হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার আম ইউটিউবের যেকোন ভিডিও ফেসবুকে বড় thamnail এ শেয়ার করবেন।
তার জন্য পুরো পোস্ট মনোযোগ সহকারে পড়তে থাকুন।
তো বন্ধুরা, বড় thamnail এ পোস্ট করার জন্য সর্বপ্রথম আমাদের একটি অ্যাপস এর প্রয়োজন হবে সেই অ্যাপটির নাম হচ্ছে youtube studio অ্যাপসটা ইন্সটল করলে ফোনে লেখা আসবে yt studio. আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন অথবা সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
তো বন্ধুরা, অ্যাপটি ডাউনলোড করার পর সরাসরি অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনার ইউটিউব যে একাউন্ট দিয়ে খোলা হয়েছে সেই একাউন্ট দিয়ে সাইন ইন করুন তারপর আপনি আপনার যে ভিডিওটি ফেসবুকে বড় thamnail এ শেয়ার করতে চাচ্ছেন সেই ভিডিওটি একটু নিচ থেকে সিলেক্ট করুন তারপর উপর থেকে পেন আইকনের উপর ক্লিক করুন, তারপর এডভান্স সেটিং এর উপর ক্লিক করুন, তারপর একদম নিচে চলে যান দেখবেন Allow embedding নামক একটি অপশন আছে এবং দেখবেন সেটি অন করা আছে, সেই অপশনটি ঐখান থেকে অফ করে দিবেন, অফ করে দিয়ে উপর থেকে সেভ এর উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ।
তখন ওই ভিডিওর লিংক ফেসবুকে শেয়ার করলে বড় thamnail আকারে শো করবে। কোন কিছু বুঝতে সমস্যা হলে নিচের ছবিগুলো লক্ষ্য করুন↓↓↓↓
তো বন্ধুরা, এভাবেই মূলত আপনি ইউটিউবের যেকোন ভিডিও ফেসবুকে বড় thamnail এ শেয়ার করবেন।
তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আসসালামুআলাইকুম।