MB শেষ হলেও মোবাইলের টাকা কাটবেনা।জেনে রাখুন সেটিংসটি।

এই ভার্চুয়াল জগতে কেউ অনলাইন ব্যবহার করেনা,এমন ব্যক্তি হয়তো খুজে পাওয়া যাবেনা।দিনের শুরুতে কিংবা শেষে একবার হলেও খোজ নেওয়ার চেষ্টা করি পুরো পৃথিবীর। আর এই যোগাযোগের মাধ্যম হিসেবে কতৃপক্ষ আমাদের কাছ থেকে নিয়ে যায় কিছু মুদ্রা। যেগুলো আমরা MB কেনার ক্ষেত্রে  খরচ করি। কিন্তু একটা সমস্যা হচ্ছে, ধরুন আপনার মোবাইলের ব্যলেন্সে ২০০ টাকা আছে,আর আছে ৫০ MB। এখন আপনি মনের ইচ্ছেমতো ব্রাউজিং করতেছেন,পথিমধ্যে আপনার এমবি শেষ হয়ে গেলো,আপনি কোনো নোটিফিকেশন ও দেখতে পেলেন না।
এমতাবস্থায় আপনার এমবি শেষ হওয়ার দরুন কতৃপক্ষ আপনার কাছ থেকে কেড়ে নিলো আপনার ২০০ টাকাও। যে বিষয়টি আপনি ক্ষুনাক্ষরে টেরও পেলেন না।ভাবনাহীন রিদয়ে মস্তিষ্কে চিন্তা নিয়ে করতে থাকলেন মারদাঙ্গা গালি।

 

তাহলে এই সমস্যার সমাধান কি?

 

সমাধান হলো আজকের পর্বের আমাদের আর্টিক্যল টি আপনার দেখা।

সমস্যার সমাধানঃ এরজন্য আপনাকে ব্যবহার করতে হবে একটি এপস,যে এপসটি আপনার এমবি শেষ হওয়ার সাথে সাথে বন্ধ করে দিবে আপনার ডাটা কানেকশন। ফলে বেচে যাবে আপনার মূল্যবান অর্থ।

 

কি সেই এপস? কোথায় পাবোঃ প্লেস্টোর এ গিয়ে সার্চ বক্সে লিখবেন Data Lock Lite অথবা নিচে লিংক দেওয়া থাকবে সেখান থেকেও আপনি এপসটি সংগ্রহ করতে পারবেন।

 

যেভাবে সেটিংস করবেনঃ এপ ইনস্টল করার পরে এপস ওপেন করলে প্রথমে যে পেইজ টি আসবে সেখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে।ডানপাশে ছোট্ট একটি সেটিংস অপশন খুজে পাবেন,ওটাতে জাস্ট ক্লিক করুন। এবার সবার উপরে ৩ টি অপশন খুজে পাবেন,সেখান থেকে Data plan এ যাবেন।তারপর Basic Plan।
উপরে লিমিট বক্সে,যতটুকু এমবি আপনি আজকে ব্যবহার করতে চান তার সংখ্যাটা বসান।
আর সময়ের স্থানে বসান কতক্ষণ পর্যন্ত চলবে এই কার্যক্রম।তারপর নোটিফিকেশন বক্সে টিক মার্ক করে Done বাটনে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।

এবার আপনি নিশ্চিত সকল ঝামেলা থেকে।

 

এপসের লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.sorrosoft.datalockfree

 

সুস্থ থাকুন ভালো থাকুন,
অনলাইন ইনকামের সাথেই থাকুন।

Related Posts

5 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন