Google Adsense -ওয়েবসাইট মনিটাইজ করে টাকা আয় করুন

গুগল এডসেন্স এর সাথে নিশ্চই আপনিও পরিচিত। যদি পরিচিত না থাকেন তাহলেও চিন্তার কোনো কারণ নেই। আজকের আর্টিকেল দ্বারা আমরা জানবো গুগল এডসেন্স কি এবং কিভাবে এর দ্বারা ওয়েবসাইট মনিটাইজ করে টাকা আয় করা যায়।

গুগল এডসেন্স কি? (What is Google Adsense?)

গুগলের সাথে আমরা সবাই পরিচিত। গুগল বিশ্বের সবচেয়ে বৃহৎ সার্চ ইঞ্জিন। গুগলের নানান সার্ভিস রয়েছে যার মধ্যে Google Adsense অন্যতম। অর্থাৎ গুগল এডসেন্স গুগলের এমন একটি সার্ভিস যার দ্বারা আপনি আপনার ওয়েবসাইট মনিটাইজ করার মাধ্যমে সেখানে বিভিন্ন বিজ্ঞাপন দেখিয়ে প্রচুর পরিমাণে রয়ালটি ইনকাম করতে পারবেন। বিষয়টা একটু পরিষ্কার করে বলি, Google Adsense হচ্ছে গুগল কতৃক পরিচালিত একটি কোম্পানি। বিভিন্ন কোম্পানি তাদের পণ্য বা সেবার মার্কেটিং এর স্বার্থে বিভিন্ন বিজ্ঞাপন গুগলের এডসেন্স প্রোগ্রামে অফার করে থেকে।

এখন একটি ওয়েবসাইট মনিটাইজ করানোর দ্বারা আপনি সে সকল বিজ্ঞাপন Google Adsense দ্বারা আপনার সাইটে দেখানোর সুযোগ পাবেন। এক্ষেত্রে আপনার ওয়েবসাইটে আসা ট্রাফিক থেকে আপনার সাইটে দেখানো বিজ্ঞাপনে ক্লিক হিসাব করে আপনাকে তার বাবদে নির্দিষ্ট কিছু টাকা দেওয়া হবে। Google adsense কিন্তু তাদের থেকে আপনাকে টাকা দিচ্ছে না। বিভিন্ন কোম্পানি তাদের পণ্য বা সেবার মার্কেটিং এর স্বার্থে যে বিজ্ঞাপন বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করছে তার বাবদে কোম্পানিগুলো গুগলকে কিছু টাকা দিচ্ছে।

এখন Google Adsense Program বিভিন্ন ওয়েবসাইট মালিকদের সাথে সেই টাকার কিছুটা অংশ শেয়ার করে থাকে। আশা করি পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। তবে প্রশ্ন আসে কিভাবে আমরা আমাদের ব্লগ/ওয়েবসাইটকে Google Adsense এর জন্য মনিটাইজ করাতে পারি? Adsence Approve এর জন্য আপনাকে কিছু বিষয় মেনে আপনার ওয়েবসাইটে কাজ করতে হবে। তবে এখানে অনেক নিয়ম রয়েছে যা না মানলেও হয়তো আপনি এডসেন্স পাবেন তবে আপনার ওয়েবসাইট রেঙ্ক করবে না ভালোমতো।

আপনার ব্লগ/ওয়েবসাইট ভালোমতো রেঙ্ক না করলে আপনি ট্রাফিক বা ভিজিটর পাবেন না। এতে আপনার এডসেন্স পেলেও লাভ হবে না। এখন আসুন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনার মাথায় রাখা উচিত সেগুলো জানা যাক।

১. প্রথমত একটি ব্লগ/ওয়েবসাইট তৈরি করে প্রফেশনালভাবে সেটি কাস্টোমাইজ করা।

শুরুতে আপনি Blogger কিংবা WordPress এর দ্বারা একটি ওয়েবসাইট তৈরি করুন। এবং আপনার কাঙ্খিত ব্লগ/ওয়েবসাইট প্রফেশনাল ভাবে কাস্টোমাইজ করুন। গুগল এডসেন্স চায় প্রফেশনালি যারা কাজ করতে চাই তাদের এডসেন্স দিতে।

২. আপনার ব্লগ/ওয়েবসাইট এর জন্য একটি লাভজনক নিশ বাছাই করুন। নিশ মানে হলো বিষয়বস্তু। অর্থাৎ আপনার ব্লগ/ওয়েবসাইট তে আপনি কি বিষয়ে আর্টিকেল লিখবেন সেটি শুরুতে নির্ধারণ করুন। ওয়েবসাইট দ্রুত রেঙ্ক করতে চেষ্টা করুন যেকোনো একটি নিশ নিয়ে কাজ করতে।

৩. এডসেন্স আবেদন করার পূর্বে আপনার সাইটে অন্তত ৩০ টি ইউনিক আর্টিকেল পাবলিশ করুন এবং প্রত্যেকটি ১০০০ শব্দ করে লিখুন। আর্টিকেল যাতে কপি না হয় সে বিষয়ে লক্ষ রাখবেন।

৪.কপিরাইট মুক্ত ছবি আপনার ব্লগ আর্টিকেল এর জন্য ব্যবহার করবেন। গুগল বা সোশ্যাল মিডিয়া থেকে সরাসরি ডাউনলোড করে ব্যবহার করবেন না।

৫. আপনার ব্লগ/ওয়েবসাইটে Privacy Policy, Contact Us, About Us পেজগুলো অবশ্যই যুক্ত করুন।

এসব বিষয় মেনে আপনি যদি কয়েক মাস কাজ করে এডসেন্স এর জন্য আবেদন করেন তবে আপনি Google Adsense দ্বারা আপনার ওয়েবসাইট মনিটাইজ করে আয় করতে পারবেন।

Related Posts