~খুব বেশি কিছু তো চাই নি…
চেয়ে ছিলাম বৃষ্টির সময় তোমার হাত ধরে ছাদে গিয়ে ভিজতে..কিন্তু পারো নি তুমি আমার সেই ইচ্ছাটাকে পুরন করতে..
~খুব বেশি কিছু তো চাই নি…
তোমার কাছে একটা বসন্তই তো চেয়েছিলাম…
নীল পান্জাবী..খোঁচা খোঁচা দাড়ি..চোখে নীল চশমা..আমি অপলকে চেয়ে থাকবো তোমার দিকে..কই তুমি তো এলে না..
নাকি চাওয়াটা অনেক বড় ছিল?
ফাগুনের রং গুলো যে গায়ে মেখে ছিলাম ওরা যে মলিন হয়ে গেলো….
~খুব বেশি কিছু তো চাই নি..
বলেছিলে কিছু সবুজ এনে দিবে আমায়..অবুজ এই মনটারে আগের মতো সাজাই..বেলা অবেলায় ঘুড়ে বেড়াই..চেয়ে চেয়ে চোখ ব্যথা করলাম..
সবুজের দেখা তো মেললো না..
কই আপনি তো এলেন না..নাকি চাওয়াটা অনেক বেশি ছিলো?
নীল শাড়িতে লাল টিপে আর বেলি ফুলের খোপায় যে ভালোবাসা লেগে ছিলো..
সেই ভালোবাসার দুয়ালে যে খিল পরলো..
কেঁপেঁ কেঁপেঁ মেঘের ডাক পড়লো..
হয়তো আষাঢ়ের অশ্রু ঝড়বে অবিরত
~খুব বেশি কিছু তে চাই নি..
চেয়েছিলাম তোমার ছেড়া শার্টের বোতাম লাগানো দায়িত্ব নিতে…
তুমি বাসায় আসতে দেরি হলে..
ভাত নিয়ে তোমার জন্য অপেক্ষা করতে চেয়েছিলাম।
দেও নি তো আমাকে সেই অধিকার টুকু…
নাকি খুব বেশি কিছু চেয়েছিলাম..
আমার ইচ্ছা গুলো অনাদরেই পড়ে রইলো..
~খুব বেশি কিছু তো চাই নি…
তোমার এলোমেলো চুল গুলোকে আচড়ে দেয়ার দায়িত্ব টুকু নিতে চেয়ে ছিলাম…
দাও নি তুমি আমায় সেই অধিকার টুকু…
~খুব বেশি কিছু তো চাই নি…
চেয়ে ছিলাম তোমার বুকে মাথা রাখার দায়িত্ব টুকু..
চেয়েছিলাম তোমার কানে চিৎকার ভালোবাসি বলার অধিকার টুকু..দাও নি তুমি আমাকে সেই অধিকার টুকু..
আমার ইচ্ছা গুলোকে তুমি গলা টিপে হত্যা করেছো…
~বেশি কিছু তো চাই নি..
চেয়েছিলাম তোমার মলিন শার্টের দায়িত্ব নিতে..
তুমি বাইরে যাওয়ার সময় তোমার সাথে দরজা পর্যন্ত যাওয়ার দায়িত্বটুকু চেয়েছিলাম.
কিন্তু দাও নি তুমি আমায় সেই অধিকারটুকু..
~খুব বেশি কিছু তো চাই নি…
নীল আকাশ কেমন তারার গহনা পড়ে?দেখতে চেয়েছিলাম তোমার কাছে..একটি তারা টিপ পড়তে চেয়েছিলাম তোমার হাতে..তুমি আর আমি একসাথে বসে জোৎসনার আলো..রুপালি চাঁদ দেখতে চেয়েছিলাম..
কই আপনি তো এলেন না..
নাকি চাওয়াটা অনেক বড় ছিলো??
জোৎসনার রঙে যে অঙ্গ সাজিয়ে ছিলাম..তোমাকে না পেয়ে তা বিষন্নতার ছাপ ফেললো..
বাতাসে বাতাসে বেদনার সুর ধ্বনিত হলো…..