আসসালামুআলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবার আপনাদের সামনে আমি সেলিম হোসাইন হাজির হয়ে গেলাম গ্রামার ছাড়া ইংরেজি শিখুন এর চতুর্থ পার্ট এ ।
বরাবরের মতো আজকেও একটি শব্দ নিয়ে আলোচনা করবো এবং এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং কিভাবে সহজে এটা দিয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলতে পারবেন । সে বিষয় নিয়ে বিস্তারিত উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে দিব । আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের কাছে অসংখ্য উপকারে আসবে শুধু যারা জানেন না তাদের জন্য টিউটিরিয়াল করা হয় ।
আজকেও আপনাদের সামনে একটি পরিচিত শব্দ নিয়ে আলোচনা করব শব্দটি হচ্ছে – used. Used এর অর্থ প্রায় সকলেরই জানা তবুও আরো একবার জেনে নেই – Used এর অর্থ ‘ব্যবহার করা হয়েছিল’ অতিত কালীন কাজ ।
কিছু কথাঃ আমাদের কথাগুলো আপনাদের বুঝতে সমস্যা হলে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং আমি যে কাজগুলো আপনাদেরকে দিব দয়া করে সেগুলোর যথাযথ উত্তর দেয়ার চেষ্টা করবেন ।
used এর কাজঃ সকল মানুষের জীবনে কোন না কোন অভ্যাস অবশ্যই থাকে , অভ্যাসগুলোর মধ্যে কোন কোন অভ্যাস হয়তো অতীত হয়ে যায় যা বর্তমানে পাওয়া যায়না । তার মধ্যে আবার কোন কোন অভ্যাস এমন হয় যে অতীতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত তার মধ্যে বিদ্যমান থাকে । আবার কোন কোন কাজ হয়তো কেউ ভবিষ্যতে তার অভ্যাস হয়ে যাবে , বাস্তবিক জীবনে এমন বাক্য প্রায় বেশিরভাগ সময়ই আমরা ব্যবহার করে থাকি তখন আমরা এটার ইংরেজি হিসাবে used to ব্যবহার করে এটাকে ইংরেজি করতে পারি ।
সর্বপ্রথম আমরা বেশ কিছু উদাহরণ লক্ষ্য করবো এবং তারপর এটার গঠন সম্পর্কে জানবো এবং পরবর্তীতে এটাকে ইংরেজিতে অনুবাদ করবো –
প্রিয় বন্ধুরা উদাহরণ গুলো খুব ভালো করে লক্ষ্য করুন-
⦁ রাখি প্রত্যেক সকালে সুমিষ্ট সুরে কোরআন পড়তো ( কিন্তু এখন পড়ে না ) ।
⦁ ছাত্রজীবনে আমি 5 ঘন্টা লেখাপড়া করতাম (কিন্তু এখন করি না) ।
⦁ তারা প্রত্যেক বছর সমুদ্রসৈকতে যেত ( কিন্তু এখন যায় না )
⦁ আমি প্রত্যেক দিন সকাল সকাল ঘুম থেকে উঠতাম ( কিন্তু এখন উঠিনা )
⦁ আমি কম্পিউটারে গেম খেলতাম ( কিন্তু এখন খেলি না )
এই ধরনের আরও অসংখ্য বাক্য আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা বলার সময় ব্যবহার করে থাকি কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে কিভাবে এই ধরনের বাক্যকে ইংরেজিতে বলতে হয় আসুন সেন সম্পর্কে বিস্তারিত জানি –
এই ধরনের সকল বাক্যকে ইংরেজিতে করার সময় আমাদের নিচের গঠনটি অনুসরণ করতে হবে ।
গঠনঃ sub+ used to + verb এর মূল+ + + + +
প্রিয় বন্ধুরা উদাহরণ গুলো খুব ভালো করে লক্ষ্য করুন-
⦁ রাখি প্রত্যেক সকালে সুমিষ্ট সুরে কোরআন পড়তো ( কিন্তু এখন পড়ে না ) ।
⦁ Rafi used to read the holy Quran every morning with sweet voice .
⦁ ছাত্রজীবনে আমি 5 ঘন্টা লেখাপড়া করতাম (কিন্তু এখন করি না) ।
⦁ I used to study Five hours at a stretch during my student life.
