Qlinke থেকে কপি পেস্ট করে প্রচুর ইনকাম

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি আর্নিং ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি । তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

আপনারা যারা অনলাইনে ইনকাম করতে চান তারা বিভিন্ন ধরনের সাইটে কাজ করেছেন। যারা অনলাইন থেকে ইনকাম করেছেন বা করার চেষ্টা করছেন তারা নিশ্চয়ই লিংক শর্টনারের কথা শুনেছেন। আমি নিজেও আগে “adfly” নামক একটি লিংক শর্টনার ওয়েবসাইট সম্পর্কে কথা বলেছি। আমি নিচে ওই পোস্টটির লিংক দিয়ে দিব। এখন আমি আপনাদের সঙ্গে আরেকটি ভালো লিংক শর্টনার ওয়েবসাইট নিয়ে কথা বলব। এই লিংক শর্টনার ওয়েবসাইটটির নাম হলো ” qlinke “. এটি গত কিছুদিনে অনেক বিখ্যাত হয়েছে। নিচে আমি আপনাকে কিভাবে লিংক শর্টনার থেকে ইনকাম করবেন, কিভাবে টাকা তুলবেন সব বিস্তারিতভাবে বলছি।

“Qlinke” কি : “Qlinke” হলো একটি লিংক শর্টনার ওয়েবসাইট। বর্তমানে বিশ্বে অনেকগুলো লিংক শর্টনার ওয়েবসাইট রয়েছে। কিন্তু অনেক কম ওয়েবসাইটই আছে যেগুলো আপনাকে লিংক ছোট করার জন্য আপনাকে টাকা দিবে। হ্যাঁ ঠিক শুনেছেন আপনি লিংক শর্টনার থেকে লিংক শর্ট করে সেটি ফেসবুক বা অন্য কোথায় শেয়ার করে টাকা ইনকাম করতে পারবেন। আমি এর আগেও “adfly” লিংক শর্টনার সম্পর্কে বলেছি। আপনি চাইলে সেই পোস্টটি দেখে আসতে পারেন। আপনি এখান থেকে ভালো মানের একটি ইনকাম করতে পারবেন। কিন্তু একদম ওতোও বেশি না। আপনি যদি ভালো ভাবে কাজ করেন তাহলে প্রায় ৩০০০ – ৪০০০ টাকা ইনকাম করতে পারবেন।

একাউন্ট রেজিষ্ট্রেশন : এখানে একাউন্ট রেজিষ্ট্রেশন করা একদম সহজ। আপনি একটু নিচে গেলেই এক জায়গায় “রেজিস্ট্রেশন করুন” দেখতে পারবেন সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করলে আপনি সরাসরি রেজিষ্ট্রেশন পেজে চলে যাবেন। তা যদি না চান তাহলে আপনি আপনার ব্রাউজারটি ওপেন করেন এবং সেখানে গিয়ে ” qlinke.com ” সার্চ করুন। তারপর সাইন আপ অপশনে ক্লিক করুন। তারপর আপনার সামনে একটি ইনফরমেশন ফর্ম আসবে সেখানে তারপর আপনি আপনার ইউজার নেম, ইমেইল আইডি, পাসওয়ার্ডটি দিবেন তারপর আবার পাসওয়ার্ডটি দিবেন। তারপর রোবট ভেরিফিকেশন করে ” I agree to the Terms of Use and Privacy policy ” তে টিক চিহ্ন দিয়ে ইনফরমেশন ফর্মটি পূর্ণ করুন। তারপর আপনার ইমেইম আ্যড্রেসে একটি একাউন্ট কনফার্মেশন মেইল আসবে সেটি দিয়ে আপনি আপনার একাউন্টটি ভেরিফাই করে নিন। এটি সাধারণ ১-৩ মিনিটের মধ্যে এসে পরে কিন্তু সর্বোচ্চ ২৪ ঘন্টা লাগতে পারে। আপনার একাউন্ট রেজিষ্ট্রার করা শেষ। তারপর আপনি আপনার ইমেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগিন করে নিবেন।

——————–রেজিস্ট্রেশন করুন——————

একাউন্টে লগিন করার পর আপনি আপনার হোম পেজে থাকবেন অর্থাৎ একাউন্টের প্রোফাইলে থাকবেন। এটির হোম পেজটি একটি ক্লাসিক লিংক শর্টনার যেমন “za.gl”, ” Shrinkearn.com” এগুলোর মতো। আপনি আপনার একাউন্টে প্রবেশের পর প্রথমেই আপনি ড্যাশবোর্ড থাকবেন। এটির ড্যাশবোর্ড পেজটা একদম সিম্পল। এখানে আপনার লিংকে টোটাল কয়টা ভিউ রয়েছে, আপনার টোটাল আর্নিং কত,রেফারাল আর্নিং কত এবং আপনার গড় “cpm” কত দেখতে পারবেন।

কিভাবে ইনকাম করবেন : এখানে ইনকাম করার বেশ কিছু উপায় আছে। নিচে আমি এখান থেকে কিভাবে ইনকাম করবেন তা ভালোভাবে বুঝিয়ে বলছি :

