হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি মোবাইলের রিভিউ যা আপনার জন্য হতে পারে পারফেক্ট কম্বিনেশন মোবাইলটির নাম হলো Realme C3।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।
মোবাইলটির দাম বাংলাদেশি টাকায় ১০ হাজার ৯শত ৯০ টাকা।
Realme C3 কালার ও নেটওয়ার্কঃ
রিয়েলমি সি৩ মোবাইলের কালার মূলত দুইটি ভেরিয়ান্ট এ পাবেন একটি হলো Frozen Blue এবং অপরটি হলো Blazing Red.আর ২জি,৩জি ও৪জি সাপোর্ট নেটওয়ার্ক সহ ডুয়াল সিম লাগানো স্লট রয়েছে।
Realme C3 ক্যামেরা, রেম ও রোমঃ
মোবাইলটির রেম হলো ২জিবি/৩জিবি/৪জিবি ও রোম হলো ৩২জিবি/৬৪জিবি যা ১০হাজার টাকার মধ্যে অসাধারন একটি প্যাকেজ আমি মনে করি।
এবার আসি ক্যামেরার বিষয়েঃ
Back Camera ও Front Camera যথাক্রমে ১৬ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল এছাড়া এই Back Camera ও Front Camera ভিডিও রেসুলেশন হিসেবে পাবেন যথাক্রমে FulHD 1080P যা দিয়ে মোটামোটি ভালো মানের ভিডিও হবে।
Realme C3 ব্যাটারি ও প্রসেসরঃ
Realme C3 এর ব্যাটারি হলো লিথিয়াম -লায়ন 5000Mah ও এর সাথে পাবেন ১০W Fast Charging চার্জার য়া দিয়ে খুব কম সময়ে দ্রুত ফোনটি চার্জ হবে।মোবাইলটিতে প্রসেসর হলো Octa Core Upto 2.0 GHZ.
Realme C3 সিকিউরিটি ,অপারেটিং সিস্টেম ও অন্যান্যঃ
মোবাইলটিতে রয়েছে Fringerprint ও Face Lock যা আপনাকে দিবে ভালো মানের একটি সিকিউরিটি।আর অপারেটিং সিস্টেম হলো Android10।আর মোবাইল ডিসপ্লে হলে ৬.৫ ইঞ্চি ও ওজন ১৯৫ গ্রাম।আর ইউসিভি টাইপ ভার্সন 2.0।
আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথা কোন ভুল থাকলে মার্জিত ভাষায় ধরিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেয ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।আর সবসময় গ্রথোরের সাথে থাকবেন।