কম্পিউটারে বাহিক অবকাঠামো তৈরীর জন্য ব্যবহৃত যন্ত্র সামগ্রীকে হার্ডওয়ার বলে । অর্থাৎ কম্পিউটারের যে সকল অংশ ধরা ছোঁয়া বা স্পর্শ করা যায় তাদেরকে হার্ডওয়ার বলে । কম্পিউটার হার্ডওয়ার সামগ্রীর মধ্যে ইনপুট আউটপুট ডিভাইস ও বিভিন্ন প্রক্রিয়াকরণ অংশ স্মৃতি ইত্যাদি উল্লেখযোগ্য । এ হার্ডওয়ার সামগ্রী একে অপরের উপর নির্ভরশীল ।
১. কম্পিউটার বন্ধ করার পর ঠান্ডা হলে কাপড় বা অন্য কিছুর কভার দিয়ে ঢেকে রাখা উচিত ।
২. সপ্তাহে অন্তত একদিন কিবোর্ড মনিটর মাউস সিপিইউ ইত্যাদি গায়ে লেগে থাকা ধুলাবালি পরিষ্কার করা উচিত ।
৩ . ধুলাবালি রোদের বিশেষ ধরনের মাপের ডাস্ট কভার ব্যবহার করা উচিত ।
8. কম্পিউটারে কখনো খোলা জানালার পাশে রাখা ঠিক নয় এতে করে জানালা দিয়ে আসা ধুলাবালি এবং বৃষ্টির পানি খুব সহজে সিস্টেমের উপর পড়ে কম্পিউটার নষ্ট করে দিতে পারে ।
৫. চুল বা নরম সুতি কাপড় দিয়ে খুব সহজে কম্পিউটার বাহিক যন্ত্রাংশগুলোকে পরিষ্কার করা উচিত ।
৬ . যে সকল খাবার গুড়া উৎপন্ন করে সেই সকল খাবার কম্পিউটারের সামনে বসে না খাওয়া ।
৭. কম্পিউটারের সামনে বসে ধূমপান করা উচিত নয়