Inbox cash সাইট থেকে ইমেইল পড়ে আনলিমিটেড ইনকাম। অনলাইন থেকে ইনকাম মোবাইল ও পিসি দিয়ে।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ! inbox cash সাইট থেকে ইমেইল পড়ে আনলিমিটেড ইনকাম। অনলাইন থেকে ইনকাম মোবাইল ও পিসি দিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা সাইট শেয়ার করব। যেখান থেকে আপনারা ইমেইল পড়ে ইনকাম করতে পারবেন। এই সেটটা থেকে আপনারা খুব বেশি ইনকাম করতে পারবেন না। এখান থেকে ইমেইল পারে সামান্য কিছু ইনকাম করতে পারবেন। খুব সামান্য পরিমাণ হলে এখান থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন।

এই সাইটে কাজ করার জন্য আপনাদের কোন ইনভেস্ট করতে হবে না। আপনি এখানে মোবাইল এবং পিসি দিয়ে কাজ করতে পারবেন। এখানে কাজ করার জন্য আপনার শুধু একটা জিমেইল প্রয়োজন হবে। আপনি অবশ্যই সঠিক একটা জিমেইল লাগবে। যে জিমেইল আপনি ব্যবহার করেন এবং এখানে আপনি সেই জিমেইল দিয়ে একাউন্ট তৈরি করবেন। একাউন্ট করে কাজ করে ইনকাম করবেন। আমি সাইট লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি। সেখানে ক্লিক করে সেটা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন।

সাইট লিংক: এখানে ক্লিক করুন

inboxcash সাইটে একাউন্ট করার পদ্ধতি।

লিংকে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। সেখানে আপনি আপনার ইউজারনেম তারপর ইমেইল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সহ অন্যান্য ইনফর্মেশন গুলো দেবেন দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি যেই ইমেইলটা দেবেন সেই ইমেইল একটা কনফার্মেশন লিংক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার আইডিটা ভেরিফাই করবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে পরবর্তীতে আপনি আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।

সাইটে মূলত আপনাকে কাজ করতে হবে না। আপনাকে কাজ করতে হবে আপনার জিমেইল এর মাধ্যমে। আপনি চাইলে সাইট থেকে তাদের ফিচার গুলো দেখে নিতে পারেন। এখানে আপনি তাদের রেফার কোড কপি করে নিতে পারেন। তাহলে আপনি এখান থেকে রেফার করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। যদি আপনি এগুলো করতে না চান তাহলে আপনাকে সাইটে কিছুই করতে হবে না। আপনি এখানে পেমেন্ট মেথড দেখে নিতে পারবেন। কত ডলার হলেই পেমেন্ট সেটাও দেখে নিতে পারেন।

inboxcash সাইট থেকে ইমেইল পড়ে আয়।

এখানে আপনার মূলত কাজ হচ্ছে আপনার ইমেইল পড়তে হবে ।এখন ইমেইলগুলো আপনি কোথায় পাবেন। আপনি এখানে যেই ইমেল দিয়ে একাউন্ট তৈরি করবেন। কিছুক্ষণ পরপর সেই ইমেইলে কিছু মেসেজ যাবে। সেই মেসেজগুলো তো একটা লিঙ্ক থাকবে। আপনাকে শুধু লিঙ্ক এ ক্লিক করতে হবে লিংকে ক্লিক করলে আপনার একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। সেখানে উপরে দেখবেন পার্সেন্ট কাউন্ট হচ্ছে।

যখন আপনার 100 পার্সেন্ট দেখা হয়ে যাবে তখন আপনি এখান থেকে কিছু ডলার পাবেন। অনেক সময় ক্যাপচা দিতে পারে সেগুলো ফিলাপ করে নেবেন। আর আপনি এখান থেকে যেই ডলার পাবেন সেটা আপনার এই সাইটে গিয়ে জমা হবে। এভাবে আপনি প্রতিদিন এখানে অনেকগুলো ইমেইল পাবেন। আপনি দিনের যে কোন একটা সময় একসাথে সবগুলো ইমেইল পরে নিতে পারবে।

আপনি যদি একটা না দীর্ঘদিন এই সাইটের কাজ না করেন। তাহলে কিন্তু আপনার আইডিটা ডিএকটিভ করে দেওয়া হবে। পরবর্তীতে আপনি এখানে পুনরায় একাউন্ট তৈরি করতে পারবেন বাট আপনার আগের ইনকাম সেগুলো চলে যাবে। এজন্য আপনার এখানে অন্তত নিয়মিত কাজ করবেন। যতটুকু সময় আপনি দিতে পারেন সেইটুকু। সবাই এখানে কাজ করবেন এখান থেকে

খুব সামান্য পরিমান টাকা হলে আপনার পেমেন্ট নিতে পারবেন। এখান থেকে বাংলাদেশ থেকে পেমেন্ট নেওয়ার অনেকগুলো সহজ মাধ্যম রয়েছে। তো আপনার অবশ্যই যাদের ভাল লাগে তাদের কাজ করবেন। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।

Related Posts

9 Comments

মন্তব্য করুন