লিংক শর্ট করে : যেহেতু “Qlinke” একটি পেইড লিংক শর্টনার ওয়েবসাইট সেহেতু এখান থেকে ইনকাম করার সবচেয়ে ভালো ও সহজ উপায় হচ্ছে লিংক শর্ট করা। লিংক শর্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে লগিন করতে হবে। একাউন্টে লগিন করার পর আপনি আপনার একাউন্টের ড্যাশবোর্ডে থাকবেন। সেখানে একদম উপরেই আপনি লিংক শর্ট করার একটি অপশন দেখতে পারবেন। প্রথমে আপনি যেকোনো জায়গা থেকে একটি লিংক সংগ্রহ করুন। সেই লিংকটি আপনি “Your URL here” এই জায়গাটিতে দিয়ে দিন। তারপর আপনি আপনার লিংকটিতে কোন ধরণের আ্যড সেট করতে চান সেটি পছন্দ করুন। আপনি আপনার লিংকে দুই ধরণের আ্যড বসাতে পারবেন। একটি হলো ব্যানার আ্যড এবং অন্যটি হলো “interestitial” আ্যড। তারপর আপনি শর্টেন বাটনটিতে ক্লিক করুন। তারপর আপনি “Qlinke” এর পক্ষ থেকে একটি লিংক পেয়ে যাবেন। তারপর আপনার কাজ হচ্ছে এই লিংকটি ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার, মেসেঞ্জার ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা। এটি আপনাকে প্রতি ভিউ বা ক্লিকের জন্য টাকা দেয়। যদিও মূলত এটি আপনাকে “cpm” হিসেবে পে করে থাকে। নিচে আমি সিপিএম কি এবং এই ওয়েবসাইটটি সিপিএম হিসেবে কত টাকা দিচ্ছে তা আমি বলছি। “CPM” এর পূর্ণ অর্থ হলো “Cost Per Mile”। এই কথাটির অর্থ হলো ” Qlinke” আপনাকে প্রতি ১০০০ ভিউ বা ক্লিকের বিনিময়ে কত টাকা দিবে। আসলে এই “CPM” টি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তারপরও আমি আপনাকে কিছু ধারণা দিচ্ছি। বাংলাদেশ থেকে আপনার দেওয়া লিংকে যদি ১০০০ ক্লিক আসে তো আপনি প্রায় গড়ে ১ – ১.৫ ডলার পাবেন। যদি আপনার লিংকে আমেরিকা থেকে ১০০০ ক্লিক আসে তাহলে আপনি গড়ে প্রায় ১.৫ – ২ বা ৩ ডলার পাবেন।

রেফারাল প্রোগ্রাম : বর্তমানে যত আ্যপ আছে তার প্রত্যেকটিতেই রেফার করে ইনকাম করার সুযোগ আছে ঠিক তেমনি আপনি “Qlinke” রেফার করেও ইনকাম করতে পারবেন৷ এখানে আপনি যাকে রেফার করবে তার ইনকামের আপনি সারাজীবন ১০% পাবেন। অর্থাৎ আপনার রেফার করা ব্যক্তি প্রতিদিন ১ ডলার করে ইনকাম করে তাহলে আপনি ০.১৫ ডলার পাবেন একদম ফ্রীতে কোনো কাজ না করেই। এখানে আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন। আপনার রেফারাল লিংকটি পেতে প্রথমে আপনি আপনার একাউন্টে লগিন করুন। লগিন করার পর আপনি আপনার ড্যাশবোর্ডের উপরে ডান দিকে একটি ৩ ডট মেন্যু বার দেখতে পারবেন সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এক জায়গায় “Refferals” লেখা একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করুন। তারপর একটু স্ক্রল ডাউন করলে আপনি আপনার রেফারাল লিংকটি পেয়ে যাবেন। তার নিচে আপনি দেখতে পারবেন কে কবে আপনার রেফারাল লিংক দিয়ে সাইন আপ করেছিলেন।

উইথড্র : উইথড্র করার জন্য প্রথমে তিন ডট মেন্যু বারে যান। তারপর “Withdraw” লেখা অপশনটিতে ক্লিক করুন। তারপর একটু স্ক্রল করুন এবং নিচের “Withdraw” অপশনটিতে ক্লিক করুন। “Qlinke” সাধারণত ১ দিনের মধ্যে পেমেন্ট করে থাকেন। উইথড্র করার আগে আপনার প্রোফাইলটি একটু ঠিক করে নিতে হবে। আপনার প্রোফাইলে যাওয়ার জন্য প্রথমে আপনি আপনার একাউন্টে লগিন করুন। করার পর আপনি তিন ডট মেন্যু বারে ক্লিক করুন। সেখানে আপনি এক জায়গায় “Settings” লেখা অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক কপ্রার পর আপনি আরও তিনটি অপশন দেখতে পারবেন। অপশনগুলো হলো : “Profile”, “Change Password”, ” Change Email”। আপনি “Profile” অপশনটিতে ক্লিল করুন। তারপর আপনার বিলিং আ্যড্রেসটি দিতে হবে। এখানে আপনি আপনার প্রথম নাম, শেষ নাম, আ্যড্রেস, শহরের নাম, দেশের নাম, আপনার শহরের জিপ কোড, ফোন নাম্বার এগুলো দিন। তারপর উইথড্রয়াল মেথড ও উইথড্রয়াল একাউন্ট ইনফরমেশনটি দিন৷ এখানে মূলত ৬ টি পেমেন্ট মেথড আছে। নিচে আমি পেমেন্ট মেথডগুলো কি কি, পেমেন্ট একাউন্ট ইনফরমেশন হিসেবে কি কি দিবেন এবং মিনিমাম উইথড্র আ্যমাউন্টটি দিয়ে দিচ্ছি :

