আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি আর্নিং ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
তো আজকে আমি আপনাদের সাথে যে ওয়েবসাইট নিয়ে কথা বলতে যাচ্ছি সেটার নাম হচ্ছে Litepick। এই ওয়েবসাইটে কিভাবে একাউন্ট খুলবেন, কিভাবে ইনকাম করবেন, উইথড্র দিবেন তা সবকিছু আমি নিচে বিস্তারিতভাবে বলতে যাচ্ছি।
Litepick কি?
Litepick হচ্ছে একটি অনলাইন আর্নিং ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি ২০২০-২০২১ সালে তৈরি করা হয়।বর্তমানে এদের ব্যবহারকারীর সংখ্যা ৯০ হাজারেরও বেশি। এরা এখন পর্যন্ত তার ব্যবহারকারীদের ১৬০০ এরও বেশি লাইটকয়েন পেমেন্ট করেছে।
কিভাবে একাউন্ট খুলবেন?
একাউন্ট খোলার জন্য প্রথমে তাদের ওয়েবসাইটে যান। তাদের ওয়েবসাইটটি হলো litepick.io বা আমি নিচে লিংক দিয়ে দিব সেখান থেকেও একাউন্ট খুলতে পারবেন।
উপরের দেওয়া লিংকে ক্লিক করলে আপনি তাদের ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে প্রথমে আওনার কাছে আপনার একটি সক্রিয় ইমেইল আ্যড্রেস চাওয়া হবে আপনি ইমেইল আ্যড্রেসটি দিয়ে দিবেন তারপর নিচে দেখবেন দুটি অপশন আছে একটি হচ্ছে Login এবং অপরটি হচ্ছে Sign up। আপনি Sign up লেখা অপশনে ক্লিক করবেন। তারপর আপনাকে তাদের সাইন আপ পেইজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি আপনার ইউজারনেইম দিন, তারপর ইমেইল আ্যড্রেস ও পাসওয়ার্ড দিন। তারপর ক্যাপচাটি পূরণ করুন। তাহলে আপনার একাউন্ট খোলা হয়ে গিয়েছে। তারপর ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি আপনার ইমেইল আ্যড্রেসটি ভেরিফাই করে নিতে পারেন। ভেরিফাই করলে আপনি ১০ টি ফ্রি স্পিন ও ১ দিনের জন্য প্রতিটি ক্লেইমের জন্য দ্বিগুণ টাকা পাবেন।
কিভাবে ইনকাম করবেন?
এই ওয়েবসাইট থেকে ইনকাম করার মূলত ২টি উপায় আছে। উপায় দুটি হচ্ছেঃ
১. Faucet : Faucet হচ্ছে এখান থেকে ইনকাম করার মূল উপায়। Faucet aআবার দুই ধরণের একটি হচ্ছে Hourly Faucet এবং অপরটি হচ্ছে Bonus Faucet।
Hourly Faucet : আপনি প্রতি ১ ঘণ্টা অন্তর একবার
Hourly Faucet টি ক্লেইম করতে পারবেন। এটার জন্য আপনি একটি নির্দিষ্ট লাইটকয়েন পাবেন। Hourly Faucet এর জন্য বিভিন্ন লেভেল আছে যেমন Stone, Iron, Bronze, Silver, Gold, Platinum, Diamonad এবং Master। প্রতি লেভেলের জন্য আবার আলাদা আলাদা ইনকাম।
Stone লেভেলে আপনি প্রতি ক্লেইমের জন্য ০.০০০০০২৫ লাইটকয়েন পাবেন। Iron লেভেলে আপনি প্রতিটি ক্লেইমের জন্য ০.০০০০০৫ লাইটকয়েন পাবেন। Bronze লেভেলে আপনি প্রতিটি ক্লেইমের জন্য ০.০০০০১ লাইটকয়েন পাবেন। Silver লেভেলে আপনি প্রতিটি ক্লেইমের জন্য ০.০০০০৩ লাইটকয়েন পাবেন। Gold লেভেলে আপনি প্রতিটি ক্লেইমের জন্য ০.০০০১২৫ লাইটকয়েন পাবেন। Platinum লেভেলে আপনি প্রতিটি ক্লেইমের জন্য ০.০০০৬ লাইটকয়েন পাবেন। Diamond লেভেলে আপনি প্রতিটি ক্লেইমের জন্য ০.০০৩ লাইটকয়েন পাবেন। আর সর্বশেষ অর্থাৎ Master লেভেলে প্রতিটি ক্লেইমের ০.০২ লাইটকয়েন পাবেন।
Bonus Faucet : Bonus Faucet থেকে ইনকাম করার জন্য আপনার স্পিনের প্রয়োজন হয়৷ আপনি ইমেইল ভেরিফাই করে ১০টি স্পিন পাবেন। তাছাড়া আপনি শর্টলিংক কমপ্লিট করেও স্পিন পাবেন। Bonus Faucet এ আপনি কোনো নির্দিষ্ট সংখ্যক লাইটকয়েন পাবেন। এটি সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে। আপনি ০.০০০০২৫ থেকে ০.৭৫ লাইটকয়েন পর্যন্ত পেতে পারেন।
২. Shortlink : এখানে শর্টলিংক কমপ্লিট করার মাধ্যমেও আপনি লাইটকয়েন পাবেন। শর্টলিংক ২য় লেভেল অর্থাৎ Iron থেকে শুরু হয়। আপনি প্রতিটি শর্টলিংকের জন্য বিভিন্ন সংখ্যা লাইটকয়েন পাবন। তার পাশাপাশি শর্টলিংক করে আপনি স্পিন পাবেন যা আপনি Bonus Faucet এ ব্যবহার করতে পারবেন।
উইথড্র করার উপায়:
এখান থেকে আপনি যেকোনো লাইটকয়েন আ্যড্রেসে পাঠাতে পারবেন। উইথড্র দেওয়ার জন্য আপনি আপনার থ্রী ডট মেন্যবার থেকে “Withdraw” অপশন সিলেক্ট করুন। মিনিনাম উইথড্র দেওয়ার আ্যমাউন্ট হচ্ছে ০.০০৫ লাইটকয়েন। তার পাশাপাশি তারা ০.০০০২ লাইটকয়েন ফি হিসেবে নেয়। উইথড্র দেওয়ার ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন।
প্রথম দিকে এই ওয়েবসাইট থেকে আপনার ইনকাম করতে একটু কষ্ট হতে পারে। কিন্তু পরবর্তীতে আপনি যখন Iron বা Silver লেভেলে উঠে যাবেন তখন ইনকাম করা ধীরে ধীরে সহজ হয়ে যাবে।
তো আজকের জন্য এতটুকুই। আবার কয়েকদিন পর আপনাদের সামনে হাজির হব নতুন কোন একটা টপিক নিয়ে৷ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের জন্য বিদায় জানাচ্ছি। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি এই পোস্টটি আপনার ভালো লেগেছে এবং নিশ্চয়ই পোস্টটি আপনাদের বন্ধু – বান্ধবের সঙ্গে শেয়ার করবেন।
সম্পর্কিত পোস্টঃ