HTML বেসিক বা মৌলিক ট্যাগ(HTML BASIC TAG)

HTML এর বিভিন্ন ট্যাগ ব্যাবহার করে ওয়েব পেজ তৈরি করা হয়।HTML এর ২ টি বেসিক ট্যাগ হচ্ছে <HTML> এবং< body>।  এছাড়ারাও <head> এবং <title> ট্যাগ ২ টিকেও বেসিক হিসেবে ব্যাবহার করা হয়। অথ্যার্ৎ HTML বেসিক বা মৌলিক ট্যাগ হচ্ছে ৪ টি। যথা: (১) <html> ট্যাগ।(২) <head> ট্যাগ। (৩) <title > ট্যাগ। (৪)  <body > ট্যাগ।

HTML ট্যাগ :< html> ট্যাগটি HTML এর ডকুমেন্ট  বুঝায়। প্রতিটি এইচটিএমএল এর ডকুমেন্ট শুরু হয় <html> ট্যাগ দিয়ে এবং শেষ হয় <\html> ট্যাগ দিয়ে।

HEAD ট্যাগ :প্রতিটি এইচটিএমএল ডকুমেন্ট এর মধ্যে হেড সেকশনটির উপর প্রভাব ফেলে। head ট্যাগের উপেনিং ট্যাগ হলো  <head> এর এবং ক্লোজিং ট্যাগ হলো </head>। এই সেকশন এর মধ্যে আরো একাধিক ট্যাগ ব্যবহার করা হয়। যেমন <title>  ট্যাগ।

TITLE ট্যাগ :  TITLE ট্যাগের উপেনিং ট্যাগ হলো <title >  এবং এর ক্লোজিং ট্যাগ হলো <\title >। এই ট্যাগ হেড সেকশন এ ব্যবহার করা হয় এবং টাইটেলবারে কি টেক্সট হবে,তা এই ট্যাগ এর মাধ্যমে বুঝা যায় তথা লিখে দেওয়া যায়।

BODY ট্যাগ :BODY ট্যাগের ওপেনিং ট্যাগ হলো <body > এবং এর ক্লোজিং ট্যাগ হলো <\body >। এটি হলো ওয়েব পেজ এর মূল কন্টেন্ট এরিয়া।এর মধ্যে এক বা একাধিক কন্টেন্ট ব্যাবহার করে সংরক্ষণ করা হয়।যেমন <body > I am a new web designer <\ body > HTML  ট্যাগের মধ্যে আবার HEAD এবং BODY সেকশন থাকে।

উদাহরণ (ব্যাবহারিক) : HTML ভাষার <html >, <head >, <title >,ও < body > HTML ট্যাগের ব্যবহার দেখিয়ে একটি নমুনা ওয়েবপেজ  তৈরি করা হলো।

প্রথমে উইন্ডোজ থেকে Notepad প্রোগ্রাম চালু করতে হবে-

ক্লিক  Start বাটন_ ক্লিক program _ ক্লিক Accessories _ ক্লিক Notepad

নোটপ্যাড প্রোগ্রাম টি চালু হবে এবং নিচের মতো করে ওয়েবপেজ তৈরীর কোডগুলো টাইপ করতে হবে। HTML ট্যাগ ব্যাবহার করে HTML  এর একটি নমুনা ফাইল বা ডকুমেন্ট বা ওয়েবপেজ নিচে দেখানো হলো-

<html 1>

<head> <title > Title of page < /title>

<\head>

<body>

I am a new web designer

<\body >

<\html>

ওয়েব পেজটি Testprog 1. html নামে সংরক্ষণ করা হলো।এরপর একটি ব্রাউজিং সফটওয়্যার (Internet  Explorel OR Mozillla Firefox) ব্যবহার করে ঐ সঠিক ফোল্ডার থেকে ফাইলটি ওপেন করলেই পেজটির আউটপুট দেখা যাবে।উপরের পেজের ফলাফল হবে।

Related Posts

11 Comments

মন্তব্য করুন