কোন অ্যাপস এর সাহায্য ছাড়াই এখন থেকে কোন সাইট থেকে কোন লেখা কপি করে লিখতে হবে না । আপনাকে কষ্ট করে হাতে ও টাইপিং করে লিখতে হবে না ।
এই সুবিধাটি পাওয়ার জন্য আপনার ইন্টারনেট কালেকশন অবশ্যই অন থাকতে হবে ।
এই অফারটি শুধুমাত্র তাদের জন্যই যাদের মাথায় এমন কিছু নতুন নতুন বিষয় আছে সময়ের অভাবে টাইপিং করে লিখতে পারছেন না ।
তাহলে মূল আলোচনা শুরু করা যাক, বর্তমান গুগোল আমাদের দিচ্ছে পিওর এবং সঠিক ভয়েস টাইপিং শুধুমাত্র আপনি মুখে বলে যাবেন তাই আপনার ডকুমেন্টে লেখা হয়ে যাবে । এই কাজটি করার জন্য আপনার একটি এন্ড্রয়েড মোবাইল অথবা একটি কম্পিউটারের প্রয়োজন । আজ আমরা কম্পিউটারের বিষয়ে আলোচনা করব যারা মোবাইলেও এই কাজটি করতে চান কমেন্টে জানাবেন মোবাইলের জন্য ও সমাধান দিব । এটি ভালো কাজ করার জন্য আপনার পিসিতে ক্রোম ব্রাউজার দরকার, এরপর আপনার ক্রোম ব্রাউজারে আপনার একটি ইমেইল আইডি লগইন করে রাখুন । এরপর আপনি গুগোল অপশনে যাই সার্চ করুন উপরের দিকে ডান পাশে চতুর্ভুজের একটি ঘর দেখতে পাবেন, ঘরটিতে নয়টি ( ৯ ) ফোটা দেওয়া আছে,
আপনার মাউস টি যখন সেই ঘরের পাশে নিবেন মাউস এর নিচে লেখা আসবে গুগোল অ্যাপস, সেখানে লেফট বাটন ক্লিক করুন এবার মাউস এর নিচে অনেকগুলো অ্যাপস চলে আসবে, অ্যাপস গুলোর ওপরে আপনার মাউসটি নিন ও নিচের দিকে স্ক্রল ডাউন করুন, যদি অপশন মোর ( More ) লেখা আসে সেখানে লেফট বাটন ক্লিক করুন,
এরপর আবারো স্ক্রল ডাউন করুন অ্যাপস গুলোর মধ্যে ডকস (Docs) অ্যাপস টি খুঁজে বের করুন এবংডকস (Docs) এ লেফট বাটন ক্লিক করুন । এরপর বাঁ দিকের উপরে ব্ল্যাংক (BLANK) লেখা পাবেন যার উপরে প্লাস (+) চিহ্ন দেওয়া থাকবে, সেই প্লাস (+) চিহ্ন লেফট বাটন ক্লিক করুন ।
এরপর যে নতুন পেজটি আসবে তার ওপরে ডানদিকে (৬) নাম্বার অপশনে টুলস (Tools) অপশনটি পাবেন, কিছুক্ষণ অপেক্ষা করে পেইজটি সম্পুর্ন ইন্টারনেটের লোড হতে দেবেন । এবার টুলস অপশনে লেফট বাটন ক্লিক করুন, এর পর যে পেজটি আসবে নিচের দিকে দশ (১০) নাম্বার অপশনে লেখা থাকবে ভয়েস টাইপিং সেখানে মাইক্রোফোন এর চিহ্ন দেওয়া থাকবে,
এবার ভয়েস টাইপিং এ লেফট বাটন ক্লিক করুন, এবার বাঁদিকে ওপরে মাইক্রোফোনের আইকন টি বড় হয়ে আসবে, আইকনের সামান্য ওপরে লেখা থাকবে ইংলিশ (English)
এবার ইংলিশে লেফট বাটন ক্লিক করুন, এবার নিচের দিকে সকল দেশের ল্যাংগুয়েজ ভাষা চলে আসবে । ভাষার উপরে মাউস টি নিন, এবার স্ক্রল ডাউন করুন ঠিক
একশো (১০০) টি ভাষার পর একশো এক (১০১) নাম্বারে আমাদের বাংলাদেশী ভাষাটি পেয়ে যাবেন । এবার এই বাংলা ভাষায় লেফট বাটন ক্লিক করুন ।
এখন আপনার কাজ প্রায় শেষ, বাংলা ভাষায় ক্লিক করার পড়ে আপনি মাইক্রোফোন আইকন এর উপরে ওপরে একটি ক্লিক করুন, আপনার মাইক্রোফোনটি লাল বর্ণের
ধারণ করবে, এখন আপনি কম্পিউটারের সামনে বসে যা কথা বলবেন তাই অটোমেটিক লেখা হয়ে যাবে । আপনার লেখার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর
আপনার লেখা শেষ প্রান্ত থেকে মাউসের রাইট বাটন চেপে ধরে রাখুন এবং উপরের দিকে বা পাশে প্রথম স্থানে চলে আসুন, এখন আপনার সম্পূর্ণ
লেখার উপরে নীল কালার আবরণ নেবে আপনার মাউস এর লেফট বাটন ছেড়ে দিন । যেহেতু এটা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে লেখা হয় এখানকার
কাজ একটু ব্যতিক্রম হতে পারে, কোন স্থান থেকে কোন লেখা এনে এখানে পেস্ট করা যায়না, পেস্ট করতে হলে কম্পিউটারের কন্ট্রোল বাটন এবং ভি (V) বাটন প্রেস করতে হয় ।
এখান থেকে কপি করার সময়ও একটু ব্যতিক্রম হতে পারে, এবার আপনার মাউস টি নীল আবরণে কিছুটা ডান ডানদিকের যেকোনো সাইডে রাইট বাটন ক্লিক করুনএবার সামান্য,
যদি কপি অপশন না আসে সামান্য একটু বাঁ দিকে আসুন আবারো রাইট বাটন এ ক্লিক করুন, এবার কপি অপশন পেয়ে যাবেন,
কপি অপশনে এসে লেফট বাটন এ ক্লিক করুন, এবার আপনার কম্পিউটারে যেকোনো জায়গায় সেটাকে সংরক্ষণ করুন । এরপর আপনি যেকোন জায়গায় এটি ব্যবহার করতে পারবেন ।
সর্বশেষে কিছু কথা আমাদের মোবাইলে নিচের দিকে মিক( mic ) পার্টস থাকে, মোবাইলের নিচের দিকে সেখানে সূচের মত একটি ছিদ্র থাকে, যেখান দিয়ে
এই আমাদের মুখের কথা ভয়েস কলে ডেলিভার হয়, ঠিক আমাদের কম্পিউটারেও এই মিক ( mic ) পার্টস থাকে । এই বিষয়টা এজন্যই বললাম যখন আমরা কম্পিউটার
বা মোবাইলের সামনে কথা বলব সেই মিকের পাশাপাশি আমাদের মুখ রাখতে হবে, যাতে আমাদের ভয়েস ভালোভাবে ডিভাইসটি নিতে পারে,
যদি আপনি ডিভাইসের অনেক দূর থেকে কথা বলেন গুগোল আপনার কথাগুলো ভালভাবে নিতে পারবে না, ফলে আপনার লেখায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি,
তারপর কথা বলার সময় আপনার ভাষা স্পষ্ট করে বলতে হবে, না হয় লেখাটি ভুল লেখা হবে এবং কথা বলার সময় আপনার আশেপাশে কোন ব্যাকগ্রাউন্ডে শব্দ না হয় এদিকে লক্ষ্য রাখবেন ।
——————————————————————————————————আল্লাহ হাফেজ