হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি পোস্ট যা দিয়ে আপনি এখন মোবাইলে ব্যাবহার করুন কম্পিউটার মাউস তাও কোনো থার্ড পার্টি এ্যাপ ছাড়া।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।
আমাদের সবাইর কম্পিউটার কিনার ক্ষমতা নেই কিন্তু আমরা চাইলে অতি সহজেই আমাদের মোবাইলকেও কম্পিউটার এর মতো করে ব্যাবহার করতে পারি কোনো খরচ ছাড়াই।আমরা সবাই তো কম-বেশি মোবাইল ব্যাবহার করি এবং এই মোবাইল ব্যাবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আজকে আমরা ব্যাবহার করছি কাল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই মোবাইল ব্যাবহার করবে মোবাইল ব্যাবহারের পাশাপাশি আমাদের মোবাইলের খুটিনাটি কিছু বিষয় জানা উচিত তা না হলে মোবাইল কিনা সার্থক নয়।আমরা সবাই মোবাইল ব্যাবহার করি মূলত কথা বলতে এরও পাশাপাশি অনেকে গেমস,বিনোদন,অনলাইন ইনকাম সহ নানা কাজে মোবাইলটি ব্যাবহার করে থাকে।তো আজকে আমি আপনাদের দেখাব কীভাবে আপনি মোবাইলেই কম্পিউটার মাউস এর কার্সর ব্যাবহার করবেন।
১.শুরুতে চলে যান আপনার মোবাইলের সেটিংস অপশনটিতে।
২.সেখান থেকে Accessibility অপশনে যান তারপর আবার Accessibility থেকে Dexterity and interaction অপশনটি সিলেক্ট করুন।
৩. তারপর উপরের স্কিনশর্ট এর মতো Assistance অপশনটি অন করে দিন।
৪. এবার আপনার মোবাইলের স্কিনে চারকোনা একটি মেনু অপশন পাবেন এটিতে ক্লিক করুন।
৫.এবার প্রথমে চারটি অপশন পাবেন এগুলো সিলেক্ট করবেন না সেখান থেকে নিচে নামবেন।
৬.এবার কার্সর অপশনটি সিলেক্ট করুন।
৭.কাজ শেষ মাউস এসে পড়েছে এবার মোবাইলে কম্পিউটার মাউস চালান।
আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথা কোন ভুল থাকলে মার্জিত ভাষায় ধরিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেয ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।আর সবসময় গ্রথোরের সাথে থাকবেন।