প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনারা সবসময় ভালো থাকবেন এটাই আমার কাম্য। আজকাল আমরা প্রায় সবাই কমবেশি স্মার্টফোনের সাথে পরিচিত এবং এটি অনেকেই ব্যাবহার করে থাকি। দিন দিন মানুষের এই স্মার্টফোনের চাহিদা বেড়েই চলেছে। মানুষের এই চাহিদা কে আরো ব্যাপক করতে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি গুলো প্রতিনিয়তই নতুন নতুন আকর্ষণীয় ফোন বাজারে আনছে! আজকে আপনাদেরকে এমনি একটি স্মার্টফোনের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেটি আপনাদেরকে সত্যিই অবাক করে দেবে। এটি নুবিয়া ব্র্যান্ডের একটি জনপ্রিয় স্মার্টফোন। ফোনটির দুই দিকেই ডিসপ্লে আছে! নাম Nubia Z20. তো বন্ধুরা চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ফোনটি সম্পর্কে।
👉 ব্র্যান্ড : নুবিয়া
👉 মডেল : Z20
👉 রিলিজের তারিখ : ০৮ আগস্ট, ২০১৯
👉 বডি টাইপ : গ্লাস
👉 ব্যাটারি : ৪০০০ এমএএইচ
👉 ফাস্ট চার্জিং : কুইক চার্জ ৪.০
👉 কালার : কালো, নীল ও লাল
👉 স্ক্রিন সাইজ : ৬.৪২ ইঞ্চি (ফার্স্ট ডিসপ্লে)
👉 রেজুলিউশন : ১০৮০*২৩৪০ পিক্সেল (ফার্স্ট ডিসপ্লে)
👉 ইঞ্চি প্রতি পিক্সেলের পরিমাণ : ৪০১ (ফার্স্ট ডিসপ্লে)
👉 স্ক্রিন সাইজ : ৫.১০ ইঞ্চি (সেকেন্ড ডিসপ্লে)
👉 রেজুলিউশন : ৭২০*১৫২০ পিক্সেল
👉 ইঞ্চি প্রতি পিক্সেলের পরিমাণ : ৩৩০
👉 প্রসেসর : ২.৯৬ গিগা হার্জ অক্টা কোর (কোয়াল কম স্নাপড্রাগণ ৮৫৫+)
👉 রেম : ৬ জিবি
👉 রম : ১২৮ জিবি
👉 রেয়ার ক্যামেরা : ৪৮ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ( অটো ফোকাস, ফ্ল্যাশ)
👉 অপারেটিং সিস্টেম : অ্যান্ড্রয়েড ৯ পাই
👉 ওয়াইফাই : হ্যাঁ (৮০২.১১ a/b/g/n/ac)
👉 জিপিএস : হ্যাঁ
👉 ব্লুটুথ : হ্যাঁ
👉 সিম : ডুয়াল সিম (ন্যানো, জিএসএম, ৩ জি, ৪ জি)
👉 ফিঙ্গারপ্রিন্ট সেন্সর : হ্যাঁ
👉 কম্পাস/ম্যাগনেটোমিটার : হ্যাঁ
👉 প্রক্সিমিটি সেন্সর : হ্যাঁ
👉 এ্যাকসেলেরমিটার : হ্যাঁ
👉 লাইট সেন্সর : হ্যাঁ
👉 ব্যারো মিটার : হ্যাঁ
তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি ফোনটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম চমৎকার ও আকর্ষণীয় স্মার্টফোন সম্পর্কে সবাইকে জানাতে সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ রইলো। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে….