কবি সাহিত্যিকদের নিয়ে স্ট্যাটাস | কাব্যিক স্ট্যাটাস

আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠকগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই প্রত্যাশাই কামনা করি। কাব্যিক স্ট্যাটাস

বাংলাদেশ হলো কবি সাহিত্যিকদের দেশ। এদেশের অপরূপ সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে কত গুনীজন কত কবিতা লিখেছেন তার ইয়ত্তা নেই। প্রকৃতির প্রেমে পাগল হয়ে এদেশেই জন্মেছেন বহু কবি সাহিত্যিক।সেই সকল কবি সাহিত্যিকদের নিয়ে আজ আমার লিখাটি। আশা করি কবি সাহিত্যিক প্রেমীদের লিখাটি ভালো লাগবে।আজ আমি তাই আলোচনা করব কিছু গুণী কবি এবং সাহিত্যিকদের নিয়ে।

কবিঃ

১.কবিদের কথা শুরু করার পূর্বে সবার আগে যে নামটি আসে তা হলো রবীন্দ্রনাথ ঠাকুর।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার জড়সাকুর ঠাকুর বাড়িতে। বাংলাভাষায় অন্যতম শ্রেষ্ঠকবি বলা হয় তাকে। তিনি একই সাথে রচনা করেছেন।কবিতা,উপন্যাসানিস,গীতিকার, সুরকার,নাট্যকার। তিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে নোবেল পুরষ্কার পেয়েছিলেন।

২.বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।বিংশ শতাব্দীর মধ্যে সবথেকে বেশি অগ্রনী, সাহসি প্রতিবাদী কবিদের মধ্যে একজন হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। অনাচার এবং শোষণ এর বিরুদ্ধে তার অগ্রনী ভূমিকার জন্য তাকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যায়িত করা হয়েছিলো। বাংলাদেশ এবং বাংলাভাষীদের কাছে তার কবিতা,উপন্যাস সেই সাথে তার প্রবন্ধ,গান, নাটককিংবা গজল সবই জনপ্রিয়। তার অসামান্য প্রতিভার জন্য বাংলাদেশ সরকার তাকে জাতীয় কবি হিসেবে ভূষিত করেছিলেন।

৩.বাঙালি পল্লী কবি হিসেবে জনপ্রিয় হলেন জসীমউদ্দিন। তিনি একই সাথে কবি,লেখক,গীতিকার এবং ওপন্যাসিক।তার রচিত নকশী কাথার মাঠ এবং সুজন বাধিয়ার ঘাট বেশি জনপ্রিয়।

৪.অসাধারণ লিখা প্রবন্ধ এবং উপন্যাসের জনল হলেন সত্যেন্দ্রনাথ দত্ত।তার অসামান্য শব্দ এবং ছন্দের দক্ষতার জন্য তাকে ছন্দের জাদুকর হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি একজন কবি, ছড়াকার এর পাশাপাশি ইতিহাস, সংস্কৃতিক এবং পৌরাণিক এর বিষয়ে রয়েছে অসামান্য দক্ষতা।

৫.বিংশ শতাব্দীর মধ্যে অন্যতম আধুনিক কবিদের একজন হলেন জীবনানন্দ দাশ। তিনি শুধু একজন লেখকই নয় কবি এবং প্রাবন্ধিক হিসেবেই সর্বজন স্বীকৃত। রূপসী বাংলার কবি হিসবে খ্যাত জীবনানন্দ দাশ। তার অসামান্য প্রতিভার সাক্ষর তার জনপ্রিয় সৃষ্টি সমূহ।

সাহিত্যিকঃ
১.বাংলাদেশের সাহিত্যিক প্রেমীদের কাছে সবথেকে জনপ্রিয় নাম হলো হুমায়ুন আহমেদ। অসামান্য প্রতিভার অধিকারী হূমায়ুন আহমেদ শুধুমাত্র গুটিকয়েক মানুষের কাছে নয় বরং তরুণ বৃদ্ধ সকলের কাছে খুবই জনপ্রিয় ছিলেন তিনি।তিনি একাধারে ছিলেন নাট্যপরিচালক,উপন্যাসিক,গীতিকার এবং চলচিত্র পরিচালক। বিশিষ্ট এই ব্যক্তি ২০১২ সালে মৃত্যুবরণ করেন।

২.বাংলাদেশের জনপ্রিয় শিক্ষাবিদের তালিকায় সবার আগে যে নামটি আসবে তা হলো আনিসুজ্জামান। তিনি একাধারে শিক্ষাবিদ সেই সাথে সাহিত্যিক। তিনি বিচরণ রেখেছেন প্রতিটি ক্ষেত্রে।

৩.মুহাম্মদ জাফর ইকবাল শুধু একজন বিজ্ঞানী নয় তিনি রচনা করেছেন একাধারে গল্প, সাহিত্যসহ আরও অনেক কিছু।

ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন

Related Posts

8 Comments

মন্তব্য করুন