microworkers থেকে কিভাবে আয় করবেন

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠকগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি।

আজকাল মানুষ এ ঘরে বসে কাজ করে টাকা আয় করার প্রবাণতা বাড়ছে।ঘড়ে বসে অনলাইনে কাজের মাধ্যনে টাকা আয় করার মাধ্যমে ফ্রীল্যন্সিং কিংবা আউটসোর্সিং বলা হয়। এটি একটি মুক্তপেশা। অর্থাৎ আপনাকে অনলাইনে কাজের কোন একটা নির্দিষ্ট বাধাধরা নিয়ম নেই। আপনি আপনারা পছন্দমতো সময়ে আপনি অনলাইনে কাজ করে টাকা আয় করতে পারেন।

আউটসোর্সিং নিয়ে আমার বিগত বেশ কিছু পোস্ট রয়েছে। আশা করি আপনারা সেগুলো পড়ে খানিকটা হলেও উপকার হয়েছেন এবং অনলাইনে কাজ সম্পর্কে ধারণা পেয়েছেন।আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মাইক্রোওয়ার্কারস নিয়ে।কিভাবে শুধুমাত্র মাইক্রোওয়ার্কারসের মাধ্যমে কাজ করে আপনি টাকা আয় করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত লিখবো। আশা করি আপনারা সকলে সাথেই থাকবেন।

Microworkers এমন একটি সাইট যে সাইটে আপনি ছোট ছোট কাজ করে টাকা আয় করতে পারবেন। চলুন তাহলে জেনে আসি কি কি কাজ হয়ে থাকে এই সাইটেঃ

1.upload 5 photos in this site.
2.Bookmark in my page.
3.Online game sign up.
4.creat a gmail account.
5.sign up insurance forum.

এই সকল ছোট ছোট কাজ রয়েছে এই সাইটে।তবে এই সাইটে কাজ করতে হলে কাজ প্রথমে একবার করতে হবে।তারপর ক্রমান্বয়ে বাকি কাজ আসবে।কাজ পাবার জন্য আপনাকে কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হবে।কাজ সঠিকভাবে সম্পন্ন না করা আপনি পুনরায় আর কাজ পাবেন না।আপনার একাউন্ট এ ৯ ডলার হলে আপনি টাকা তুলতে পারবেন। আপনি ব্যাংক একাউন্ট এর মাধ্যমেই ডলার ভ্যালু করতে হবে।

কাজের নিয়মাবলিঃ
১.এই সাইটে কাজ করতে হলে সবার আগে আপনাকে এই সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে।রেজিষ্ট্রেশন লিংকঃ microworkers.com। সাইটে গিয়ে যাবতীয় তথ্যাদি ব্যবহার করে রেজিষ্ট্রেশন ফরম পূরন করুন।

২.পরবর্তীতে ইমেইল ফেরিফাই করে লগিন করে নিন।

৩.নতুন ইউজার হলে নিউ বাটনে ক্লিক করুন নতুনদের দেওয়া কাজ পেয়ে যাবেন।

৪.এছাড়াও প্রতিটি কাজের বর্ননা দেওয়া আছে।দেখে নিয়ে কাজ করবেন।আপনি প্রতিদিন এই কাজ করলে প্রতিদিন টাকা আয় করতে পারবেন।

৫.টাকা আপনি পেপাল/মানি বোকারস/অল্টারপ্লে পদ্ধতিতে টকায়া তুলতে পারবেন।তবে সেই জন্য আপনার বাসার ঠিকানার একটি পিন পাঠাবে।পিনটি অবশ্যই চেক করে নিবেন। পিনটি আসতে ২০ থেকে ২৫ দিন লাগতে পারে।

তাহলে আজ এইটুকুই। ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন

 

 

 

Related Posts