আসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন।বর্তমান পরিস্থিতিতে সকলের অনন্দের এবং বিনোদনের একমাত্র খোরাক হলো আমাদের মোবাইল ফোন। কিন্তু ভালো মানের মোবাইল ফোন যদি না হয় তাহলে যেকোনো সময় নষ্ট হতে পারে আপনার ব্যবহৃত ফোনটি।
বর্তমান সময়ে স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় সকল প্রতিষ্ঠানগুলোতেই অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে।অনেকের ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকা সত্ত্বে তারা সেটা দিয়েই ক্লাস করছে।কিন্তু অনেকেরই ল্যাপটপ কম্পিউটার নেই।যার ফলে তারা তাদের একমাত্র মোবাইল ফোনের মাধ্যমে ক্লাস করতে হবে।তাই সেই জন্য সবসময় আপনার বাজেট এবং আপনার চাহিদার কথা মাথায় রেখেই মোবাইল নির্মান করে থাকেন মোবাইল ফোন কোম্পানিগুলো।আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন এবং নতুন ফোন কিনার প্রতি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার আজকের লেখাটি শুধুমাত্র আপনার জন্য। তাহলে দেরি না করে শুরু করা যাক।
শুপ্রিয় শিক্ষার্থীবন্ধুরা আপনার প্রথম ফোন কিন্তু বাসা থেকে দেয়।তাই হয়তো অনেকের বাজেট এর কম বেশি হয়।কিন্তু তাই নিয়ে মন খারাপ করলে চলবে না।আজ আমি দেখাবো মাত্র এগারো হাজার টাকা বাজেট এর মধ্যে কয়েকটি আকর্ষণীয় মোবাইল ফোন। আশা করি পুরাটা লেখা আপনারা মনোযোগ দিয়ে পড়বেন।
১.রেডমি Y3:
আপনার বাজেট যদি হয় এগারো হাজার টাকা তাহলে আপনি খুব সহজে কিনতে পারেন রেডমি এর এই ফোনটি। চলুন জেনে আসি কি কি থাকছে এই ফোনটিতে।
১.এতে রয়েছে ৬.২ ইঞ্চি এর এলসিডি ডিসপ্লে।
২.এতে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং সেই সাথে ডুয়েল ক্যামেরা
৩.এতে রয়েছে ৬৩২ এর মতো শক্তিশালী প্রসেসর।
৪.এর রয়েছে ৪০০০ mAp এর ব্যাটারি।
পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ এর উপর ভিত্তি করে মাত্র এগারো হাজার টাকা বাজেটের মধ্যে একটি সেরা ফোন এটি।
২.রিয়েলমি c2:
আপনার বাজেট যদি মাত্র ৯০০০ হাজার টাকা হয় তাহলে রিয়েলমি c2 ফোনটি আপনার জন্য।এখন দেখি ফোনটিতে কি কি রয়েছেঃ
১.এই ফোনটিতে রয়েছে ৬.১ইঞ্চি এর ডিসপ্লে।
২.এর রয়েছে MEDIA tech helio p22 এর মতো শক্তিশালী প্রসেসর।
৩.এটির রয়েছে ত্রিপল ক্যামেরা
৪.এটির ব্যাটারির সক্ষনতা 4000 mAp এর মতো শক্তিশালী ব্যাটারি।
৩.ওয়ালটন H8 pro:
মাত্র ৮৫০০ টাকায় একটি আকর্ষণীয় ফোন হলো walton H8 pro।আকর্ষণীয় এই ফোনটিতে কি কি সুবিধা রয়েছে চলুন জেনে আসিঃ
১.৫.৭১ ইঞ্চি এর আইপিএস ডিসপ্লে
২.এর রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা
৩.৬ গিগাহার্জ এর একটি অক্টাকর প্রসেসর
৪.৩৫২০ mAp এর ব্যাটারির সক্ষমতা সম্পন্ন।
৪.নকিয়া 1 plus:
আপনার বাজেট যদি ৭০০০ টাকা হয়ে থাকে তাহলে এই ফোনটি অপেক্ষা করছ আপনার জন্য। চলুন জেনে আসি কি কি সুবিধা রয়েছে এই ফোনটিতে ঃ
১.ফোনটিতে রয়েছে ৫.৪ ইঞ্চি এর আকর্ষণীয় ডিসপ্লে।
২.এর রয়েছে ডুয়েল ক্যামেরা।
৩.২৫০০ mAp এর ব্যাটারি।
৪.মিডিয়া টেক এর অসাধারণ প্রসেসর।
৫.নকিয়া c1:
যদি আপনার বাজেট ৫০০০ টাকা হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য। চলুন জেনে আসি কি কি থাকছে এই ফোনটিতেঃ
১.ফোনটিতে রয়েছে ৫.৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লে।
২.১.৩ গিগাহার্জ এর অক্টারকর প্রসেসর
৩.রয়েছে ৫ মেগাপিক্সেল এর রিয়েল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।
৪.ফোনটিতে রয়েছে ২৫০০ mAp এর ব্যাটারি।
৬.রিয়েলনি c2s:
আপনার বাজেট যদি হয় ৪ হাজার টাকা তাহলে কিনতে পারেন এই ফোনটি।চলুন জেনে আসি কি কি রয়েছে এই ফোনটিতে।
১.এর রয়েছে ৬.১ ইঞ্চির ডিসপ্লে
২.এর রয়েছে ডুয়েল ক্যামেরা
৩.মিডিয়া টেক হেলিও p22 এর প্রসেসর
৪.এর রয়েছ ৪০০০mAp এর ব্যাটারি।