হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি দিয়ে আপনি Mx Player এ আসা যেকেনো বিরক্তিকর এড বা বিজ্ঞাপন বন্ধ দিতে পারবেন।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।
বর্তমান যুগ প্রযুক্তির যুগ।আর এই প্রযুক্তির যুগ এ কি না অসম্ভব।এই প্রযুক্তির যুগে বহুল ব্যাবহৃত প্রযুক্তি হলো মোবাইল ফোন আর এই মোবাইল ফোনকে আরো আকর্ষণীয় করে তোলেছে নানা ধরনের এ্যাপ ও ওয়েবসাইট।তো আজকে আমরা কোনো এ্যাপ এর কথা বলব না আজকে আমরা একটি Setting এর কথা বলব যা দিয়ে আপনি অতি সহজে কোনো প্রকার থার্ড পার্টি এ্যাপ ছাড়াই Mx Player এর এড বা বিজ্ঞাপন বন্ধ করে দিতে পারবেন।তে কী সেই Setting যা দিয়ে আপনি অতি সহজেই Mx Player এর এড ব্লক করে দিতে পারবেন তো তা জানতে নিচের টিপসটি ফলো করুনঃ
১.আপনারা উপরে স্কিনসর্ট এ দেখতে পারছেন যে আমি আমার মোবাইলে এ থাকা Mx Player এ প্রবেশ করেছি এবং প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুড পান্ডার ব্যাবার এড চলে এসেছে।
২.তো আপনি আপনার মোবাইলে থাকা Setting এ চলে যান।তারপর নিচে দেখতে পাবেন Google নামে একটি অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করুন।
৩.এবার সামনেই Ads নামে একটি অপশন দেখতে পাবেন সেটায় ক্লিক করবেন।
৪.এবার Opt Outpot of Ad Personalization On করে দিবেন বুম কাজ শেষ।
৪.এই দেখুন আর কোনো এড আসছে না আমার মোবাইলে থাকা Mx Player এ।
আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথা কোন ভুল থাকলে মার্জিত ভাষায় ধরিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেয ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।আর সবসময় গ্রথোরের সাথে থাকবেন।