GO11 – ক্রিকেট কন্টেস্ট আর্নিং অ্যাপ

আপনি কি ক্রিকেট খেলা খুব ভাল বুঝেন? ক্রিকেট খেলায় কোন প্লেয়ার ভালো খেলবে আর কোন প্লেয়ার ভালো খেলবে না তা আগেই বুঝতে পারেন? তাহলে এই অ্যাপ টি আপনার জন্য। গেম অফ ১১ ( Game Of 11 – GO 11) হল  বাংলাদেশের সর্বপ্রথম কন্টেস্ট ভিত্তিক ফ্যান্টাসি গেইম । ম্যাচ সিলেক্ট করো , ফ্যান্টাসি টিম বানাও আর কন্টেস্টে জয়েন করো । প্রতি কন্টেস্টেই জিতে নাও ক্যাশ পুরস্কার !

কিভাবে খেলবেনঃ

১/আসন্ন ম্যাচের সময়সূচী থেকে আপনি যে ম্যাচটি খেলতে চান তা নির্বাচন করুন।

২/প্রতিযোগিতার তালিকাটি পাবেন এবং সেখান থেকে আপনার ফ্যান্টাসি দল তৈরি করতে “আপনার দল তৈরি করুন” এ ক্লিক করুন।

৩/100 টি ক্রেডিট ব্যবহার করে উভয় দলের 11 জন খেলোয়াড় চয়ন করুন। প্রতিটি রোল থেকে একটি ভারসাম্য দল তৈরি করুন। মনে রাখবেন আপনি প্রতিটি দল থেকে সর্বোচ্চ 7 জন খেলোয়াড় বাছাই করতে পারেন। আপনি প্রিভিউ তে ক্লিক করে আপনার দলের সমন্বয় পরীক্ষা করতে পারেন। 

৪/অবশেষে একজন অধিনায়ক, উপ-অধিনায়ক সিলেক্ট করুন এবং আপনার দলের একটি নাম দিন।

৫/আপনার দল তৈরির পরে যোগদানের জন্য একটি প্রতিযোগিতা সিলেক্ট করুন।

৬/যখন ম্যাচ শুরু হয় আপনি লিডারবোর্ড চিহ্নিতকরণ এবং প্রত্যেক প্লেয়ারের সামগ্রিক পয়েন্ট দেখতে পাবেন। ম্যাচটি শেষ হওয়ার পরে অবশেষে লিডারবোর্ড চিহ্নিতকরণ এবং পৃথক প্লেয়ারগুলির বিশদ পয়েন্ট ব্রেকডাউন প্রকাশ করা হবে।

টিম ক্রিয়েটের সময় আপনার হাতে একটি ফিক্সড পয়েন্ট(১০০) থাকবে । প্রতিটি প্লেয়ারের একটি নির্দিষ্ট পয়েন্ট থাকবে । আপনি যখন একটি প্লেয়ার সিলেক্ট করবেন তখন ওই প্লেয়ারের পয়েন্ট আপনার পয়েন্ট থেকে বাদ যাবে । আপনি বিভিন্ন কম্বিনেসানে আপনার দল সাজাতে পারবেন ।

প্লেয়ারদের ক্যাটাগরি লিস্ট : WK – উইকেট কিপার BAT – ব্যাটসম্যান BWL – বোলার AR – অলরাউন্ডার

আপনার টিমে অবশ্যই ১ জন উইকেট কিপার থাকতে হবে । আপনি (৩ – ৫) জন ব্যাটসম্যান, (১ – ৩ ) জন অলরাউন্ডার এবং (৩ – ৫) জন বোলার সিলেক্ট করতে পারবেন। আপনি এইভাবে ২ দলের প্লেয়ারদের মধ্য থেকে আপানার নিজের ১১ জনের টিম ক্রিয়েট করবেন । আপনি একটি দলের সর্বোচ্চ ৭ জন প্লেয়ার সিলেক্ট করতে পারবেন । প্লেয়ার সিলেক্সান শেষে আপনি একজন ক্যাপ্টান এবং ভাইস ক্যাপ্টান সিলেক্ট করবেন । সবশেষে আপনি টিমের একটি নাম দিবেন এবং ‘save ‘ বাটনে ক্লিক করুন । আপনি এইভাবে একটি ম্যাচের জন্য একধিক টিম ক্রিয়েট করতে পারেন । আপনি এবার যে কন্টেস্টে জয়েন করতে চান সেই কন্টেস্টে ‘join’ বাটনে ক্লিক করুন । আপনার সেভ করা টিম লিস্ট আপনি সেখানে দেখতে পারবেন । আপনি যে টিম নিয়ে জয়েন করতে চান সেই টিমে চেক মার্ক (✓) ক্লিক করুন আর জয়েন করুন আপনার পছন্দের কন্টেস্টে ।

ফ্যান্টাসি পয়েন্ট সিস্টেমঃ নিম্নের নিয়ম অনুযায়ী আপনার দলের খেলোয়াররা পয়েন্ট পেয়ে থাকেঃ-

ফ্যান্টাসি ক্রিকেট পয়েন্ট সিস্টেম (ওডিআই)

