আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভাল আছেন সুস্থ আছেন তো গ্রামার ছাড়া ইংরেজিতে কথা বলুন এর তৃতীয় পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম করছে ।
আজকে আমি সেলিম , গ্রামার এর আরো একটি প্রয়োজনীয় শব্দ শেয়ার করতে যাচ্ছি যে শব্দগুলো আমরা দৈনন্দিন জীবনে কথাবার্তা বলার সময় ব্যবহার করে থাকি আজকের শব্দ হচ্ছে – need .
need ( প্রয়োজন )এর ব্যবহার গুরুত্বপূর্ণ হওয়া সত্বেও এর ব্যবহার প্রায় আমাদেরকে ধারায় ফেলে , কোথাও দেখি মূল verb-এর সাথে to হয় আবার কোথাও মূল verb-এর সাথে to হয় না কোথাও আবার আমরা দেখে verb এর সাথে ing হয় । আজকে আমরা জানবো কিভাবে কথাবার্তা need এর ব্যবহার করতে হয় সে সম্পর্কে বিস্তারিত –
সর্বপ্রথম আমরা কিছু উদাহরণ লক্ষ করব এবং সেগুলো সম্পর্কে পরে বিস্তারিত জানব এবং need এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব তাহলে আসুন শুরু করি –
⦁ আমার আগামীকাল সকালে বাড়ি যাওয়া দরকার ।
⦁ করিমের শীঘ্রই বিয়ে করা দরকার ।
⦁ মালেকের প্রত্যহ সকালে হাঁটা দরকা।
⦁ পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আমাদের কঠোর পরিশ্রম করা দরকার ।
⦁ আমার একটি ইংলিশ গ্রামার কিনা দরকার ।
এই ধরনের বাক্যে আমরা need পরে to ব্যবহার করব –
আমার আগামীকাল সকালে বাড়ি যাওয়া দরকার ।
I need to go home tomorrow morning .
করিমের শীঘ্রই বিয়ে করা দরকার ।
Karim needs to marry / get merried soon .
মালেকের প্রত্যহ সকালে হাঁটা দরকার ।
Malek needs to walk erery morining.
কেন need এর পর to use হলঃ
subject যদি প্রাণীবাচক হয় তাহলে needএরপর to হবে ।
এবার আসুন আরো কিছু উদাহরণ লক্ষ্য করি যেমন –
তোর সেখানে যাওয়া দরকার নেই
তাদের ঢাকা দেওয়া দরকার নেই
আবিদের আমেরিকা যাওয়ার দরকার নেই ইত্যাদি । এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা need not ও ব্যবহার করতে পারব । আবার do / does + not ও ব্যবহার করতে পারব ।
যেমন- তোর সেখানে যাওয়া দরকার নেই
you do not need to go there.
কবে বাক্যে যদি আপনি অতীতকাল বুঝাতে চান তবে needed not ব্যবহার করা যাবে না , এর পরিবর্তে did not need ব্যবহার করতে হবে ।
যেমন – আমার বইটি কিনা দরকার হয় নি ।
I didn’t need to buy the book. এভাবে try করেন ।
এখন আমরা আরেকটি সুন্দর ব্যবহার সম্পর্কে জানব need এর । সর্বপ্রথম কিছু উদাহরণ লক্ষ্য করবো এবং পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব –
উদাহরণঃ
পাপিয়ার বইটি কিনে দরকার হয়নি ।
তাদের সেখানে অপেক্ষা করা দরকার ছিল না ।
তোমার বাগানে পানি দেওয়ার দরকার ছিল না ।
এটা পূর্ণ বাক্য নয় কারণ এরপরে কিছু কথা থেকে যায় যেমন – পাপিয়ার বইটি কিনে দরকার হয়নি {কারণ তার ঘরে বইয়ের কপি ছিল}
আপনারা যদি মনে করেন যে আমার এটা দরকার নেই কারণ আমার এটা রয়েছে এই ধরনের কথাবার্তা যদি আপনারা বলে থাকেন তাহলে এভাবে গঠন হবে ।
গঠনঃ sub+ needn’t + have + verb-এর Past participle +++
যেমন- পাপিয়ার বইটি কিনে দরকার হয়নি {কারণ তার ঘরে বইয়ের কপি ছিল}
Papia needn’t have bought the book.
তোমার বাগানে পানি দেওয়ার দরকার ছিল না । (কারণ একটু আগে বৃষ্টি হল -)
you needn’t have watered in the garden.
