আসসাম্মালাইকুম ভাই ও বোন এ রা। আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন।
আজ আমি আপনাদের কিছু জিনিস নিয়ে সাবধান করতে এসেছি।
পৃথিবিতে নানা রকমের মানুশ রয়েছে কিছু মানুশ এর আচরন আমাদের মনকে জেমন ভালো করে তেমন ই কিছু কিছু মানুশ আমাদের কে ধোকা ও প্রতারণা করে থাকে।
আমরা সবাই সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ভাবে জরিত আছি। সামাজিক মাধ্যমেও এমন কিছু লোক থাকে জারা আমাদের ধোকা দিয়ে থাকে ভিন্নভিন্ন রকম ভাবে লোভ দেখিয়ে ।
লোভে পাপ পাপে মরন।
বেশি লোভ করা ভালো নয়। নানান কাজে লোভ আমাদের কে বিপদে ফেলে।আল্লাহ নিজে বলেছেন লোভ ভালো নয়।
আমরা প্রতারণার শিকার হয়ে তাদের কাজ করে দেই এবং তারা আমাদের টাকা না দিয়ে চলে যায়।
ভিন্নভিন্ন মানুশ ভিন্ন ভিন্ন ভাবে প্রতারণার শিকার হয়ে থাকে। নানা রকম ওয়েবসাইট এর কথা বলে নানা রকম কাজ ও করায়।
আমরা অনেক এ ই হয়তো জানিনা সাইবার অপরাধ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হয় আর অনলাইন প্রতারণাও সাইবার অপরাদ ।
আপনাদের আসে পাশে যদি কখনো কোনো সাইবার অপরাদ দেখেন তাহলে দ্রুত পুলিকে খবর করুন এবং আইনি বেবস্থা নেন।
আপনাদের একটি কল আমাদের অনেক কে প্রতারনা থেকে বাচিয়ে দিতে পারে।
আমারা সবাই এক হয়ে ই আমাদের সমাজ কে বাচাতে পারব। এই সব প্রতারক থেকে ধুরে থাকার চেস্টা করা ই আমাদের জন্যে ভালো।
ফেইসবুক এ নানান রকম এর ফেইক একাউন্ট খুলে আমাদের কে প্রতারণার সিকার করে।
কিছু কাজ করার আগে তার সম্পর্কে আসে পাশের মানুশ ও বড় ভাই বা বোন থেকে উপদেশ নেওয়া উচিত। আমাদের থেকে তাদের দক্কতা বেশি হয় ফলে নানা রকম ভাবে আমাদের উপকার করে থাকে।
শুধু কাজের কথা বলে ই সবাই প্রতারণা করে না।
নানান রকম ভাবে প্রতারণার শিকার করে থাকে।
মানুশ এর মন,ভাবনা নিয়ে খেলা করে। অনেক মানুশ অনেক রকম আশা নিয়ে ওদের কাজ করে থাকে। প্রতারনার শিকার না হয়ে জাচাই করে সব কাজ করব । সতক থাকব।
দিনের পর দিন ধোকা দিয়ে জাচ্চে সবাই কে কিছু নিচু শ্রেণির মানুষ। অল্প কিছু টাকার লোভ এ এমন নানার কাজ করে থাকে ওর।
আজ এই টুকুই আবার আসবো নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন। সাবধান থাকবেন।সুস্থ থাকবেন।নিয়মিত হাত ধুবেন।মাস্ক পরে বাহিরে জাবেন।সামাজিক দুরত্তো বজায় রাখবেন। আশা করি ভালো লাগবে আমার কথা গুলো। কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
ধন্যবাদ।