যে ভাষা ব্যাপকভাবে আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যাবহৃত হয় তাকে আন্তর্জাতিক ভাষা বলে। ইংরেজি সাধারণত ভাষা হিসাবে বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যাবহৃত হয়। আন্তর্জাতিক মানের কারণে এটা এত বেশী গুরুত্বপূর্ণ। বিশ্বের বহু ভাষা রয়েছে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে হলে, সব ভাষা ব্যাবহার করা যায় না। এর জন্য একটি পরিচিতি ভাষা দরকার যা প্রায় দেশের লোকজন এর সাথে যোগাযোগ করতে পারব। আর সেই পরিচিত ভাষা হলো ইংরেজি ভাষা। আমরা সারাবিশ্বে সহজ ভাবে যোগাযোগ করতে পারি।ইংরেজি এই যোগাযোগ কে সহজ করে দিয়েছে।
যেসব কাজে ইংরেজি ভাষা ব্যাবহার করতে পারব তা হলোঃ- একজন চীনা খেলনা প্রস্তুত কারীর সাথে, একজন ফরাসি শিল্পের সাথে, একজন আরব রাষ্ট্র দূতের সাথে,কোরিয়ার নির্মাণ ঠিকাদার এর সাথে,যোগাযোগ ক্ষেএে,শিক্ষা ক্ষেএে, চাকরি ইত্যাদি ক্ষেএে আমরা ইংরেজি ভাষা ব্যাবহার করতে পারব।
যেসকল ক্ষেএে ইংরেজি দরকারঃ
১.আজকাল অনেক চাকরি রয়েছে যেখানে ইংরেজি ভাষা খুবই দরকার।
২. বিদেশে পড়াশোনা করার ক্ষেএে ইংরেজি ভাষা খুবই দরকার।
৩. ব্যাবসার সমগ্র আমদানি রপ্তানি ক্ষেএে ইংরেজি ভাষা খুবই দরকার।
৪.আমাদের দরকারী কাজ যেমন ব্যাক্তিগত,সামাজিক ও আন্তর্জাতিক পযার্য়ের অন্য লোকদের সাথে যোগাযোগ রক্ষা করতে মৌখিক ও লৈখিক ভাবে ইংরেজি ভাষার ব্যাপক দরকার।
আমরা যেভাবে ইংরেজি শিখতে পারবঃ
১.ইংরেজি বোর্ড বই থেকে ইংরেজি শিখতে পারব।
২.ইংরেজি (Grammar) আমাদের ইংরেজি ভাষা শিখতে সাহায্যে করে, এখান থেকে ইংরেজি শিখতে পারব।
৩.রেডিও, টেলিভিশন, সংবাদপএ,সাময়িকা, কম্পিউটার থেকে ইংরেজি শিখতে পারব।
আজকাল বিশ্বে অনেক চাকরি রয়েছে যেখানে ইংরেজি ভাষা খুবই দরকার। এটার কারণ হলো বিশ্ব অনেক ছোট হয়ে গেছে। দ্রুতগামী পরিবহনের মাধ্যমে বিশাল দূরত্ব সংক্ষিপ্ত আকারে আসতে শুরু হয়েছে। ফোন ও ইন্টারনেটের মাধ্যমে আমরা সহজে দেশি-বিদেশি খবর নিতে পারি, কথা বলতে পারি। সুতরাং আমরা সহজে যোগাযোগ করতে পারি। আর ইংরেজি ভাষা এসব যোগাযোগকে সহজ করে দিয়েছে। বর্তমানে পৃথিবীর ৮০% এর বেশি কম্পিউটারের যাবতীয় তথ্যাদি ইংরেজিতে। যেকোনো আন্তর্জাতিক সমাবেশ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার ধারাভাষ্য ইংরেজিতে অনুষ্ঠিত হয়। সুতরাং ভালো পেশাজীবন গঠন করতে ইংরেজি না শিখলে আমরা বর্তমানে বিশ্বের প্রতিটি প্রতিযোগিতায় পিছিয়ে পরব।আমাদের সবারই ইংরেজি শিখা প্রয়োজন। উপসংহারে বলা যায় যে,বিশ্বায়নের এ পৃথিবীতে প্রবেশ করতে ইংরেজি শেখার কোন বিকল্প নেই।