- এয়ারটেল ফেসবুক প্যাক দিয়ে ফ্রি নেট চালান।
আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই।
আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ট্রিক্স যার মাধ্যমে আপনি এয়ারটেল সিমের ফেসবুক এম্বি দিয়ে সকল সাইট চালানো ও যে কোন কিছু ডাউনলোড করতে পারবেন।চলুন শুরু করা যাক।
আমরা অনেকেই জানি যে এয়ারটেলে ১২ টাকায় ১ জিবি ফেসবুক ক্রয় করা যায় আর এই ফেসবুক এম্বি দিয়ে সাধারণত শুধু ফেসবুক ব্রাউজ করা যায়।
তবে আমার দেয়া ট্রিক্স ব্যবহার করে আপনি সকল কিছু চালাতে পারবেন।
এই ফ্রি নেট ব্যবহার করার জন্য যা যা প্রয়োজনঃ-
১ / এয়ারটেল sim.
২ / এয়ারটেল ফেসবুক প্যাক।ফেসবুক প্যাক কিনার জন্য ডায়েল করুন *123*012#। এই প্যাকটি আপনি ১৫ দিনে ৪ বার কিনতে পারবেন।
৩/ একটি এপ্স,যার নাম anonytune vpn. ডাউনলোড করুন এখান থেকে।
https://play.google.com/store/apps/details?id=com.anonytun.androidপ্রথমে ফেসবুক প্যাকটি কিনার পর, এই কোডটি *8444*9999# ডায়েল করবেন তাহলে আর আপনার সিমের ব্যালেন্স থেকে টাকা কাটবেনা,এবং এম্বি ও কাটবেনা anonytune vpn ব্যবহার করলে।
কার্যপ্রণালীঃ-
১/ এবার ডাউনলোড করা এপ্সটা open করুন।
অপেন করলে নিচের ছবির মতো শো করবে, - ২/ সেখান থেকে stealth setting এ ক্লিক করুন। এই অপশন on করে দিন।
৩/ তারপর connection protocol এ ssl অপশন সিলেক্ট করুন। এবং conection port এর 443 টাইপ করুন।
ঠিক এই ছবির মতো সেট আপ করে নিন।
৪/ এরপর এরপর আরো একটু নিচে দেখতে পাবেন advanced ssl setting, এটা অন করুন এবং Edit ssl setting এ ক্লিক করুন
এই ছবির মতো।
৫/সেখানে Spoof sni host এবং spoof host এ টিক দিয়ে নিচে spoof host এর ঘরে m.facebok.com লিখুন।
এবং spoof port এ 443 টাইপ করে ok তে ক্লিক করে সেভ করে নিন।
এই ছবির মতো।
৬/ এবার connect এ ক্লিক করুন,
তবে আপনি অপশন থেকে বিভিন্ন country সিলেক্ট করতে পারে।- Singapore সার্ভারের স্পীড বেশি। সার্ভার সিলেক্ট করে কানেক্টে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই vpn কানেক্ট হয়ে যাবে। এখন ইচ্ছেমত ব্রাউজ, ডাউনলোড করুন।
এই ফেসবুক প্যাকটি ৪ বার পাবেন প্রতি ১৫ দিনে। ২ বার *১২৩*০১২# কোড ডায়েল করে
আর বাকি ২ বার পাওয়ার জন্য আপনাকে শুধু ১২ টাকা রিচার্জ করলেই প্যাকটি চালু হবে।
অর্থাৎ আপনি মাসে ৮ জিবি ব্যবহার করতে পারবেন এই প্যাকটি দিয়ে।
সহজে বুঝার জন্য তাহলে স্কীন শট গুলো দেখে সে অনুযায়ী কাজ করুন,অবশ্যই ফ্রি নেট চলবে।
আর না বুঝলে তো কমেন্ট বক্স খোলা আছেই,কমেন্ট করে জানিয়ে দিন।
হ্যাপি ফেসবুকিং, এন্ড ডাউনলোডিং।
আল্লাহ হাফেজ।
ইন্টারনেট থেকে কিভাবে আপনার মোবাইলের কল লিস্ট চেক করবেন তা জেনে নিন
আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠকগণ।কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলেই যে...