হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি মোবাইলের রিভিউ যা আপনার জন্য হতে পারে পারফেক্ট কম্বিনেশন মোবাইলটির নাম হলো Oppo Reno 3 Pro।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।
মোবাইলটির দাম বাংলাদেশে ৩৯ হাজার ৯শত ৯০টাকা।
Oppo Reno 3 Pro কালার ও নেটওয়ার্কঃ
এই মোবাইলে মূলত ৩টি ভেরিয়ান্টের কালার পাবেন এগুলো হলো Midnight Black,Sky White,Auroral Blue.এছাড়াও রয়েছে Dual Nano সিম স্লট ও ২জি,৩জি,৪জি সাপোর্ট নেটওয়ার্ক যা দিয়ে আপনার নেটওয়ার্ক সেবা পাবেন ভালো মানের।
Oppo Reno 3 Pro এর ক্যামেরা ও রেম রোম সম্পর্কেঃ
মোবাইলটিতে Back Camera হিসেবে ব্যাবহার করা হয়েছে ৮৭ মেগাপিক্সেল ও Front Camera হিসেবে ব্যাবহার করা হয়েছে ৪৬ মেগাপিক্সেল।এছাড়া এই মোবাইলটির Back Camera ভিডিও রেসুলেশন হিসেবে রয়েছে ২১৬০ পি ও UltraHD এবং Front Camera এর ভিডিও রেসুলেশন হিসেবে রয়েছপ ১০৮০পি FullHD.
আর এই মোবাইলটির রেম হলো ৮জিবি ও রোম ১২৮ কিংবা ২৫৬ জিবি যা দিয়ে গেমিং এক্রপেরিয়েন্স হবে দুদার্ন্ত।
Oppo Reno 3 Pro এর প্রসেসর ও অপারেটিং সিস্টেমঃ
মোবাইলটিতে প্রসেসর হিসেবে পাবেন Octa Core Upto 2.2 GHZ।আর অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন Android 10 যার Color Os7.
Oppo Reno 3 Pro Security,Battery ও অন্যান্যঃ
মোবাইলটিতে পাবেন ৪২২৫ Mah এর ব্যাটারি ও 30W এর ফাস্ট চার্জার যা দিয়ে আপনি ২০মিনিটেই ৫০℅ চার্জ পূরণ করতে পারবেন।মোবাইলটির ডিসপ্লে সাইজ ৬.৪ ইঞ্চি ও মোবাইলটির ওজন ১৭৫ গ্রাম।মোবাইলটির ইউএসবি ভার্সন হিসেবে পাবেন ২.০ আর Bulletooth ভার্সন ৫.০।
আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথা কোন ভুল থাকলে মার্জিত ভাষায় ধরিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেয ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।আর সবসময় গ্রথোরের সাথে থাকবেন।