Cheap price backlink from grathor: info@grathor.com

জাতীয় দল থেকে বাদ ধোনি আইপিএলে চেন্নাই খেলবে

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন.
আপনারা অনেকেই জানেন এবং চিনেন ধোনির সম্পর্কে. ইন্ডিয়া জাতীয় দলের একজন উইকেট কিপার এবং ক্যাপ্টেন ছিলেন যে কিনা কিছুদিন আগে ভারতের ক্রিকেটের জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে. কিন্তু অনেকেই বলছে ধনী আইপিএল খেলবে না সব জল্পনা-কল্পনার শেষ করে আজকে চেন্নাই সুপার কিংস এর চেয়ারম্যান জানান ধনী চেন্নাইয়ের হয়ে এবছর আইপিএল খেলবে এবং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস টিম গঠিত হবে. ধোনির হাত ধরেই চেন্নাই সুপার কিংস তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলে. চেন্নাই সুপার কিংস এর চেয়ারম্যান আরও জানান সামনের বছর যদি ধনী কে আইপিএলের নিলামে ডাকা হয় তাহলে তারা ধ্বনি কি আবার তাদের দলে ভিরাবে .ইন্ডিয়া জাতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী জানান ধ্বনি যদি এবছর আইপিএলে ভালো পারফরম্যান্স দেখায় এবং ভালো খেলতে পারে তাহলে তাকে 2020 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মানে আসছে নভেম্বর-ডিসেম্বরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে নেওয়া হবে. রবি শাস্ত্রী আরো বলেন জাতীয় দল থেকে ধোনির রাস্তা বন্ধ হয়ে যায়নি তাকে যে কোন সময় দলের ডাকা যাবে এবং দলের প্রয়োজনে তাকে তার পারফরমেন্সের উপর ভিত্তি করে পরবর্তীতে সুযোগ দিতে পারে. 2011 বিশ্বকাপে ধোনির হাত দরে ভারত ক্রিকেট বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল. সুতরাং বলা যায় যে ধনী কে জাতীয় দল থেকে বাদ দিলেও এবছর সে আইপিএলে খেলতে পারবে এবং চেন্নাইয়ের হইয়াই তিনি মাঠে নামবে.

তো বন্ধুরা আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ.

Related Posts

15 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No