হ্যালো বন্ধুরা, আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন।
বন্ধুরা আপনারা অনেক জায়গায় অনেক কাজ করে থাকেন অথবা অনেকে ইউটিউবে ভিডিও মেক করে থাকেন এবং আপনারা অনেকেই চান যে একটু স্টাইলিশ আকারে আমরা থামনেল বানাবো মানে থামনেলে যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো আমরা একটু স্টাইলিশ ভাবে ব্যবহার করব এবং আমি ফোন দিয়েই থামনেল বানাবো।
তো বন্ধুরা আপনারা বেশিরভাগ ক্ষেত্রে PixelLab app ই ব্যবহার করে থাকেন।
তো বন্ধুরা থামনেল বানানোর জন্য পিকচার কিন্তু খুবই ভালো একটা এপ্লিকেশন PixelLab.
এর মাধ্যেমে আপনারা স্টাইলিশ ফন্ট কিভাবে ব্যবহার করবেন তা আজকে আমি আপনাদের বলে দেবো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো পোস্টটি পড়তে থাকুন।
তো বন্ধুরা আপনাদের সর্বপ্রথম কি করতে হবে আপনাদের ফন্ট ডাউনলোড দিতে হবে আপনাদের গুগোল থেকে ডাউনলোড দিতে হবে বাংলা ফন্ট অথবা ইংলিশ ফন্ট লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।
তারপর অনেক front পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করুন। আপনাদের যেগুলো পছন্দ হয় সেগুলো আপনারা ডাউনলোড করবেন প্রথমে। তারপর ডাউনলোড করে নেওয়ার পর তারপর সেগুলো আপনাদের এক্সট্রেক্ট করে নিতে হবে আর যদি এক্সট্রেক্ট করই থাকে তাহলে তো আর কিছু করতে হবেনা।
তো বন্ধুরা আপনারা এখন front ব্যবহার করতে হলে আপনাদের কি করতে হবে আপনি যে ফন্টগুলো ডাউনলোড করলেন এখন আপনাদের সেগুলো ব্যবহার করতে হবে।
তো বন্ধুরা সেগুলো ব্যবহার করার জন্য আপনাদের এখন কি করতে হবে আপনারা সরাসরি PixelLab এর ভিতরে চলে যাবেন PixelLab অ্যাপ্লিকেশন এর ভিতরে চলে যাওয়ার পর তারপর দেখতে পারবেন আপনাদের যে টেক্সট আছে এবং সেই টেক্সটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন My front সেখান থেকে My front আইকন এর উপর ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন ফাইল ম্যানেজার সিলেট করতে পারবেন এরকম একটি অপশন আছে সেখান থেকে ফাইল ম্যানেজারটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের যে ফাইলগুলো ডাউনলোড হয়েছে সেই ফাইলটা আপনারা সিলেট করে দিবেন আপনারা যেহেতু ব্রাউজার দিয়ে ডাউনলোড করলেন সে কারণে অবশ্যই ফন্টগুলো ফাইল ম্যানেজার এ ডাউনলোড অপশনে চলে গেছে তো বন্ধুরা ডাউনলোড অপশন সিলেক্ট করে ওকে করে দিবেন তারপর দেখতে পারবেন যে ফন্টগুলো আপনি ডাউনলোড করলেন সেগুলো ধারাবাহিকভাবে সুন্দর ভাবে চলে এসেছে।
তারপর সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এবং স্টাইলিশ ভাবে লিখতে পারবেন। তো বন্ধুরা যারা PixelLab app ব্যবহার করেন তাদের জন্য এটা খুবই কার্যকরী একটি ট্রিকস ছিল।
তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আসসালামুয়ালাইকুম।