আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহ তায়া’লার অশেষ রহমতে আমিও ভালো আছি।
বর্তমান সময়ে প্রযুক্তি অনেক উন্নতি হয়েছে। এর সাথে বাড়ছে সাইবার অপরাধ। ফেসবুক হ্যাকিং তার মধ্যে অন্যতম। আজ আমি এমন একটা উপায় বলব যা করলে কেউ আপনাদের ফেসবুক হ্যাক করতে পারবে না।চলুন শুরু করিঃ-
প্রথম এ আপনার ফেসবুক অপেন করবেন।ফেসবুক অপেন করলে ডান পাশে চার ডট আইকন দেখতে পাইবেন সেটা ক্লিক করবেন।
- সেখানে ক্লিক করার পর অনেক গুলো অপশন আসবে আপনার কিছুটা নিচে গেলে <setting> অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।
-<setting > এ যাওয়ার পর আপনি <Security login> অপশন এ ক্লিক করবেন।
-তারপর <use two-factor authentication > এ ক্লিক করবেন।
-তারপর আপনার পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিবেন।
-তারপর ২ টা অপশন আসবে আপনি <text massage (sms)> এ ক্লিক করবেন।
-তারপর আপনার নাম্বার যেটা দিয়ে এড করছেন ওটা ব্যবহার করতে পারবেন বা অন্য একটা এড করতে পারবেন এড করলে এড ফোন নাম্বার এ না করলে এমনি <continue > তে ক্লিক করবেন।
-নাম্বার এড করলে এড করে <confirm> এ ক্লিক করবেন। এড না করলে এমনি কনফার্ম এ ক্লিক করবেন।
-তারপর যে নাম্বার ব্যবহার করছেন ওটাতে একটা কোড আসবে কোট টা দিয়ে ওকে করবেন।তারপর <done >এ ক্লিক করবেন। তারপর একটা অপশন আসবে সেখানে < yes> এ ক্লিক করবেন।
আপনার কাজ শেষ। এখন কেউ যদি আপনার আইডি হ্যাক করে লগ ইন করতে চায়।তাহলে যে নাম্বার ব্যবহার করছেন ওটাতে একটা কোড আসবে। আর ওই কোডটা ছাড়া আইডি তে লগ ইন করতে পারবে না।
আপনার সবাই setting টি কাজে লাগাবেন।আশা করি পোস্ট টি সবার ভালো লেগেছে।ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী কোন এক পোস্ট এ। আল্লাহ হাফেজ।