আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন। সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই সকলের কামনা। আজ আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করি আপনারা মনোযোগ নিয়ে শুনবেন। গ্রামীন সিমে ফ্রি ইন্টারনেট ২০২০
গ্রামীনফোন গ্রাহক সেবার দিক থেকে বাংলাদেশের এক নম্বর মোবাইল অপারেটর সার্ভিস। গ্রাম থেকে শহরে বিস্তৃত অঞ্চলে গ্রামীণফোনের অবাদ বিচরণ রয়েছে সর্বক্ষেত্রে।এর নানান ধরণের ইন্টারনেট সেবা এবং হরেক রকম টকটাইম অফার একে দিন দিন গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতে সহায়তা করছে।
জিপির নিরবিচ্ছিন্ন সেবায় একে দিন দিন মানুষের নিকই জনপ্রিয় করে তুলছে।অনেক সময় আমরা ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে গুরুত্বপূর্ণ কাজ করার সময় ইন্টারনেট শেষ হয়ে যায়।এতে ঝামেলার মধ্যে পড়তে হয়।এই দিক দিয়ে আপনি যদি জিপি ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি একটি এড্রেস ব্যবহার করে ইন্টারনেট চালাতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনি কোন ধরণের ছবি দেখতে পারবেন না।আপনি ছবি দেখা ছাড়া ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সেইজন্য আপনাকে নিচের লিংকে ভিজিট করতে হবেঃ
কিন্ত অনেক সময় আপনার কোন বিশেষ কাজ করার পর হঠাৎ করেই ইইন্টারনেট শেষ হয়ে যায়। সেইজন্য আপনার কাজে খানিকটা সমস্যায় পড়তে হয়।আপনি অফিসের কোন কাজ কিংবা আউটসোর্সিংজনিত কোন কাজ করলে তখন কিন্তু আপনাকে ছবি দেখা ছাড়া কাজ করতে পারবেন না। তাই আজ আমি দেখাবো কিভাবে গ্রামীণফোন এর মাধ্যমে আপনি ফ্রীতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশে ফ্রীতে ইন্টারনেট ব্যবহার করার জন্য অনেকে ভিপিএন ব্যবহার করে থাকে।এই ক্ষেত্রে খানিকটা সুবিধা পেলেও অনেককে আবার খানিকটা অসুবিধার সম্মুখীন হতে হয়। আর তাছাড়া বাংলাদেশে ভিপিএনের স্পীড তুলনামূলক খুব কম।সেই ক্ষেত্রে প্রক্সি ভিপিএন এর মতো ভিপিএন এ তেমন স্পীডই পাওয়া যায় না।তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মেগাবাইট ছাড়াই আপনারা নেট ব্রাউজিং থেকে শুরু করে যেকোনো কিছু খুব সহজে ডাউনলোড করতে পারবেন।
জিপি গ্রাহকরা একটি প্রক্সি এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এটি কোন বিদেশি প্রক্সি নয়। এটি একটি বাংলাদেশি প্রক্সি। আর এই প্রক্সিটি তৈরি করেছে
আপনাকে ফ্রীতে ইন্টারনেট চালাতে হলে প্রথমে আপনাকে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। সেই সফটওয়্যারটি হল ফি firefox.আপনি আপনার গুগল প্লে স্টোরে গিয়ে এই এপটি ডাউনলোড করতে পারবেন। আপনাদের সুবিধার কথা চিন্তা করে নিচে এপটির লিংক দেওয়া হলোঃ
https://play.google.com/store/apps/details?id=org.mozilla.firefox_beta
এখন আপনাদের দেখাবো কিভাবে সেটআপ করবেনঃ
১.প্রথমে আপটি সফটওয়্যারটি ইনস্টল করার পর
২.সেই সফটওয়্যারটি ওপেন করতে হবে।৩.তারপর সেই এপে গিয়ে ব্রাউজিং হিস্টরি ডিলেট করতে হবে।
৪.সেই এপে গিয়ে অপশন এ গিয়ে general এ ক্লিক করতে হবে।
৫.general এ যাবার পর হোমপেইজে এ গিয়ে নিচের এড্রেসটা দিতে হবে।এড্রেসটি হলোঃ
http://internet.grameenphone.com/~de shiher/free.
৬.তারপর আবার অপশনে যান, তারপর এডভান্স এবং সবশেষ এ সেটিংস এ যান।
৭.সেটিংস এ গিয়ে এইচটিটিপি প্রক্সিতে 68.223.229,214 দিতে হবে।সেই সাথে পোর্ট ৮০ দিতে হবে।
৮.এরপর অকে দিয়ে দিন।পরবর্তীতে ফায়ারফক্স রিস্টার্ট দিতে হবে।
রিস্টার্ট দেবার পর একটি সবুজ পেইজ স্ক্রিনে আসবে। তারপর সেই পেইজের সাদা যে ঘরগুলো রয়েছে সেইখানে আপনি যে এড্রেস এ ব্রাউজ করতে চান সেই এড্রেস ক্লিক করুন। তারপর এন্টার চাপ দিন।দেখবেন আপনার কাংখিত এড্রেস চলে আসবে।
এভাবে আপনি জিপি সিমে খুব সহজেই ফ্রীতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন কোন ধরনের মেগাবাইট ব্যবহার করা ছাড়াই।তাহলে আর দেরি কেন? এখনি শুরু করে দিন।ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন