আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভাল আছেন.
মোবাইলের অনেক নতুন ফাংশন বর্তমান সময়ে চলে এসেছে. আজকে আপনাদের সামনে একটি অসাধারণ কীবোর্ড সম্পর্কে কথা বলব. এই কিবোর্ড এর মাধ্যমে আপনি অনেক নতুন নতুন ডিজাইন দেখতে পাবেন. আপনি ইংলিশ এবং বাংলা দুইটাই লিখতে পারবেন এবং বিভিন্ন থিমস ব্যবহার করতে পারবেন. আপনি সোয়াপ করে ইংরেজিতে লিখতে পারবেন এতে টাইপিং মিসটেক হবে না. এটা দেখতে এতটা সুন্দর লাগবে যে চোখ ফেরাতে পারবেন না কিবোর্ড থেকে. টাইপিং স্পিড অনেক বেশি হবে টাইপিং এ ভুল হবে কম.
বন্ধুরা প্রথমে প্লে স্টোর থেকে এ কিবোর্ড ডাউনলোড করে নেবেন cheetah keyboard তারপর অপেন করবেন ওপেন করার পর পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন. তারপরে সুইচ এ ক্লিক করবেন, এখন আপনাকে ডিফল্ট কিবোর্ড সিলেক্ট করতে বলবে. আপনি ডাউনলোড করা কিবোর্ড টি সিলেক্ট করে দিবেন. কাজ হয়ে গেছে এখন আপনি ইচ্ছে করলে কিবোর্ড এর থিমস টি চেঞ্জ করে নিতে পারেন সেজন্য আপনার ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন হবে. কিবোর্ডের উপরে দেখতে পাবেন থিমস এর একটা লোগো আছে সেখানে ক্লিক করবেন তারপর আপনাকে থিমস স্টোরে নিয়ে যাবে সেখান থেকে আপনি ইচ্ছামত থিমস ডাউনলোড করতে পারবে. তো বন্ধুরা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সবাইকে অনেক অনেক ধন্যবা.