এভাবে আরও কিছু উদাহরণ নিজ থেকে বানিয়ে প্র্যাকটিস করুন এবং একটি উদাহরণ হলেও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন ।
এবার আরও কিছু উদাহরণ লক্ষ্য করি এবং সেগুলোর ইংরেজি অনুবাদ করি-
উদাহরণঃ
তোমার কি ঔষধ খাওয়া দরকার ?
আরিফের কি বিয়ে করা দরকার ?
এই ধরনের বাক্যের ক্ষেত্রে বাক্যের শুরুতে Do / Does বসালেই হবে আর শেষে ? দিতে হবে । need আগে আনলেও চলবে ।
যেমন- তোমার কি ঔষধ খাওয়া দরকার ?
Need you to take medicine?
Do you need to take medicine ?
এভাবে আরও কিছু উদাহরণ প্র্যাকটিস করুন – তথ্যমূলক কোন উত্তর পাওয়ার জন্য আপনাকে শুরুতে Wh word যোগ করে নিতে হবে । যেমন-
তোমার কেন সেখানে যাওয়া দরকার ?
Why do you need to go there ? এর উত্তর লম্বা হবে ।
এবার আমরা আরও কিছু উদাহরণ লক্ষ করব এবং সেগুলো কে ইংরেজিতে অনুবাদ করবো –
উদাহরণঃ
আজকেই আমার চুল কাটানো দরকার ।
আমার ঘড়িটা মেরামত করা দরকা…
রুমটি পরিস্কার করা দরকার ।
ছবিটি দেয়ালে টানানো দরকার ।
কথাবার্তা বলার সময় আমরা এই ধরনের কথাবার্তা বলি এই ধরনের কথাবার্তা কে আমরা ইংরেজিতে করার জন্য নিচের গঠনটি অনুসরণ করব –
গঠনঃ sub+ need + ing +++( ing verb এর সা থে হবে ) অথবা need to be + verb এর past participle করেও করা যাবে । যেমন –
আজকেই আমার চুল কাটানো দরকার ।
my hair needs cutting on this very day .
or . my hair needs to be cut on this very day .
ছবিটি দেয়ালে টানানো দরকার ।
The picture needs hanging on the wall.
or . the picture needs to be hung on the wall.
নোটঃ বস্তু বুঝালে need এরপর ing হবে .
আসুন এবার একটি ব্যতিক্রমধর্মী এবং চমৎকার ব্যবহার শিখি:
সর্বপ্রথম কিছু উদাহরণ লক্ষ করুন এবং পরবর্তীতে এগুলোর ট্রান্সলেট করি .
উদাহরণ: আসমার শুধু মুচকি হাসলে হবে মাত্র (তাতেই জাহাঙ্গীর বুঝে নিবে সে তাকে ভালোবাসে) ।
তোমাকে শব্দগুলো উচ্চারণ করতে হবে মাত্র । (তাতেই ডিম থেকে বাচ্চা বের হবে)
এই ধরনের বাক্য গুলো কিন্তু আমরা need এর সাহায্যে ব্যবহার করতে পারব –
গঠনঃ + sub+ need + only+ verb এর মূল –
যেমন – : আসমার শুধু মুচকি হাসলে হবে মাত্র (তাতেই জাহাঙ্গীর বুঝে নিবে সে তাকে ভালোবাসে) ।
Asma needs only smile.
তোমাকে শব্দগুলো উচ্চারণ করতে হবে মাত্র । (তাতেই ডিম থেকে বাচ্চা বের হবে)
you need only utter the word .
তো আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে । যদি কোন বিষয় বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন এবং আমি আপনাদের জন্য কিছু কাজ দিয়ে দিলাম এই কাজগুলো উত্তর আমাদেরকে দেয়ার চেষ্টা করবেন ।
কাজঃ
তোমাদের প্রত্যহ সকালে কুরআন তেলাওয়াত করা দরকার – সাব্বিরের একটি কলম কেনা দরকার – তোমার শীঘ্রই বাড়ি যাওয়া দরকার – আমার বাড়ি কি বিক্রি করা দরকার নেই । তোমার কি আজ সেখানে যাওয়া দরকার ?
আশাকরি আজকের টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকারে আসবে তাহলে আজকে পর্যন্তই সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ।
আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন । website link here।
তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত শেষ সকলে ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ ।