অহ দুঃখিত
ভদ্র মহোদয়গন, মাফ করবেন
বেয়াদবি, এই কানে ধরেছি আর কোনদিন বলব না এমন কথা,
আপনারা তো সুশিল সমাজ
ডিজিটাল যুগে ডিজিটাল বাঙালি
উচ্চ মাত্রায় অাধুনিক
বাংলায় লিখলে তো আপনাদের অাত্তমর্যাদায় আঘাত লাগবে,
বন্ধুবান্ধব সহ কারো কাছে মুখ দেখাতে পারবেন না,ক্ষেত বলবে
তাইতো আপনারা ইংরেজি বর্ণমালা দিয়ে বাংলায় লিখে বাংলাকে অাধুনিকতার দিকে নিয়ে এসেছেন
সাধু! সাধু! সাধু
ধন্য! ধন্য হে ধন্য!
ভাবছি এর জন্য একটা দিবস পালন করা দরকার,
আর প্রতিবছর আপনাদের সম্মানার্থে
আধুনিক বাংলা লেখা সংস্করণ এর জন্য জাতিয় ভাবে প্রতিবছর পুরস্কার দেওয়া দরকা আপনাদের
এই যা আবার ছোটমুখে বড় কথা
বলে ফেলেছি
দয়াকরে আমারে ফাঁসিতে ঝু্লাবেন না,
আমার এহেন অপরাধ
হে ভদ্র মহোদয়গন,হে সুশিল সমাজ,
হে গণ্যমান্য সুশিক্ষিত মহোদয়
ক্ষমা করে দিন
এই নাকে খত দিচ্ছি ৫২’র ভাষা আন্দোলনের শহীদের রক্তের উপরে
এই বাংলার মাটির বুকে
এই লাল সবুজের পতাকায়
এহেন নিকৃষ্ট বেয়াদবি আর কোনদিন করব না,
বরং রাজপথে আন্দোলন করব
যাতে ইস্কুল,কলেজ,হাট-বাজার,পাড়া-মহল্লায়,রাস্তার বিলবোর্ড,অফিস-আদালত সর্বত্র বাংলা বর্ণমালা বাদ দিয়ে ইংরেজি বর্ণমালা দিয়ে বাংলায় লেখার জন্য।
হালাল সব জবেই বুক ফুলিয়ে পরিচয় দেওয়া যায়
আপনি একটা কোম্পানিতে সিভি দেওয়ার পূর্বে ঐ কোম্পানিতে কর্মরত পরিচিত কেউ থাকলে তার সাথে কথা বলে নিতে পারেন। কখনই সেই...