বিকাশ : এখান থেকে আপনি বিকাশে পেমেন্ট নিতে পারবেন। এখানে বিকাশের ক্ষেত্রে মিনিমাম পেআউট আ্যমাউন্ট হলো মাত্র ২ ডলার এবং পেমেন্ট একাউন্ট ইনফরমেশন হিসেবে আপনার বিকাশ একাউন্টের মোবাইল নাম্বারটি দিরে হবে।

রকেট : রকেটের ক্ষেত্রে মিনিমাম পেআউট আ্যমাউন্ট হলো মাত্র ২ ডলার। পেমেন্ট একাউন্ট ইনফরমেশন হিসেবে আপনার রকেট একাউন্টের মোবাইল নাম্বারটি দিতে হবে।

নগদ : নগদের মাধ্যমে মিনিমাম পেআউট আ্যমাউন্ট হলো ২ ডলার। পেমেন্ট একাউন্ট ইনফরমেশন হিসেবে আপনার নগদ একাউন্টের মোবাইল নাম্বারটি দিতে হবে।

ওয়েব মানি : ওয়েব মানির ক্ষেত্রে মিনিমাম পেআউট আ্যমাউন্ট হলো ৫ ডলার। পেমেন্ট একাউন্ট ইনফরমেশন হিসেবে আপনার ওয়েব মানি একাউন্টের পারস আইডিটি দিতে হবে।

পারফেক্ট মানি : পারফেক্ট মানির ক্ষেত্রে মিনিমাম পেআউট আ্যমাউন্ট সবচেয়ে বেশি। এক্ষেত্রে মিনিমাম পেআউট আ্যমাউন্ট হচ্ছে ১০ ডলার। পেমেন্ট একাউন্ট ইনফরমেশন হিসেবে আপনার পারফেক্ট মানি একাউন্টের নাম্বারটি দিতে হবে।

payeer” : “payeer” এর ক্ষেত্রে মিনিমাম পেআউট আ্যমাউন্টটি হচ্ছে ৫ ডলার। পেমেন্ট একাউন্ট ইনফরমেশন হিসেবে আপনার payeer একাউন্ট আইডিটি দিতে হবে।

অসুবিধা : যেহেতু আমি এই আ্যপটি সম্পর্কে বিস্তারিতভাবে বলছি। তাই আমি এর কিছু অসুবিধা সম্পর্কেও কথা বলব। এই পৃথিবীর যে জিনিসটি ভালো সে জিনিসটারও কিছু অসুবিধা থাকে। ঠিক তেমনি “Qlinke” ওয়েবসাইটটিরও কিছু অসুবিধা রয়েছে। এটি একটি নতুন লিংক শর্টনার সাইট তাই এই সাইটের বেশি আ্যডভার্টাইসার নেই। অর্থাৎ অনেক আগে থেকে যেসব সাইট রয়েছে যেমন ” adfly” ওগুলোর মত ওত টাকা পাবেন না। তাই আপনি এই সাইট থেকে বেশি একটি সিপিএম আশা করতে পারেননা।

 

“Qlinke” একটি নতুন ওয়েবসাইট হিসেবে অনেক ভালো। আপনাদের যদি কাজ করতে ইচ্ছা হয় তাহলে এখনই কাজ করা শুরু। এই ওয়েবসাইটটি আসলেই পে করে। তাই উপরের দেওয়া লিংক থেকে এখনই রেজিস্ট্রার করুন।

আজকের জন্য এতটুকুই আবার কয়েকদিন পর আপনাদের সামনে হাজির হব নতুন কোন একটা টপিক নিয়ে৷ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের জন্য বিদায় জানাচ্ছি। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি এই পোস্টটি আপনার ভালো লেগেছে এবং নিশ্চয়ই পোস্টটি আপনাদের বন্ধু – বান্ধবের সঙ্গে শেয়ার করবেন।

আমার আগের পোস্ট :

Shadhin Music থেকে ধুমচে আয়!!! 

মাস্ক পড়ুন
সুস্থ থাকুন
আর গ্রাথোরের
সঙ্গেই থাকুন

Related Posts