বর্তমানে পৃথিবীতে চলছে এক মহামারী যার নাম করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস এর ফলে অনেক সমস্যার মধ্যে পড়েছে আমাদের পৃথিবী এর সাথে প্রাণ হারিয়েছে অনেক মানুষ এবং ঘর ছাড়,চাকরি ছাড়া হয়েছে অনেক মানুষ।এই করোনা নামের মহামারীর জন্য সরকার এখন বন্ধ রেখেছে তাদের সবকিছু যেমন সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রায় অনেক কিছু বন্ধ করে দিয়েছে সরকার যাতে সব জায়গায় একসাথে অনেক মানুষ না থাকতে পারে এবং একসাথে সবাই যেন করোনার রোগে আক্রান্ত না হয়। তবুও এখন যারা অনেক জরুরি কাজের জন্য বাসার বাহিরে যেতে চান তারাও ভালোভাবে মুখে মাস্ক পরে এবং হাতে গ্লাপ্স পরে বাহিরে যাওয়া উচিত আর যখন বাহিরে কাজ শেষ কোরে বাসায় আসবে তারপর ভালো ভাবে গোসল করে শরীর পরিষ্কার রাখা উচিত।তবে যাই হোক আজকে আবার একটি নতুন এবং দু দুর্দান্ত র্দান্ত খবর নিয়ে চলে এলাম।আজকের খবরটি হলো মার্কিন শহরগুলোর ট্রাফিক বাতির অবস্থান দেখাবে গুগল ম্যাপ।হ্যা বন্ধুরা এই নতুন ফিচারটি এখন যোগ হয়েছে গুগল ম্যাপ এর মধ্যে যার সাহায্যে যারা গুগল ম্যাপ ব্যাবহার করেন তাদের জন্য এটি খুব ভালো একটি ফিচার হতে যাচ্ছে কিন্তু আসল কথা হলো যে এই ফিচারটি এখনও সাধারণ মানুষ এর জন্য দেওয়া হয়নি শুধু পরিক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে।
তাই এখন আমরা শুধু আশা করতে পারছি যে এই ফিচার কবে সবার জন্য আসবে।বন্ধুরা যারা এখনও বোঝেননি যে আমি কোন ফিচার এর ব্যাপরে কথা বলছি তাহালে তাদের জন্য বলে রাখছি এই ফিচারটি গুগল এর একটি নতুন আপডেট। এই আপডেট এর মাধ্যমে আমরা দেখতে পাবো কোন রাস্তায় কতো গুলি ট্রাফিক লাইট রয়েছে এবং সেই ট্রাফিক লাইট এর কাছে কতো জ্যাম রয়েছে। অনেক মানুষ চিন্তা করতে পারেন যে এই ফিচারটি গুগল প্রথম নিয়ে এসেছে কিন্তু তা আসলে সঠিক নয়। গুগল এই ফিচারটি নিয়ে আসার আগেও অ্যাপল তাদের ios 13 এর অ্যাপল ম্যাপয়ে এই ফিচারটি দিয়েছিল যা ভয়েস অ্যাসিস্টেন্ট সেবা সিরির সাথেও কাজ করে ফিচারটি । তাই অ্যাপলকে ছাড়িয়ে যাওয়ার জন্য এই বছর গুগল তাদের গুগল ম্যাপ এর সাথে এই ফিচারটি নিয়ে এসেছে।এখন শুধু দেখার পালা যে কখন গুগল এই আপডেটটি সাধারণ মানুষ এর জন্য নিয়ে আসে। এখানে আরো খবর জানা গিয়েছে যে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য নতুন এই পরিক্ষা শুরু করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।নতুন এই ফিচারটি প্রথম নজরে এসেছে ড্রয়েড লাইফের এবং তারপর ফিচারটির অস্তিত্ব নিশ্চিত করেছে গুগল নিজেই।প্রযুক্তি সাইট ভার্জকে প্রতিষ্ঠানটি বলেছে “রাস্তার বিষয়ে গ্রাহককে আরও বেশি তথ্য দিয়ে সহায়তা করতে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন গুলিতে নতুন আপডেট এর দ্বারা গুগল ম্যাপ এর জন্য একটি ফিচার পরিক্ষা করছি, যা যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু শহরে ট্রাফিক বাতির অবস্থান দেখাবে।” গত বছর অ্যাপল ব্যবহারকারিদের কাজ অনেক সহজ হয়ে গিয়েছিল এই আপডেট এর দ্বারা কিন্তু আমরা সবাই জানি পৃথিবীতে অ্যাপল এর থেকে অ্যান্ড্রয়েড ব্যাবহারকারির সংখ্যা অনেক বেশি তাই গত বছর এই ধারাবাহিকতা বজায় রেখে এইবার গুগল বের করে আনলো তাদের গুগল ম্যাপ এর নতুন আপডেট। আজকের খবরটি এখন পর্যন্তই। কমেন্ট করে জানিয়ে দিবেন খবরটি কেমন লাগলো। আর সবাই বাসায় থাকবেন কোনো জরুরী কাজ ছাড়া বাসার বাহিরে যাবেন না।যদি বাসার বাহিরে যান তাহলে আবার বাসায় আসার পর ভালো ভাবে স্যানিটাইজ হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
কিছু ভালোবাসা এমনই হয়
#যে মানুষটা তোমার জন্য পাগল ছিলো...তোমাকে ছাড়া কিছুই বুঝতো না.. আজ তাকে দেখে খুব অবাক হচ্ছো তাই না...?? #নিজেকে নিজেই...