আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি আবারো হাজির হয়েছি ৫ম সপ্তাহ এর ৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান নিয়ে। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক-
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-
কর্মপত্র।
নিচের ছকটি তুলে পূরণ কর-
ক্রম | শ্রমজীবীর নাম | সমাজে তাদের অবদান | তাদের কিভাবে মূল্যায়ন করব।
১| কুলি | | | |
২|রাজমিস্ত্রি | | | |
৩|কামার | | | |
৪| মুচি | | | |
বি:দ্র:আমি ছক একে দিতে না পারলেও তোমরা ছবি একে অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করবে।
ক্রম | শ্রমজীবীরর নাম | সমাজে তাদের অবদান
১. | কুলি | সমাজে পণ্য বহনের কুলিদের অবদান অপরিসীম। কিন্তু সমাজে তাদের যথেষ্ট অবদান থাকা সত্ত্বেও তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। সমাজের যারা বিত্তবান তাদের জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য লোক প্রয়োজন যা করে থাকে কুলিরা। সমাজের ছোটখাটো কাজ করলেও তাদের এই পরিশ্রম সমাজের উচ্চবিত্তদের শ্রম ও সময় দুটোই বাঁচায়। তাই বলা যায়, সমাজের অন্যান্য লোকদের মতো সমাজে কুলিদের অবদান বিদ্যমান।
( আমরা কিভাবে মূল্যায়ন করবো)
সমাজে কুলিরা ছোট কাজ করলেও তাদেরকে মূল্যায়ন করা আমাদের উচিত। আমরা অনেকেই কুলিদের ছোট চোখে দেখি কিন্তু তাদের কতটা পরিশ্রম হচ্ছে তা কখনো ভেবে দেখি না। প্রথমত তাদের ন্যায্য মজুরি প্রদান করা বাধ্যতামূলক। সমাজের অনেকেই তাদের কে প্রচুর কাজ করিয়ে অল্প টাকা দে কুলি সেটা আর পেটের তাড়নাই ওইটুকু টাকা নিতে বাধ্য থাকে। তাই তাদের ন্যায্য বেতন আগে নিশ্চিত করতে হবে, তাদের সম্মান জানানো টা তাও আমাদের নৈতিকতার মধ্যে পড়ে। এছাড়াও কাজ শেষে তাদের বাসায় এনে কিছু নাস্তা, পানি খাওয়ালে তাদের মূল্যায়ন অনেক বেশি বেড়ে যায়।
২| রাজমিস্ত্রি | সমাজে তাদের অবদান
রাজমিস্ত্রির অবদান একটু বেশি কেননা তারা সমাজের গঠন মূলক কাজের সাথে জড়িত। তারা সমাজে বড় বড় দালান তৈরি করে। তাদের হাতেই তৈরি হয় মানুষের দালান,ব্রিজ ইত্যাদি তৈরি হয়। তাদের থেকে কাজ করে মানুষ অনেক সুবিধা পেয়ে থাকে। তাই বলা যায়, রাজমিস্ত্রিরা সমাজে অনেক গঠনমূলক কাজে অবদান রাখে।
(আমরা কিভাবে মূল্যায়ন করব)
আমারা তাদের দিয়ে কাজ করে তবুও তাদের মূল্যায়ন সমাজে দেখানো হয় না। তারা সমাজে বড় বড় দালান তৈরি করার পরেও তাদের ও মূল্যায়ন করা হয় না। তাই তাদের মূল্যায়ন করতে হলে আমাদের প্রথমে তাদের কাজের ন্যায্য প্রাপ্য দিতে হবে এবং তাদেরকে সম্মান প্রদান করতে হবে এভাবে আমরা আচরণের মাধ্যমে সমাজে রাজমিস্ত্রিদের করতে পারি।
৩| কামার |
( সমাজে তাদের অবদান)
কামাররা সাধারণত যা দা,বটি, ইত্যাদি তৈরি করে তাই তাদের অবদান সমাজে অনেক। তারা আমাদের দৈনন্দিন ব্যবহারিত জিনিসপত্র তৈরি করে থাকে। তাদের এইসব তৈরি করা জিনিস আমরা প্রতিনিয়ত ব্যবহার করে আসতেছি। তাই এইসব জিনিস ছাড়া আমর চলতে পারব না।
(আমরা কিভাবে মূল্যায়ন করব)
তারা সামজে ছোট কাজ করে বলে অনেক সময় এরা সমাজে অবহেলা শিকার হয় এবং তাদের অধিকার থেকে বঞ্চিত হয় তাই আমাদের উচিত আমাদের সাথে ভাল আচরণ করা তাদের প্রাপ্ত শ্রমের মূল্য দেওয়া। আর এভাবেই তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।
৪| মুচি | (সমাজে তাদের অবদান)
আমার মত একটি সুন্দর ও স্বাভাবিক সমাজ গঠনে মুচির অবদান অনস্বীকার্য। কেননা সমাজের সকল শ্রেণীর মানুষের জুতা সেলাই এর প্রয়োজন হলে মুচিদের অবশ্যই দরকার হবে।তারা তাদের নিখুঁত দক্ষতা এবং কৌশলের মাধ্যমে নানা রকম জুতা সেলাই করে থাকে। তাই তাদের অবদান সমাজে অনেক।
(আমরা কিভাবে মূল্যায়ন করব)
সমাজে মুচি ছোট কাজ করার কারণে যে তাদেরকে ও মূল্যায়ন করা হয় না। এটা ঠিক নয় মুচিরা সমাজে ছোট কাজ করে বলেই আজ সমাজের উচ্চবিত্তদের সময় ও অর্থ দুটি বাঁচে। তাই আমাদের উচিত তাদেরকে সঠিক পারিশ্রমিক দেওয়া এবং তাদেরকে অসম্মান না করা আর এভাবেই মুচিদের মূল্যায়ন করা যেতে পারে।
উত্তর টি তোমরা হুবুহু না লিখে ধারণা নিয়ে তোমার মেধা দিয়ে লিখবে।
সকল শ্রেণির অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও সমাধান পেতে grathor.com এর শিক্ষা ক্যাটাগরি তে চোখ রাখুন।
ধন্যবাদ।