জিপি সিমের সকল কোডগুলো জানুন একসাথে
জিপি সিমের সকল কোডগুলো জানুন একসাথে
যদি আপনাদের সিম থাকে তাহলে জিপি সিমের কোডগুলো জানা উচিত। তাহলে চলুন জেনে আসি –
আপনার সিমে কতো টাকা আছে জানার জন্য *৫৬৬#
আপনার নাম্বার টি জানার জন্য ডায়াল করুন – *২#
আপনার মিনিট কতোটুকু থাকলো তা জানার জন্য ডায়াল করুন –
*৫৬৬*২৪#
আপনার বোনাস মিনিট কতোখানি আছে তা জানার জন্য ডায়াল করুন –
*৫৬৬*২০#
এসএমএস চেক করার জন্য ডায়াল করুন –
*৫৬৬*২#
এমএমএস চেক করুন – *৫৬৬*১৪#
FNF করার জন্য ডায়াল করুন –
*১১১*২*১*২* এখানে আপনার নাম্বার দিবেন#
FNF নাম্বার কোনগুলো জানার জন্য ডায়াল করুন –
*১১১*২*১*১#
টাকা ধার করার জন্য ডায়াল করুন –
*১০১০*১#
ধার করা টাকা কতো আছে তা জানার জন্য ডায়াল করুন –
*৫৬৬*২৮#
আপনার সিমে ইন্টারনেট সেটিং করার জন্য ডায়াল করুন-
*১১১*৬*২#
যদি আপনার সিমে ইন্টারনেট সেটিং দেয়া না থাকে তাহলে ।
আপনার ডাটা মানে এমবি চেক করার জন্য ডায়াল করুন –
*৫৬৬*১০#
অথবা
*৫৬৭#
মিসকল এলার্ট টা হচ্ছে আপনার মোবাইল বন্ধ থাকলে বা নেটওয়ার্ক না থাকলে ও কেউ যদি কল দেয় তাহলে আপনি জানতে পারবেন । এই সার্ভিস টির জন্য আপনাকে কিছু টাকা দিতে হবে । আর জানতে হবে কিভাবে চালু করতে হয় —
মিসকল এলার্ট চালু করতে চাইলে
ডায়াল করুন –
টাইপ করুন — START MCA আর পাঠিয়ে দিন ৬২২২
মিসকল এলার্ট বন্ধ করতে চাইলে
ডায়াল করুন
টাইপ করুন —
STOP MCA আর পাঠিয়ে দিন ৬২২২
আপনার সিমে যখন টাকা থাকবেনা তখন আপনি এই কোডটি ডায়াল করার মাধ্যমে রিকোয়েস্ট করতে পারবেন যে তাকে কল টা ব্যাক করা হোক ।
এই জন্যে ডায়াল করুন –
*123*যাকে রিকোয়েস্ট করতে চান তার নাম্বার #
কল ডায়ভার্ট হলো অন্যের মোবাইলের সকল কলগুলো নিজের নাম্বারে নিয়ে আসা। এই জন্যে আপনাকে ডায়াল করতে হবে –
*২১*যার নাম্বারে কল ডায়ভার্ট করতে চান তার নাম্বার#
কল ডায়ভার্ট বন্ধ করার জন্য ডায়াল করুন —
#21#
কাস্টমার কেয়ার কল করার জন্য ডায়াল করুন –
১২১
পোস্ট টিকে পড়ার জন্য ধন্যবাদ । এরকম আরো পোস্ট পড়ার জন্য চোখ রাখুন গ্রাথর ডট কমে ।
আর পোস্টটি কেমন লাগলো তা জানার জন্য কমেন্ট করুন ।