ফলে আপনার আইডি অ্যাক্টিভ হবে না।

এখানে কাজ করার ধরণটা একটু ভিন্ন। এখানে আপনার একটা কয়েন বাজে অ্যাকাউন্ট লাগবে। এবং কয়েনবেস একাউন্ট থেকে আপনি যদি বিটকয়েন লেনদেন করতে চান সে ক্ষেত্রে আপনি বিটকোইন অ্যাড্রেস টা কপি করবেন। করার পর এই সাইটে গিয়ে একটা অপশন দেখতে পারবেন লিংক। লিংকে ক্লিক করে এখানে আপনি কয়েন বাজের বিটকয়েন লিংকটা দেবেন। দেওয়ার পর আপনি নিচে লিংক ক্রিয়েট এ ক্লিক করবেন। এবং আপনি চাইলে এটা সেভ করার জন্য যে কোন একটা নাম দিয়ে দিতে পারেন।

তারপর লিংক এ ক্লিক করলে এই সাইট এর সাথে আপনার বিটকয়েন লিংক জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে যাওয়ার পর আপনি বিভিন্ন সাইট থেকে খুব অল্প পরিমাণ পেমেন্ট এই বিটকয়েনের ড্রেসের নিতে পারবেন। এবং সেটা আপনার ফুসেটপে সাইটে এড হবে। পরবর্তীতে আপনি এখান থেকে আপনার কয়েন বেজ একাউন্টে নিতে পারবেন।

এই সাইট থেকে আপনি শুধু লেনদেন করতে পারবেন এমনটা নয়। আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। তার মধ্যে ভাল একটা পদ্ধতি হচ্ছে রেফার করে ইনকাম করা। রেফার ছাড়া আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এজন্য আপনার উপরে আপনার যেই প্রোফাইল আইকন টা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আর্ন একটা অপশন দেখতে পাবেন।

আর্ন এ আপনি ক্লিক করলে আপনি এখানে ইনকাম করার কয়েকটি অপশন দেখতে পাবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি এখানে সার্ভে করে ইনকাম করতে পারবেন। এবং আপনি এখানে পিটিসি এড সার্ফ করে ইনকাম করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ইনকামের রয়েছে সেগুলো দেখে নেবেন। আশা করি এই সাইট সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি। কারো যদি কোন কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভাল থাকবেন সবাই আল্লাহ হাফেজ।

Related Posts