সুপ্রিয় পাঠকগণ, আসসালামুয়ালাইকুম
টাইটেল পরেই হয়তো বুঝে গেছেন আজকের টপিকি কি । তাহলে চলুন শুরু করি
ভিপিএন এর পূর্ণরূপ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটি ইন্টারনেটে আপনার ও অন্য একটি নেটওয়ার্কের মাঝে সিকিউর কানেকশন তৈরী করে দেয়। অধিকাংশ মানুষ মূলত অঞ্চলভিত্তিক ব্লক করা সাইটগুলোতে প্রবেশ করতে, তথ্যের গোপনীয়তা রক্ষার্থে এবং সেনসিটিভ কন্টেন্ট ব্রাউজ করার সময় নিজেকে ট্রেস করা থেকে বাঁচাতেই ভিপিএন ব্যবহার করে।
আজকাল ভিপিএন এর ব্যবহার খুবই জনপ্রিয়। কিন্তু অনেকেই আজ যে কারণে ভিপিএন ব্যবহার করে সেই কারণে ভিপিএন এর জন্ম হয়নি। ভিপিএন তৈরী করা হয়েছিল ব্যবসা ও বাণিজ্যিক প্রাইভেট নেটওয়ার্কগুলোকে নিরাপদে সংযুক্ত করার জন্য ।
পাবলিক নেটওর্য়াক বা ইন্টারনেটে যেহেতু পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি আছে। যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হল VPN। এই পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরী হয়।
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এ সংযুক্ত হওার জন্য বেশ কিছু উপায় রয়েছে। বেশ কিছু জনপ্রিয় সফটওয়্যার ব্যবহার করতে পারেন। কিনবা আপনি কন্ট্রোল প্যানেল থেকে ভিপিএন ইনফর্মেশন দিয়ে আক্সেস করতে পারেন ।
ভিপিএন কে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। যথাঃ
১। ট্রাফিক প্রটোকলে ব্যবহারিত টানেল,
২। টানেল টারমিনাশন পয়েন্ট,
৩। নিরাপত্তা প্রদান এর টানেল,
৪। দূরবর্তী আক্সেস এর টানেল ।
একটি VPN সার্ভারে VPN ক্লায়েন্ট একটি বাহ্যিক নেটওয়ার্ক ইন্টারফেসের মাধ্যমে সংযুক্ত হতে পারেন।
ভিপিএন নেটওয়ার্ক ফ্রী কিনাবা প্রিমিয়াম হতে পারে। ফ্রী ভিপিএন নেটওয়ার্ক দিয়ে থাকে ওপেন ভিপিএন। তাছারা কিছু ভিপিএন নেটওয়ার্ক ফ্রী ও প্রিমিয়াম উভয় সার্ভিস দিয়ে থাকে। তবে ফ্রী অ্যাকাউন্ট এর ক্ষেত্রে লিমিটেড আক্সেস বরাদ্দ থাকে যাতে করে নির্দিষ্ট পরিমান ব্যান্ডউইথ ব্যবহার করতে পারা যায় ।
এই ছিল আজকের পোষ্ট আপনাদের যদি কোন জায়গায় বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে জানাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর যাওয়ার চেষ্টা করব । সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং grathor.com ওয়েবসাইটের সাথে থাকবেন।।।।। আসসালামু আলাইকুম।।।