⦁ তারা প্রত্যেক বছর সমুদ্রসৈকতে যেত ( কিন্তু এখন যায় না )
⦁ They used to go to the sea beatch every year.
আপনারা আর কিছু উদাহরণ প্র্যাকটিস করুন নিজে নিজে এবং একটি উদাহরণ হলেও আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ।
এখন আমরা জানবো অতীতকালে কোন অভ্যাস যদি আপনার না থাকে তাহলে কিভাবে আপনি সেটাকে ইংরেজি করবেন যেমন – আমি ধুমপান করতাম না সাদিয়া কখনো নাচতো না ।
এই ধরনের আরও অসংখ্য উদাহরণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা বলার সময় ব্যবহার করে থাকি । আসুন দেখে নিই কিভাবে এই সমস্ত বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করবো । তার আগে কিছু উদাহরণ লক্ষ করি –
উদাহরণঃ
আমি ধুমপান করতাম না –
আসমা কখনো টিভি দত্ত না –
রিতা আগে গান শুনতো না –
আমি নিয়মিত খবরের কাগজ পড়তাম না –
তারা সকালে ঘুমাবো না –
এই ধরনের কথাবার্তা বলার সময় আমরা নিচের গঠনটি অনুসরণ করে ইংরেজিতে কথা বলতে পারি –
গঠনঃ sub+ usedn’t to + verb এর মূল + + + +
অথবা sub+ didn’t use to + verb এর মূল + + + +
উদাহরণঃ
আমি ধুমপান করতাম না –
I usedn’t to smoke .
or I didn’t use to smoke .
আসমা কখনো টিভি দত্ত না –
Asma never used to watch tv.
Asma did never used to watch tv .
এভাবে আরও কিছু উদাহরণ নিজে নিজে প্র্যাকটিস করুন এবং একটি উদাহরণ হলেও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন তাহলে আমরা বুঝতে পারবো .
এবার আসুন দেখে নেই কিভাবে-
তুমি কি নদীতে সাঁতার কাটতে ?
তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন ?
মাহবুব কি দুপুরে ঘুমাতে ?
তুমি কি ধূমপান করতে ?
তারা কি টিভি দেখছ না ?
তুমি কি ধূমপান করতে না ?
এই ধরনের বাক্য গুলোকে কিভাবে আমরা সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারি . কথাবার্তায় ব্যবহৃত এ ধরনের বাক্যগুলোকে নিচের গঠনের মাধ্যমে আপনি ইংরেজিতে অনুবাদ করতে পারবেন নিচের গঠনটি ভাল করে লক্ষ্য করুন –
গঠনঃ Did + sub+ use to + main verb.+ + + +
আর না থাকলে Didn’t + sub+ use to + main verb.+ + + +
যেমন- তুমি কি নদীতে সাঁতার কাটতে ?
Did you use to swim in the river ?
তুমি কি ধূমপান করতে ?
Did you use to smoke ? . এই ভাবে ।
আরো একটি ব্যবহার used to এরঃ
অতীত অভ্যাস যাতে অবশ্যই আমরা অন্য একটি অভিব্যক্তির আশ্রয় নিতে পারি আমি আপনাকে কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিস্কার করে দিচ্ছি –
উদাহরণঃ ইমরান আঙ্গুল চুষতে চুষতে ঘুমাতে অভ্যস্ত ছিল –
জায়েদ সাহেব গাড়ি চালিয়ে যান যেতে অভ্যস্ত ছিলেন –
মনির খান রাত 8 টায় চা খেতে অভ্যস্ত ছিল –
ঢাকায় থাকার সময় আমি আমার নিজের খাবার রান্না করতে অভ্যস্ত ছিলাম । এই ধরনের চলমান সময় উল্লেখ থাকলে নিচের গঠন অনুযায়ী ইংরেজিতে অনুবাদ করতে হবে ।
গঠনঃ sub+ got used to + verb+ing + + + +
যেমন – ইমরান আঙ্গুল চুষতে চুষতে ঘুমাতে অভ্যস্ত ছিল । এর ইংরেজি হবে ।
Imran got used to sleeping chewing his finger .
মনির খান রাত 8 টায় চা খেতে অভ্যস্ত ছিল – এর ইংরেজি হবে ।
Monir Khan got used to having tea at 8pm.
তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই সকলে ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এবং বিভিন্ন ইসলামিক মুভি সহ সকল ধরনের মুভি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন: