Cheap price backlink from grathor: info@grathor.com

“G-MathTutorBD” শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার অ্যাপ্লিকেশন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

এই App টিকে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নবম-দশম শ্রেণীর সাধারন গণিতের অধ্যায় নং এবং অধ্যায় ভিত্তিক অংকের ক্রমিক নাম্বার অনুযায়ী সাজানো হয়েছে । তুলনামূলকভাবে সহজ ও সবার নিকট গ্রহনযোগ্য নিয়মে অংকগুলোর সমাধান দেখানো হয়েছে।

এই App টির মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় গুলোতে সমাধানের পাশাপাশি ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে। এর মধ্যে বীজগনিত, ত্রিকোণমিতি ও পরিমিতি অংকগুলোর সমাধানের সাথে আরও রয়েছে কিভাবে অংকগুলো সমাধান করা হয়েছে তার Audio Voice।

এই App টিতে অংকগুলোর সমাধানের সাথে ৯৫% Audio Voice দেওয়া হয়েছে। এবং ৫% অংকে Audio Voice.দেওয়া হয়নি। তার কারন হলো ৫% অংকের মধ্যে রয়েছে কয়েকটি অংক যার লিখিত সমাধান দেখলেই বুঝা যাবে যার জন্য Audio Voice এর প্রয়োজন নেই আবার কয়েকটি অংক রয়েছে যা এই App টির মাধ্যমে বোঝা প্রায় অসম্বভ অর্থাৎ বাস্তব করাটাই উত্তম।

এই Application টির সুবিধাসমূহঃ

১। মাত্র ২৫৬ এমবি RAM যুক্ত যেকোনো Android স্মার্ট ফোনে এ App টি অনায়সে চালানো যাবে।

২। অংকগুলো যথা সম্ভব অতি সহজ ও গ্রহনযোগ্যভাবে সমাধান করা হয়েছে ।

৩। App টিতে কোন বিজ্ঞাপন ও বাফারিং নেই।

৪। গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যায়ে ভালোভাবে বুঝার জন্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে।

৫। অনেক সময় দেখা যায় কিছু অংক, শিক্ষকের কাছে বুঝে আসলেও বাসায় আসার পর তা মনে নেই তাদের জন্য এই App টি প্রয়োজনীয়। এটি শিক্ষকের বিকল্প।

৬। অনেক সময় অনেক শিক্ষক হয়ত সময়ের স্বল্পতার কারনে অনেক অংক শেষ করাতে পারেন না। অনেক ক্ষেত্রে হয়ত সে অংকগুলোর সমাধান করার প্রয়োজন হতে পারে তাদের জন্য এই App টি প্রয়োজনীয়।

৭। অংকগুলোর লিখিত সমাধানের সাথে সাথে Audio Voice দেওয়া হয়েছে । Audio Voice দ্বারা শিক্ষার্থীরা জানতে পারবে কিভাবে প্রথম লাইন থেকে পরবর্তী লাইনের সমাধান করা হয়েছে।

৮। পাঠ্যপুস্তকের অধ্যায় নং এবং অধ্যায় ভিত্তিক অংকের ক্রমিক নাম্বার অনুযায়ী সবগুলো অংকের সমাধান এখানে রয়েছে।

৯। পাঠ্যপুস্তকের অধ্যায় ও ক্রমিক নাম্বার অনুযায়ী দ্রুত যে কোন অংকের সমাধান বের করা যাবে।

Related Posts

6 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No