আমরা অনেকেই অনলাইনে কাজ করি, কাজের সুবিধার জন্য আমাদের প্রায়ই ডলার ট্রান্সফার, ক্রয়-বিক্রয় করতে হয়। কারো ইন্টারন্যাশনাল কার্ড থাকলে তার মাধ্যমে ডলার
ট্রান্সফার করতে পারে। তবে সচরাচর আমরা ডলার ট্রান্সফার, ক্রয় -বিক্রয়, উইথড্র করি বন্ধু -বান্ধব, পরিচিতজন থেকে, বা যারা অনলাইনে কাজ করে তাদের থেকে। অনেক সময় পরিচিত জনদের কাছ থেকেও প্রয়োজনের সময় ডলার পাওয়া যায় না আবার বাংলাদেশে থেকে অনলাইনে কাজ করার পর ডলার ট্রান্সফার, লেনদেনের জন্য ভাল, ট্রাস্টেড সাইট খুজি কিন্তু পাই না। তখন আমরা ঝামেলায় পরি এবং ইন্টারনেটে ঘাটাঘাটি করি,এতে আমাদের অনেক সময় ব্যায় হয় এবং ভাল সাইট
খুব কম পাওয়া যায়। এছাড়া সোশ্যাল মিডিয়ার মিডিয়ার মাধ্যমে ডলার লেনদেনের ক্ষেত্রে অনেকেই প্রতারনার শিকার হয়।
আজকে ডলার ট্রান্সফার, উইথড্র, ক্রয় -বিক্রয়ের জন্য কিছু
সাইট নিয়ে বলবো। এই সাইটগুলোর মাধ্যমে ডলার সহজে,
নিরাপদে, অল্প সময়ে ডলার ট্রান্সফার , ক্রয় -বিক্রয় করতে পারবেন। সাইটগুলা নিচে দেওয়া হলো ;
১.ব্যাংক : ব্যাংক ডলার ট্রান্সফারের জন্য সবচেয়ে নিরাপদ ও সহজ মাধ্যম। এক্ষেত্রে আপনি আপনার স্ক্রিল, পেওনিয়ার
ও অন্য যে সব একাউন্ট থেকে ডলার ট্রান্সফার করতে চান, সে সব একাউন্টে ইমেল এড্রেস, পাসওয়ার্ড দিয়ে লগ ইন
করে এড একাউন্টে ক্লিক করে আপনি যে ব্যাংকের মাধ্যমে ডলার ট্রান্সফার করতে চান সে ব্যাংক সিলেক্ট করুন। বাংলাদেশের প্রায় সব ব্যাংকের মাধ্যমেই ডলার লেনদেন করা যায়। এক্ষেত্রে ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ইসলামি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ভাল সার্ভিস দিয়ে থাকে এবং সর্বোচ্চ তিন দিনের মধ্যে ডলার পেয়ে যাবেন। চাইলে কাজের সুবিধার জন্য আপনার পছন্দের ব্যাংক থেকে রেমিট্যান্স সার্টিফিকেট নিতে পারেন।
২.জুম.কম ( xoom.com) : জুমের মাধ্যমে ডলার ট্রান্সফার করতে চাইলে প্রথমে আপনার ক্লায়েন্ট কে জিজ্ঞাসা করে নিবেন সে জুম ব্যাবহার করে কি না। ব্যাবহার করলে আপনি
আপনার রেফারেল লিংক আপনার ক্লায়েন্ট কে দিবেন তাহলে আপনি পঁচিশ ডলার বোনাস পাবেন। আর আপনার রেফারেল লিংক জেনারেট করতে যে তথ্যগুলো আপনাকে সাবমিট করতে হবে সেগুলো হল আপনার ঠিকানা,ব্যাংক একাউন্ট ইনফো,বাংকের নাম, ব্রাঞ্চ, একাউন্ট নং, আপনার
মোবাইল নং,এবং ইমেইল ঠিকানা অর্থাৎ আপনার প্রয়োজনীয় সব তথ্য দিতে হবে। ক্লায়েন্ট পেমেন্ট পাঠানোর
পর একটি আইড ইমেল পাবেন যেটা দিয়ে সহজেই আপনি আপনার পেমেন্ট ট্রাক করতে পারবেন। আইডির সাথে যে লিংকটা পাবেন সেটা ক্লিক করলে আপনার টাকা কোথায় আছে সেটা দেখে নিতে পারবেন। এই পদ্ধতির মাধ্যমে ডলার
ট্রান্সফারের জন্য সর্বোচ্চ দুই-তিন দিন সময় লাগবে।
৩.Quickusd.com : ডলার লেনদেনের জন্য এটা একটা ট্রাস্টেড সাইট। প্রথমে আপনাকে এই সাইটে সাইন আপ করার জন্য আপনার নাম,জিমেইল আইডি,ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। এরপর এক্টিভেশনের জন্য একটি লিংক আপনার জিমেইল একাউন্টে গেলে আপনি লিংকটাতে ক্লিক করবেন, এতে একাউন্ট টি একটিভ হয়ে যাবে। এরপর একাউন্ট লগ ইন করে ডলার এক্সচেঞ্জ, লেনদেন করতে পারবেন। এই সাইটে দুই ডলার হইলে ডলার
একচেঞ্জ করতে পারবেন।