আসসালামুওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।
আপনারা অনেকেই অনেক সময় ফেইসবুক আইডি ডিএক্টিভ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হন।বিশেষ করে তারা যাদের ফোনে সব সময় এমবি থাকেনা।এমবি না থাকলে ফেইসবুক এপ থেকে একাউন্ট ডিএকটিভ করা যায়না তখন ব্রাউজারের সাহায্য নিতে হয় আবার অনেক সময় দেখা যায় যে ব্রাউজারেও এমবি ছাড়া একাউন্ট ডিএক্টিভ করতে কিছু সমস্যা হচ্ছে। যারা এরকম সমস্যার মুখোমুখি হন। অনেকে ফেইসবুক লাইট থেকে একাউন্ট ডিএক্টিভ করেন তবে তাদেরও রবি বা বাংলালিংক সিম দিয়ে প্রথমে ফ্রি মুড অন করে নিতে হয়।আর যাদের এই সিম নেই তাদের সমস্যা হয়ে থাকেই অনেক সময়।তাদের জন্যই আমার আজকের এই লেখা আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা শুরু করা যাকঃ-
ধাপ ১ঃ প্রথমেই আপনি আপনার ফোনের ব্রাউজার থেকে ফ্রি. ফেইসবুক. কম লিখে সার্চ করুন তার পরে ফ্রি থেকে লগ ইন করুন।
ধাপ ২ঃ এবার আপনার ফনোনের স্ক্রিনের নিচের দিকে স্ক্রল করে নামুন।
ধাপ ৩ঃ এবার আপনি সেটিংস এন্ড প্রাইভেসি বলে একটি লেখা দেখতে পারবেন সেখানে ক্লিক করুন
ধাপ ৪ ঃ এবার আপনি জেনারেল বলে একটি অপশন দেখতে পারবেন।সেখানে ক্লিক করে জেনারেল সাইটে প্রবেশ করুন।
ধাপ ৫ঃএর পরে মেনেজ ইউর একাউন্ট বলে একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করুন
ধাপ ৬ঃএর পর আপনার একাউন্ট ডিএক্টিভ করার অপশন দেখতে পারবেন। কিন্তু খেয়াল করুন আপনার আইডি অটো এমবি মুড অন হয়ে গেছে।
এবার আপনাকে যেটা করতে হবে এটাই মেইন কাজ।নিচে পিকচারে আমি এটা বুঝানোর চেষ্টা করেছি
ধাপ ৭ঃএবার আপনি ব্রাউজারের উপরে যে বক্স দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন।যেখানে লিংক শো করে। সেখানে ক্লিক করলে দেখতে পারবেন m.facebook.com টাইপ লেখা এবার আপনাকে যা করতে হবে তা হলো m. কে free. করে দিতে হবে মানে এম এর জায়গায় ফ্রি লিখে দিতে হবে।
এর পর সেই লিংটি রান করলেই আপনি ফ্রি তে আইডি ডিএক্টিভ করার পেজে চলে যাবেন।
এর পর আপনার পছন্দ মতো অপশন বেছে আইডি ডিএক্টিভ করে নিন।
তো বন্ধুরা আশা করি লেখাটা থেকে আপনাদের ফ্রি ফেইসবুক রান করার সমস্যা দুর হয়েছে।
কোনো সমস্যা থাকলে আমায় কমেন্টে জানাতে পারে।
ধন্যবাদ বন্ধুরা।
কোন খরচ ছাড়াই কথা বলুন যেকোনো offline নাম্বারে
ফোন কল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। নানা প্রয়োজনে দৈনিক একাধিক বার আমরা একে অপরকে সাথে ফোন কলের বা...