আসস্লামুলাইকুম বন্ধুরা,আশা করি আপনার অনেক অনেক ভালো আছেন।
বন্ধুরা সবাই Rocket Account ব্যবহার করি।কিন্তু আমরা সবাই জানিনা আমাদের Rocket Account প্রতারকদের হাত থেকে রক্ষা করতে জানিনা।
আজ আমি Rocket Account এর সতর্কতা মূলক বার্তা আপনাদের সামনে তুলে ধরব।
তো আর কথা না বলে Rocket Account এর সতর্কতা মূলক বার্তা দেখে আসা যাক।
Rocket Account Warning!
*প্রতারক চক্র কতৃক Dutch Bangla Bank, Bangladesh Bank, B.R.T.C অথবা অন্য কোন বাংক এ নিজের Rocket Account এবং পিন নাম্বার প্রদান করতে বিরত থাকুন।
*পুরস্কার প্রাপ্তি সংক্রান্ত কোন কল বা এস.এম.এস এর প্রেক্ষিতে একাউন্ট সংশ্লিষ্ট কোন ধরনের তথ্য বা অর্থ প্রদান করবেন না।
*পরিচিত নাম্বার থেকে কোন প্রকার কল বা এস এম এস আসলে আসল পরিচয় সুনিশ্চিত না হয়ে কোন তথ্য বা অর্থ প্রদান করবেন না।
* আপনার Rocket Account এর পিন অন্য কারও বকাছে শেয়ার করবেন না ।
*কোন অবস্থাতেই কথায় বা ফোন সিরিজ ডায়াল ৩২২*৭*১*…………………………………………………………………..#.করে প্রতারিত হবেন না।
*এজেন্ট বা অন্য কেউ ভুল করে টাক পাঠিয়েছে বলে ফেরত চাইলে তার কথা মত কোন নাম্বার বিশেষ করে পিন নাম্বার ডায়াল করবেন না। এক্ষেত্রে নিকটস্থ DBBl or Rocket Office যোগাযোগ করতে পারেন।
* +১৬২১৬ অথবা ১৬২১৬ অথবা ১৬২১৬ নাম্বারে কল আসলে গ্রহণ করবেন না । এবং কোন তথ্য দিবেন না।
*নিজের একাউন্টের মাধ্যমে অন্যর টাকা লেনদেন করবেন না।এতে আপনার পিন নাম্বার Hacked হয়ে যেতে পারে।
*উপরোক্ত একাউন্ট এর মাধ্যমে অন্যর অর্থ লেনদেনের মাধ্যমে আর্থিক ক্ষতি হলে কোন ভাবেই Dutch Bangla Bank or Rocket দায়ী থাকবেনা।
ধন্যবাদ সবাইকে এই পোষ্ট পড়ার জন্য।