হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন।
আজকে আমি আপনাদের বলব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে কোন ভিডিওর লাইক এবং ডিজলাইক কিভাবে হাইড করবেন। তার জন্য সম্পূর্ণ পোস্টটা মনোযোগ সহকারে পড়ুন।
তো বন্ধুরা লাইক এবং ডিসলাইক হাইড করার জন্য সর্বপ্রথম আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে youtube studio সংক্ষেপে বলা যায় yt studio. অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন অথবা অ্যাপ্লিকেশনটি সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি অপেন করবেন এবং আপনার ইউটিউব একাউন্ট দিয়ে সাইন ইন করবেন তারপর আপনি যে ভিডিও লাইক এবং ডিজলাইক হাইড করতে চাচ্ছেন সেই ভিডিওতে ক্লিক করবেন নিচ থেকে সেই ভিডিওতে ক্লিক করার পর তারপর দেখবেন আপনার ভিডিও চলে এসেছে এবং তারপর উপরে দেখবেন পেন আইকন চলে আছে তারপর পেন অইকনের উপর ক্লিক করে দিয়ে তারপর উপর থেকে অ্যাডভান্স সেটিং একটি অপশন দেখতে পারবেন সেই অপশনে চলে যাবেন যাওয়ার পর আপনি দেখবেন user can view rating for this video একটি অপশন দেখবেন অন করা আছে। আপনাকে ওই অপশনটি অফ করে দিতে হবে। তাহলে দেখবেন আপনাদের লাইক এবং ডিজলাইক হাইড হয়ে গেছে।
এভাবে না বুঝলে আপনাদের বোঝার সুবিধার্থে নিচে কয়েকটা ছবি দেওয়া হল ↓↓↓
এভাবেই মূলত আপনি আপনার যেকোন ভিডিওর লাইক এবং ডিজলাইক হাইড করবেন।
তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।