আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। আশা করি ভালো আছেন। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এন্ড্রয়েড ফোন নানান কাজে ব্যবহার করে থাকি।
নিম্নে এন্ড্রয়েড এর ১০ টি গুরুত্বপূণ টিপস দেয়া হল যা আপনাদের কাজে লাগতে পারে।
- আপনার ফোনটি দ্রুত চার্জ দিতে চাইলে আপনি আপনার ফোনটি এয়ারপ্লেন মোড অন করে চার্জ দিন এবং আপনার ফোনের Bluetooth,লোকেশন, ডাটা কানেশন এ অপশন গুলো বন্ধ রেখে ফোন চার্জ দিলে ফোনটি দ্রুত চার্জ হবে।
- আপনি যদি রোদ এ দাড়িয়ে ফোন ব্যবহার করেন তাহলে আপনি লক্ষ্য করবেন যে আপনার ফোন টি অনেক গরম হয়ে যাচ্ছে এবং চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তাই আপনার ফোনটি ঠান্ডা জায়গায় রাখুন বা ব্যবহার করুন ভালো বেকআপ পাবেন।
- চার্জ অবস্থান ফোন ব্যবহার করা সম্পূর্ণ রুপে নিষেধ রয়েছে। এতে করে ব্যাটরির ক্ষমতা কমে য়ায়।
- আপনার ফোনের ব্যাটারি সচল আছে কিনা তা চেক করতে চাইলে আপনি আপনার ব্যাটারি টি ৬ ইঞ্চি উপর থেকে মাটিতে ফেলে দিন ব্যাটারি যদি একবার লাফিয়ে থেকে যায় তাহলে আপনি বুঝবেন আপনার ব্যাটারি ঠিক আছে। (এটি একটি প্রাথমিক পরিক্ষা)।
- আপনার ফোনের চার্জ নেই, আশেপাশে চার্জ করার মত পরিবেশ নেই । আপনার মোবাইলটি এয়ারপ্লেন মোড অন করে দিন চার্জ কম খরচ হবে।
- যদি আপনার মোবাইল বা ল্যাপটপে কোন ওয়েবসাইট ব্লক থাকে তাহলে আপনি আপনার গুগুল কোরম ব্রাউজার গিয়ে INCOGNITO MODE অন করে যে নিদিষ্ট ওয়েবসাইটিতে ভিসিট করতে পারেন।
- কোন ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চাইলে সেই ভিডিওটির URL এর মধ্যে SS যুক্ত করে দিন। মানে www.youtube এর মধ্যে।
- যদি আপনি কোনো ফাইল ডাউনলোড করার পরে দেখেন যে এর এক্সটেনশন নেম .exe তাহলে আপনি ফাইল টি ডিলিট করে দিন। কারণ এটি ভাইরাস জনিত ফাইল।
- গেম খেলার সময় আপনি আপনার ফোনটি এয়ারপ্লেন মোডে এ রাখুন তাহলে কোন অ্যাড দেখাবে না।
- আপনি কি এটা জানেন একটি আই প্যাড একটি আই ফোন কে দ্রুত চার্জ করতে সক্ষম।
ধন্যবাদ সবাই কে । ভালো থাকবেন।