হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের বলব কিভাবে আপনি আপনার ফোনে ডেভেলপার অপশন চালু করবেন যে অপশন দিয়ে আপনি নানা ধরনের অপশন পাবেন মানে হচ্ছে আপনি অ্যাডভান্স লেভেলের কিছু অপশন পেয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন ডেভেলপার অপশন। আপনি এই ডেভেলপার অপশন দিয়ে আপনাদের ইন্টারনেট স্পিড ফাস্ট করতে পারবেন এবং নানা ধরনের অপশন আপনি সেইখানে পেয়ে যাবেন। আপনাদের ডেভেলপার অপশনের ডেভেলপার অপশন চালু করতে হলে সর্বপ্রথম আপনি আপনার সেটিং এ চলে যান সেটিং এ যাওয়ার পর আপনি আপনার ফোনের about phone অপশনে চলে যান, তারপর দেখবেন build number নামক একটি অপশন আছে, এই অপশনে ৭ বার ক্লিক করুন তারপর আপনাদের ডেভেলপার অপশন অন হয়ে জাবে এই ধরনের কিছু ইংলিশে লেখা থাকবে আপনার ডেভেলপার অপশন চালু হয়ে গেছে। এভাবে যদি না পারেন তাহলে নিচের ছবি গুলো ফলো করতে পারেন ↓↓↓↓
এবং তারপর আপনার সেটিংস অপশনে গেলে ওইখানে গেলে দেখতে পারবেন যে নতুন একটা অপশন চালু হয়েছে developer option নামক সেখান থেকে আপনার ডেভেলপার অপশন এ গিয়ে নানা ধরনের কাজ করতে পারবেন। তারপর এসে ডেভেলপার অপশন এ গেলে আপনি আপনার ফোন স্লো থেকে ফাস্ট করা থেকে শুরু করে আরো নানা ধরণের অপশন পাবেন।
তো বন্ধুরা দেখতে পারলেন যে কিভাবে আপনি আপনার ফোনের ডেভেলপার অপশন চালু করবেন এবং এই ডেভেলপার অপশন কতটা কার্যকরী।
তো বন্ধুরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি আসসালামুআলাইকুম।