Tamodo থেকে আয় করুন প্রতিদিন ২$-২.৭০$। রেফার বোনাস ০.২৫$

💢‍‍‍‍‍হাই
সবাই কেমন আছেন? আশাকরি ভালোই। হ্যাঁ আমিও ভালো আছি। আজ একটি নতুন আর্নিং সাইট নিয়ে পোষ্ট করছি। সাইটি ১০০% পেমেন্ট করে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

সাইটটির নামঃ Tamodo

রেজিষ্টার করার নিয়মঃ
সাইটে ঢুকে ডান পাশে দেখতে পাবেন থ্রী.ডট মেনু। সেখানে ক্লিক করার পর সবার নিচে দেখতে পাবেন Sign Up। সেখানে ক্লিক করে, আপনার নাম, ঠিকানা, ই-মেইল ও যেসব তথ্য চাইবে তা দিয়ে রেজিষ্টার করে নিবেন। এরপর আপনার মেইল চেক করবেন। দেখবে Tamodo থেকে একটি মেইল দিয়েছে। মেইলটি খুলে দখবেন অ্যাকাউন্ট অ্যাকটিভ করার জন্য একটি লিংক দিয়েছে। লিংকটিতে ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাকটিভ করে নিবেন।

এবার সাইটে লগ ইন করার সময়, আপনার ই-মেইল, পাসওয়ার্ড দিয়ে I am not a robot এ ক্লিক করবেন, এরপর সাইটে লগ ইন করবেন। সাইটে লগ ইন করে আপনার প্রোফাইল এডিট করে নিবেন এবং আপনার পেমেন্ট মেথড যুক্ত করে নিবেন।

সাইটে কি কাজ করতে হবে, তা বিস্তারিত দেয়া আছে সাইটের নিচের অংশে। স্ক্রল ডাউন করে নিচে গিয়ে সেগুলো দেখে নিবেন।

রেফার করেও আয় করতে পারেন, প্রতি রেফারে ০.৩৫$ করে পাবেন। এখানে ৭ লেভেল পর্যন্ত রেফার কমিশন পাবার সুযোগ আছে।

90% পর্যন্ত কমিশন😮
প্রকাশক সহজেই তার আয়ের অনুকূলতা অর্জন করে কারণ Tamodo তে অনুমোদিত প্রচারগুলি বাজারে সর্বাধিক লাভজনক। 10% থেকে 90% পর্যন্ত কমিশন।

প্রত্যেকের সাথে অর্থ উপার্জন করা সহজ😎
Tamodo সিস্টেমটি একটি সাধারণ, ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেসে তৈরি। 99% ব্যবহারকারী ওয়েবসাইট লিঙ্কগুলি, ব্যানারগুলি ভাগ করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। যে কেউ এটি করতে পারেন।

৭ম লেভেল পর্যন্ত রেফারেল বোনাস😍
Tamodo এর  বিশেষ বৈশিষ্ট্য হলো এটি ৭ম লেভেল পর্যন্ত বোনাস দিয়ে থাকে।

রেজিস্টার করুন এখান থেকে

✌ধন্যবাদ
আজ এই পর্যন্ত, আগামীতে আরো ভালো কিছু সাইট নিয়ে আপনাদের কাছে আসব, সেই আশা ব্যাক্ত করে বিদায় নিচ্ছি👎
🌷আচ্ছালামুআলাইকুম,সবাই ভালো থাকবেন🌷

Related Posts

16 Comments

মন্তব্য করুন