১। প্রতি রান +০.৫

২। বাউন্ডারি (৪) বোনাস +০.৫

৩। ছয় (৬) বোনাস +১

৪। অর্ধশত (৫০) বোনাস +২

৫। শত রান (১০০) বোনাস +৪

৬। ডিসমিসাল বা ০ রানে আউট (ব্যাটসম্যান, উইকেট কিপার, অল-রাউন্ডার) -৩

৭। উইকেট (রান আউট বাদে) +১২

৮। ৪ উইকেট পাওয়ার বোনাস +২

৯। ৫ উইকেট পাওয়ার বোনাস +৪

১০। মেইডেন অভার +২

১১। ক্যাচ +৪

১২। স্টাম্পিং +৬

১৩। রান আউট +৪

১৪। শুরুর ১১ তে থাকলে +২

১৫। ২.৫ রান এর নিচে প্রতি অভারে +৩

১৬। প্রতি ওভারে ২.৫ – ৩.৪৯ রানের মধ্যে +২

১৭। প্রতি ওভারে ৩.৫ – ৪.৫ রানের মধ্যে +১

১৮। প্রতি ওভারে ৭ – ৮ রানের মধ্যে -১

১৯। প্রতি ওভারে ৮.১ – ৯ রানের মধ্যে -২

২০। ৯ রানের উপরে -৩

২১। স্ট্রাইক রেট (৫০ – ৬০ এর মধ্যে, বোলার বাদে) -১

২২। স্ট্রাইক রেট (৪০ – ৪৯.৯৯ এর মধ্যে, বোলার বাদে) -২

২৩। স্ট্রাইক রেট ৪০ রানের নিচে (বোলার বাদে) -৩

ফ্যান্টাসি ক্রিকেট পয়েন্ট সিস্টেম (২০/২০)

১। প্রতি রান +০.৫

২। বাউন্ডারি (৪) বোনাস +০.৫

৩। ছয় (৬) বোনাস +১

৪। অর্ধশত (৫০) বোনাস +৪

৫। শত রান (১০০) বোনাস +৮

৬। ডিসমিসাল বা ০ রানে আউট (ব্যাটসম্যান, উইকেট কিপার, অল-রাউন্ডার) -২

৭। উইকেট (রান আউট বাদে) +১০

৮। ৪ উইকেট পাওয়ার বোনাস +৪

৯। ৫ উইকেট পাওয়ার বোনাস +৮

১০। মেইডেন অভার +৪

১১। ক্যাচ +৪

১২। স্টাম্পিং +৬

১৩। রান আউট +৪

১৪। শুরুর ১১ তে থাকলে +২

১৫। ৪ রান এর নিচে প্রতি ওভারে +৩

১৬। প্রতি ওভারে ৪ – ৪.৯৯ রানের মধ্যে +২

১৭। প্রতি ওভারে ৫ – ৫.৯৯ রানের মধ্যে +১

১৮। প্রতি ওভারে ৯ – ৯.৯৯ রানের মধ্যে -১

১৯। প্রতি ওভারে ১০ – ১১ রানের মধ্যে -২

২০। ১১ রানের উপরে -৩

২১। স্ট্রাইক রেট (৬০ – ৭০ এর মধ্যে, বোলার বাদে) -১

২২। স্ট্রাইক রেট (৫০ – ৫৯.৯৯ এর মধ্যে, বোলার বাদে) -২

২৩। স্ট্রাইক রেট ৫০ রানের নিচে (বোলার বাদে) -৩

ফ্যান্টাসি ক্রিকেট পয়েন্ট সিস্টেম (টেস্ট)

১। প্রতি রান +০.৫

২। বাউন্ডারি (৪) বোনাস +০.৫

৩। ছয় (৬) বোনাস +১

৪। অর্ধশত (৫০) বোনাস +২

৫। শত রান (১০০) বোনাস +৪

৬। ডিসমিসাল বা ০ রানে আউট (ব্যাটসম্যান, উইকেট কিপার, অল-রাউন্ডার) -৪

৭। উইকেট (রান আউট বাদে) +৮

৮। ৪ উইকেট পাওয়ার বোনাস +২

৯। ৫ উইকেট পাওয়ার বোনাস +৪

১০। ক্যাচ +৪

১১। স্টাম্পিং +৬

১২। রান আউট +৪

১৩। শুরুর ১১ তে থাকলে +২

কিছু গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই মনে রাখবেনঃ

যে খেলোয়ারকে আপনি আপনার ফ্যান্টাসি দলের অধিনায়ক বানাবেন সে তার পয়েন্টের চেয়ে ২গুন বেশি পয়েন্ট আপনাকে দিবে। আর সহ-অধিনায়ক আপনাকে দিবে ১.৫ গুণ বেশি পয়েন্ট। বদলি খেলোয়াড়ের থেকে কোনো ধরনের পয়েন্ট আপনার দলে যোগ হবে না যদি নির্ধারিত আপডেটের সময়ে কোনো খেলোয়াড়ের বদলি হয়ে থাকে, তাহলে এই বদলি খেলোয়ারের জন্যে আপনার দলে কোনো পরিবর্তন করা সম্ভব হবে না নতুন আপডেট আশা পর্যন্ত।

এভাবে যার যার টিমের প্লেয়ার দের পার্ফরমেন্স অনুযায়ি র‍্যাংকিং হবে এবং সেই অনুযায়ী আপনারা টাকা পাবেন। অর্থাৎ শুধু একটা টিম বানিয়েই আপনি ইনকাম করতে পারবেন বসে বসে। ইনকামের টাকা বিকাশে পেমেন্ট নিতে পারবেন। ধন্যবাদ।

Related Posts