আমরা ইন্টারনেট দুনিয়ায় থাকি কিন্তু ইউটিউব কে চিনি না তা তো হয় না বর্তমানে ইউটিউব চালায় না এমন লোক নাই যে youtube-এর নাম শোনেনি।
কারণ এই আধুনিক যুগে ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়ার প্রথম সারির কাতারে রয়েছে ইউটিউব ইউটিউব একটি এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি ভিডিও আকারে সবকিছু পাবেন ইউটিউবে সর্বোচ্চ ভালো থেকে সর্বোচ্চ খারাপ পর্যন্ত ভিডিও এখানে আপলোড করা হয়। তাছাড়া এখানে হাসি তামাসা নানা ধরনের এমনকি
বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের হাসির ভিডিও এখানে ছাড়া হয়ে থাকে।
মোটকথা এমন কোন ভিডিও নেই বা এমন কোন কিছু নাই যার ভিডিও ইউটিউবে পাওয়া যায় না যদিও সেটা অবাস্তব হয়ে থাকে তাহলেও তার অ্যানিমেশন হিসেবে সেই ধরনের ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করা হয়।
ইউটিউবে এই সব ধরনের ভিডিও আপলোড করার মূল কথা হলো ইনকাম আপনি হয়তো ভাববেন ইউটিউব এ এত কষ্ট করে এত সুন্দর করে এডিট করে ভিডিও পাবলিশ করা হয় কেন এর থেকে কি তাদের কোনো লাভ আছে হ্যাঁ আসলেই তাদের লাভ আছে।। তারা না থাকলে এত পর্যন্ত করত না এত সুন্দর করে ভিডিও এডিট করতো না নিয়মিত ভিডিও আপলোড করতো না কারণ তাদের এখান থেকে অর্থ উপার্জন হয় এই জন্যই তারা এই ধরনের ভিডিও তৈরি করে থাকে।
তো আমি আপনাদের যে মূল বিষয়টা বলব সেটা হল ইউটিউব ট্যাগ আপনি যখন কোন ভিডিও ছাড়েন সেই ভিডিও সম্বন্ধীয় যদি আপনি ট্যাগ ইউজ করেন তাহলে ভিউয়ার রা আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবেন।
আপনি ধরেন ফানি ভিডিও ছাড়লেন আপনি যদি ফানি ভিডিও ছেড়ে অন্য ধরনের ট্যাগ ইউজ করেন তাহলে আপনার ভিডিওর ভিউয়ার্স কম হবে অর্থাৎ দর্শক কম হবে আপনি যদি কোন ফানি ভিডিও ছেড়ে তাতে ট্যাগ সাহেবের ব্যবহার করেন ফানি ভিডিও মজার ভিডিও হাসির ভিডিও এই দরণের আর্টিকেল লিখে যদি ট্যাগ ব্যবহার করেন।
তাহলে কেউ পানি হিসেবে বা আশির ভিডিও হিসেবে সার্চ করলে আপনার বা অন্য কারো যদি ভিডিওতে থাকে এই ভিডিও গুলো চলে আসবে ও না সে তার সামনে।
মূলকথা হলো ভিডিও সম্বন্ধীয় আপনার ট্যাগ যদি সুন্দর হয় ভাল হয় তাহলে আপনার ভিডিওগুলো লোকজন দেখবে বেশি এবং ভাইরাল হবে বেশি।
তো আমি আজ আপনাদের একটা এমন সাইটের কথা শেয়ার করব যেখানে আপনারা যেকোন ভিডিও টাইটেল লিখলেই সেই সম্বন্ধীয় অটোমেটিক অনেকগুলো ট্যাগ চলে আসবে আপনাকে আর ওই ভিডিও সম্বন্ধে ওটা হাতে লিখতে হবে না জাস্ট ওই সাইডে আপনি ভিডিও হেডলাইনটা দিয়ে দিলে ওই সম্বন্ধীয় হাজার হাজার ট্যাগ আপনার সামনে শো করবে আপনি কপি করে ইউটিউবে গিয়ে ডিসক্রিপশন এ প্রেসট করবেন।।
আপনি প্রথমে নিচের লিঙ্কে যাবেন
এখানে যাওয়ার পর আপনি উপরে একটা ঘর দেখতে পারবেন অর্থাৎ আপনি যে অফারটা চান সেই অফার এর টাইটেল টা ইংলিশে লিখে দিবেন অথবা ইংলিশ না দিয়ে যদি আপনি বাংলা টাইপ চান তাহলে নিচে দেখবেন ইংলিশ লেখা আছে ইংলিশে ক্লিক করলে আপনি ভিতর থেকে ইন্ডিয়ান বাংলা টা খুজে বের করবেন আবারও কথাটা বলে রাখি আপনি যদি ইংলিশে দিতে চান তার উপরে ইংলিশে লিখলেই হবে।।
আর যদি বাংলায় ত্যাগ নিতে চান তাহলে নিচে ইংলিশে ক্লিক করলে ইন্ডিয়ান বাংলা টা খুজে বের করবেন তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত অর্থাৎ টাইটেলটা লিখবেন টাইটেলটা লিখার পর নিচে ক্লিক করলে আপনার কাঙ্খিত ট্যাগ হাজার হাজার শো করবে আপনার যেটা ভালো লাগে আপনি অল কপি করতে পারবেন অথবা মার্ক করেও কপি করতে পারবেন।
আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই ট্যাগের অপশনটি তো আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোন পোস্টে ।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।