Upwork এ কাজ করার নিয়ম, Upwork এ কাজ করে কোটিপতি হওয়া যায়?

ফ্রিল্যান্সিং জগতের এক পরিচিত নাম হচ্ছে Upwork, অনেকের স্বপ্ন থাকে Upwork সাইটের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে প্রচুর অর্থ উপার্জন করার। অনেক নতুন ফ্রিল্যান্সার আছেন যারা Upwork মার্কেটপ্লেস এর ব্যাপারে তেমন কিছু জানেন না বা ধারণা নেই। আর তাই আমি চেষ্টা করবো Upwork কি এবং Upwork এ কাজ করার নিয়ম সম্পর্কে আপনাদের বিস্তারিত বলার। একইসাথে আপনাদের কমন কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর্টিকেলের মাধ্যমে।

Upwork কি?

সহজ ভাষায় বলতে গেলে, Upwork হচ্ছে একটি ইন্টারনেট ভিত্তিক (Internet based) ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হিসেবে পরিচিত Upwork।

একজন মানুষ ইন্টারনেটকে কাজে লাগিয়ে তার যেকোনো অনলাইন ভিত্তিক কাজের জন্য Upwork সাইটে জব পোস্ট (অফার) করতে পারে অন্যদিকে আরেকজন ফ্রিল্যান্সার হিসেবে উক্ত ব্যক্তির কাজ করে দিয়ে টাকা আয় করতে পারে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন।

তাহলে নিশ্চই প্রশ্ন আসবে যে Upwork মার্কেটপ্লেসে কি কি কাজ পাওয়া যেতে পারে। চলুন সেই ব্যাপারে নিচে জেনে নেওয়া যাক।

Upwork এ কি কি ধরনের কাজ পাওয়া যায়?

Upwork এমন একটি মার্কেটপ্লেস যেখানে আপনি অসংখ্য ক্যাটাগরির জব অফার পেয়ে যাবেন। যেমন; কনটেন্ট রাইটিং, ওয়েবসাইট তৈরি, ট্রান্সলেট, ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট, অনলাইন পরামর্শ প্রদান, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত কাজ, গুগল এডসেন্স সার্ভিস, সেল আরো অসংখ্য। এসব জব অফার আপনি আপওয়ার্ক সাইটে পাবেন।

Upwork কাদের জন্য?

যদি আপনার মনেও এই প্রশ্ন আসে যে, আপওয়ার্ক মার্কেটপ্লেস মূলত কাদের জন্য তবে বলতে হয় এর উত্তর নেই। কেননা Upwork নির্দিষ্ট করে কারো জন্য নয়। যেকেউ চাইলে Upwork এ একটি অ্যাকাউন্ট করতে পারবে ফ্রিল্যান্সার হিসেবে।

তবে অ্যাকাউন্ট করা মাত্র সে কাজ পাবে এমনটা মোটেও নয়। সেক্ষেত্রে বলা যায় যাদের ফ্রিল্যান্সিং সেক্টরের যেকোনো একটি বিষয়ে ভালো দক্ষতা আছে Upwork তাদের জন্য উপযুক্ত হতে পারে।

Upwork এ কাজ করার নিয়ম

আপওয়ার্ক এ কাজ করতে গেলে বিশেষ কোনো নিয়ম অবশ্য নেই। প্রথমত আপনাকে আপওয়ার্ক মার্কেটপ্লেসে প্রবেশ করে ফ্রিল্যান্সার হিসেবে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। এক্ষেত্রে অ্যাকাউন্ট করার পর আপনার একাউন্টকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। ইউটিউবে অনেক অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা এই নিয়ে ভিডিও তৈরি করেছেন। আপনারা ভিডিও দেখে আপনার একাউন্ট সেটাপ করে নিন। একইভাবে কিভাবে আপওয়ার্ক এ ক্লায়েন্ট পাবেন সে ব্যাপারেও জেনে নিন।

Upwork এ কাজ করে কোটিপতি হওয়া যায়?

আপওয়ার্ক মার্কেটপ্লেসে কাজ করে কোটিপতি হওয়া যায়। কিন্তু সেটি নির্ভর করবে আপনার কাজের উপরে। যদি আপনি সফলভাবে ক্লায়েন্ট এর কাজ করে তাদের খুশি করতে পারেন তবে আপনার কাজের অভাব হবে না। আর ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যত বেশি কাজ সফলভাবে করে দিতে পারবেন তেমন আপনার ইনকাম হবে।

Upwork এ কাজ করে সফল হয়েছেন এমন ৩ জন ব্যেক্তির নাম

আপওয়ার্ক মার্কেটপ্লেস তে কাজ করে সফল হয়েছেন এমন অনেকে আছেন। তবে নিচে আমার চেনা তিনজনের নাম আমি উল্লেখ করছি, যারা ফ্রিল্যান্সিং সেক্টরে সফলতার সাথে কাজ করে ভালো পরিমান অর্থ আয় করতে সক্ষম হয়েছেন।

১. Ahosan Uddin Noman (Frelancer, Youtuber)

২. Khalid Farhan (Frelancer, Digital Marketer, Youtuber)

৩. Joyeta Banerjee (Frelancer, Youtuber)

সর্বশেষ

আজকে আপনাদের Upwork কি? এবং Upwork এ কাজ করার নিয়ম, সাথে কিছু কমন প্রশ্নের উত্তর দিলাম। আশা করছি আপনারা অনেক তথ্য পেয়েছেন। তবুও কিছু জানার থাকলে মন্তব্য করবেন।

Related Posts

18 Comments

মন্তব্য করুন