ইউটিউব ভিডিও , অডিও ডাউনলোড করুন আরো দ্রুত ও সহজ পদ্ধতিতে।
আসসালামু আলাইকুম, আশা করি রহমত, বরকত, মাগফেরাতের এই মাসে ভালো আছেন সবাই।
আমরা অনেক সময় সময় সল্পতার কারণে ইউটিবে সম্পূর্ণ ভিডিও দেখা হয়না, তখন ইউটিউব ভিডিও ডাউনলোড ই একমাত্র ভরসা।
ইউটুব ভিডিও ডাউনলোড করার বিভিন্ন ওয়েবসাইট এর পাশাপাশি বিভিন্ন এপ্স রয়েছে যেমন vidmat, tubemate,
কিন্তু এ সকল সাইট এবং এপ্সে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা দেখা যায়। যেমনঃ –
১/ কোনটাতে HD quality থাকেনা,
২/ আবার কোনটাতে ভিডিও ডাউনলোড করার পর দেখা যায় সাউন্ড নেই,
৩/ আবার কোনটাতে অডিও ডাউনলোড করার অপশন নেই ,
৪/ কোনটাতে আপনার পছন্দের রেজুলেশন নেই।
৫/ আবার কোনটাতে আলাদা প্লেয়ার ডাউনলোড করতে হয়, যেমন ভিডমেটে, tube mate. .
আর এই সব কারণে আমরা ডাউনলোড করতে গিয়ে ব্যাপক ঝামেলায় পড়ি।
এই সব ঝামেলা এড়াতে নিয়ে আসলাম Android এর জন্য নতুন একটি ইউটিউব ও ফেসবুক ভিডিও ডাউনলোডার যার নাম Videoedor premium..
ডাউনলোড করুন এi link থেকে। সাইজ মাত্র ৯ এম্বি ।
https://tlgur.com/d/g0936Nd4
★ এপ্সটির পরিচিতিঃ
১/ এই এপ্সটি প্রিমিয়াম অর্থাৎ এই এপ্সটি সম্পূর্ণ এড মুক্ত।
২/ যে কোন রেজুলেশনের ভিডিও ডাউনলোড এর সুবিধা
৩/ আলাদা কোন প্লেয়ারের প্রয়োজন হয়না যেরুপ ভাবে প্রয়োজন হয় Vidmate অথবা Tubemate এর।
৪/ 50+ এর ও বেশি সাইট থেকে ভিডিও ডাউনলোড এর সুবিধা।
৫/ 4K ভিডিও ডাউনলোড করার সুবিধা . .. .
৬/ 10X দ্রুত গতিতে ডাউনলোড করা যায় অন্য এপ্সের তুলনায়. . .।
৭/ একসাথে ইউটিউব প্লেলিস্টগুলি ডাউনলোড করার সুযোগ. .
৮/ dark মোড এনাবলের সুযোগ. . রয়েছে ।
৯/ রয়েছে আকর্ষণীয় থিম।
১০/ বিভিন্ন ভাষার সাবটাইটেল ডাউনলোডের অপশন রয়েছে।
★ ইউটিউব ভিডিও ডাউনলোড করার পদ্ধতিঃ
১/ প্রথমে ইউটিউবে প্রবেশ করুন যেই ভিডিও টা ডাউনলোড করতে চান সেটায় ক্লিক করুন। নিচের স্ক্রিনশট এর মতো করে।
২/ তারপর দেখবেন সেখানে একটি Share নামের একটা অপশন আছে, সেটায় ক্লিক করুন।
৩/ ক্লিক করার পরপরই নিচের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন, সেখান থেকে Videoedor এপ্সটি সিলেক্ট করুন।
৪/ ২, ৩ সেকেন্ডের মধ্যেই নিচের স্ক্রিনশট এর মতো ইন্টারফেস শো করবে।
৫/ এখন চাহিদানুযায়ি অডিও অথবা ভিডিও ডাউনলোড করুন ঝামেলা ছাড়াই।
৬/ অথবা আপনি সরাসরি এপ্সটিতে ঢুকে ইউটিউব ভিডিও বা অডিও ডাউনলোড করতে পারেন
★ এপ্সটিতে ঢুকে সেটিংয়ে গিয়ে ডাউনলোড করার লোকেশন চেঞ্জ করে নিতে পারেন।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন।
আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ।
আগামীতে আসবো নতুন টপিক নিয়ে।