ক্রিকেট খেলা কে না পছন্দ করে না । সবাই পছন্দ করে এবং সবাই ভালোবাসে । তার প্রধান করন কয়েক জন ক্রিকেটার যাঁরা নিজের পারফরমেন্স দিয়ে মানুষের মন জয় করে নেয় । তার মধ্যে আমার কয়েক জন ক্রিকেটার আছে । তাদের আমি পছন্দ করি। যেমন বাংলাদেশের সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস।আরো রয়েছে বিদেশি ক্রিকেটার বিরাট কোহলির, ডেভিড ওয়ার্নার, ধনী এদের আমি পছন্দ করি। তাঁরা অনেক বড় বড় সট খেলতে পারে। তাঁরা খুব ভালো ও ভদ্র খেলোয়াড় । বাংলাদেশের সাকিব তিনি এক জন ক্রিকেটার এবং তিনি ক্রিকেটে অলরাউন্ডার করে থাকেন । তিনি ক্রিকেটে ভালো উইকেট নেন ও ব্যাটিং করতে পারে । তিনি দেশের হয়ে অনেক জয় ছিনিয়ে নিয়ে এসেছে। এবার বিশ্ব কাপ খেলাতে সবাই তাঁর দিকে তাকিয়ে ছিল । তিনি প্রচুর রান করেছেন। তাঁর পর মাশরাফি বিন মর্তুজা কথা বলছি , তিনি এক জন বলার তার পর তিনি এক জন সংসদ সদস্য তিনি দেশের জন্য কাজ করে । আবার তিনি বলেছেন ,আমি নিজের জন্য খেলি না আমি দেশের জন্য খেলি ।তাঁর পাশাপাশি তিনি মানুষ কে ভালোবাসেন এখন করনার জন্য এখন বিভিন্ন ভাবে সাহায্য করছে গরীব মানুষ দের। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সময় তিনি বিপুল ভোটে জয়ী হন ।তাঁর পাশাপাশি তিনি পরিবারের প্রধান ভূমিকা পালন করেন। তাঁর এক ছেলে ও মেয়ে তাদের সুখের সংসার ।তার পর বলছি বিরাট কোহলির কথা তিনি এক জন ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক। তিনি সব ম্যাচ ভালো খেলতে হবে। তিনি একজন বিশ্বের সেরা অধিনায়ক হিসেবে পরিচিত। তিনি সাধারণত তিন নম্বর এ খেলতে নামেন। তিনি অনুস্কার সারমার সাথে বিয়ে করেন। তার খেলাকে আমি খুব পছন্দ করে থাকি । আর একটা খেলোয়াড় কে পছন্দ করে থাকি তার নাম হচ্ছে লিটন দাস । তিনি ভালো খেলতে পারে । তিনি কম বলে বেশি রান করতে পারে। এবং বেশি সময় ধরে করতে পারে। তাঁর বাসা আমাদের বাংলাদেশের দিনাজপুরে । তিনি কিছু দিন আগে বিয়ে করেছেন । তাঁর বউ কে সব খেলাতেই লেখা যায় । তিনি এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ রাজশাহী এর হয়ে খেলে ছিলেন। তিনি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলতে নামেন। তিনি মনে করেন আমাকে ভালো করে খেলতে হবে এবং বেশি রান করতে হবে এবং ম্যাচ কে জিতাতে হবে ।আর মানুষ খেলা দেখে আনন্দ পায়। আর যদি ম্যাচ জিততে পারলে আরো খুশি হয় এটাই স্বাভাবিক ব্যাপার এর মধ্যে দুই জন ক্রিকেটার এর কথা ভুলেই গিয়ে ছিলাম তাঁরা হলেন মহেন্দ্র সিং ধোনি ও ডেভিট ওয়ার্নার তাঁরা ও ভালো ব্যাটিং করতে পারে। মহেন্দ্র সিং ধোনি একজন উইকেট কিপার । তিনি বিশ্বের এক নাম্বার উইকেট কিপার হিসেবে পরিচিত ।তিনি পাঁচ নম্বরে ব্যাট করতে নামে ।এবং বড় বড় সট খেলতে পারে তবে এর পিছনের একটা কাহিনী আছে ।তিনি এক সময় রেলওয়ে স্টেশনে একটা চাকরি করতেন । তাঁর পর তিনি ক্রিকেট এ আসেন । তিনি এক সময় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এখন তিনি অবসরপ্রাপ্ত হয়েছেন
David Willey retires from international cricket with mixed emotions
England all-rounder David Willey has announced his retirement from international cricket after playing his last match in the World Cup...