আসসালামুআলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমরা আপনাদের সামনে অসাধারণ একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি । আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে লাগবে আজকে আমি আপনাদের সামনে কথা বলব যে কিভাবে আমরা আমাদের জিমেইলে ডার্ক মোড অন করতে পারি ।
প্রায় সকলেই বর্তমানে Internet ব্যবহার করি এবং ইন্টারনেট এর বিভিন্ন ওয়েবসাইটে আমাদের ব্রাউজ করতে হয় এবং সেখান থেকে অনেক ওয়েব সাইটে আমাদের সাইন আপ করতে হয় এবং সাইন আপ করার জন্য আমাদের মেইল চলে আসে আমাদের জি মেইল বক্সে কিন্তু আমরা যদি ডার্ক মোড অন করে রাখি , আমাদের gmail.com এ তাহলে আমাদের অনেক সুবিধা হবে । আমরা আমাদের চোখকে কিছুটা হলেও বাঁচাতে পারবো । তাই আজকে আমি আপনাদের সামনে কথা বলব । কিভাবে আমরা খুব সহজেই জিমেইল বক্স এ ডার্ক মোড অন করবেন ? তাছাড়া আপনি যদি চান তাহলে এখানে আপনার নিজের ছবিও দিতে পারবেন তার জন্য আপনার একটি ব্লগ ওয়েবসাইট থাকা লাগবে ।
একটা কথা যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে এবং জিমেইল সফটওয়্যার ইউজ করেন তাদের ক্ষেত্রে এই ট্রিক্সটি কাজ করবে না এটা শুধু gmail.com এর জন্য আপনি gmail.com এ এই সুবিধাটা পাবেন সফটওয়্যার ইউজ করলে এই সুবিধাটা আপনি পাবেন না এটা থেকে আপনি বঞ্চিত হবেন ।
তবে যদি আপনি আপনার হাতের এন্ড্রয়েড ফোন দিয়ে যেকোনো একটি ব্রাউজার ওপেন করেন এবং gmail.com এ চলে যান তাহলে আপনি এ সুবিধাটা পাবেন তাছাড়া পাবেন না । তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি কিভাবে কাজটি করব ।
আপনার জিমেইলে ডার্ক মোড অন করার জন্য সর্বপ্রথম আপনাকে gmail.com এ যেতে হবে।
জিমেইল ডট কম এ যাওয়ার পর আপনি আপনার মেইল গুলো দেখতে পাবেন । আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে ডান দিকে দেখতে পাবেন সেটিংস নামের একটি অপশন রয়েছে । ওই সেটিংস নামের সেই অপশন আপনাকে ক্লিক করতে হবে ।
তারপর আপনি দেখতে পাবেন কুইক সেটিং নামের একটি অপশন দেখাচ্ছে , আপনি সেখান থেকে ডিফল্ট দেওয়া থাকবে আপনি কম্ফোর্টেবল দিয়ে view all settings-এ ক্লিক করুন ।
আপনার সুবিধার জন্য নিচে একটি স্ক্রিনশট দেওয়া হল স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন ।
তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু নিচের দিকে আসতে হবে , নিচের দিকে আসলে সেখানে ডার্ক মোড নামের একটি অপশন পেয়ে যাবেন । সেখানে ক্লিক করে , এবং সেভ করে দিন । অথবা আপনি বাম সাইডে দেখতে পারবেন my picture নামের একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করে আপনি আপনার নিজের পিকচার দিতে পারবেন এখন আপনার যেটা ইচ্ছা সেটা করুন ।
তাহলে বন্ধুরা আমাদের পোস্ট টি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন এবং আমাদের পোষ্ট এর ব্যাপারে যদি আপনার কোন মতামত থেকে থাকে তাহলে আমাদেরকে জানিয়ে দিন এবং কোন বিষয়ে যদি আপনি বুঝতে না পারেন বা কোন সমস্যা হয় বুঝতে তাহলে আমাদেরকে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন । আমরা আপনাকে যথাসাধ্য চেষ্টা করব সে বিষয়টা সমাধান করে দেয়ার জন্য ।
তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে সকলেই ভালো , সুস্থ এবং নিরাপদে থাকতে পারে । আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন তাহলে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ।