ফেসবুকের গোপন কিছু সুবিধা সম্পর্কে জেনে নিন। হয়ে যান ফেসবুকের বস। পার্ট ১।

প্রিয় পাঠক/পাঠিকা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটা প্রয়োজনীয় বিষয় সম্পর্কে তথ্য দেব।

সেটা হলো ফেসবুক মেসেঞ্জার। আমরা সবাই ফেসবুক কম বেশি ব্যবহার করি। এটি বিশ্বের সবথেকে বেশি ব্যাবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম। মার্ক জাকারবার্গ এটি প্রতিষ্ঠিত করেছেন।

আমরা যদিও সবাই কম বেশি ফেসবুক/মেসেঞ্জার ব্যবহার করি, তবুও অনেক সময় আমরা এগুলার সঠিক ব্যবহার করে উঠতে পারি না৷ এর কারণ হলো আমরা এই যোগাযোগ মাধ্যমের কিছু গোপম সুবিধা সম্পর্কে অবগত নই। গোপন বলছি কারণ অনেকেই জানেন না। যদিও সেই সকল সুবিধা সম্পর্কে আমি আলোচনা করব। যেগুলো ব্যবহারকারীদের জন্যই উন্মুক্ত। তবুও আমাদের জানা থাকে না বলেই সেই সুবিধাগুলো আমরা ব্যবহার করি না।

এই লেখাতে আমি সিরিয়ালি পাঁচটি বিশেষ/গোপন সুবিধা সম্পর্কে আলোচনা করব যেগুলো ফেসবুক থেকে আমরা পেয়ে থাকি এবং আমাদের গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহার করতে পারব।

প্রথমে মেসেঞ্জার এর একটি গোপন ট্রিক্স সেয়ার করি। যেটি আপনার দৈনন্দিন জীবনে অনেক সময় বাঁচাতে পারবে। এবং আপনার অনেক উপকারে আসবে।

সেটি হলো, ‘সার্চ ইন কনভারসন’ এই সুবিধাটি আপনি মেসেঞ্জারেই পাবেন। হয়তো অনেক আগের আপডেটেই এটা যোগ হয়েছিল। কিন্তু অনেকেই আমরা এটির ব্যবহার জানি না। কিংবা ব্যবহার করি না। তাই আমি এটি সম্পর্কে বিস্তারিত জানাব এবং তারপর খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন।

এটি ব্যবহার করে আপনি কারো সাথে যেই চ্যাট বা কথা বলেছেন তার মধ্যে থেকে নির্দিষ্ট কোনো বিষয় সার্চ করে বের করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা কারো সাথে অনেক দিন ধরে কথা বলছি মেসেঞ্জারে। তখন অনেক মেসেজ জমা হয়ে যায়। হঠাৎ করে তখন যদি আগের হওয়া কথা থেকে কিছু প্রয়োজন হয় সেটার জন্য স্ক্রল করে করে ওপরে গিয়ে খোঁজা লাগে। সেটা অনেক সময় সাপেক্ষ এবং বিরক্তিকর। ধরুন আপনি তার বাসার ঠিকানা জানতে চেয়েছিলেন! সে আপনাকে সেটা বলেছিল কিন্তু এখন আপনার সেটা দরকার, তবুও মনে করতে পারছেন না?

তখন আপনি এই ‘সার্চ ইন কনভারসন’ সুবিধা ব্যবহার করে সেটা সহজেই খুঁজে নিতে পারবেন। তাহলে কীভাবে করবেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি৷

১। প্রথমে কাঙ্ক্ষিত মানুষটির ইনবক্স ওপেন করুন।

মেসেঞ্জার
মেসেঞ্জারের স্ক্রিনশট 

২। এবার ওপের দিকে কোনায় যে প্রোফাইল দেখার অপশন বা থ্রি ডট মেনু আছে সেখানে যান। এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন। যেমনঃ প্রোফাইল, মিউট, স্নুজ, ব্লক ইত্যাদি। তার নিচের দিকেই ‘সার্চ ইন কনভারসন’ অপশন পাবেন।

৩। সেটাতে ক্লিক করলে একটা বক্স চলে আসবে। এখানেই আপনার যা প্রয়োজন সেটা লিখে সার্চ করুন। যেমনঃ ঠিকানা। তখন পুরো কনভারসন থেকে ঠিকানা যেখানে আছে সেই যায়গায় আপনাকে নিয়ে যাবে মেসেঞ্জার তখন আপনি সেটা দেখে নিতে পারবেন।

এভাবেই আপনি এই বিশেষ সুবিধা ব্যবহার করে সময় বাঁচাতে পারেন।
এটি ছিল ফেসবুক/মেসেঞ্জারের প্রথম সুবিধা। এভাবে বিস্তারিত পাঁচটি গোপন/বিশেষ ট্রিক্স-টিপ্স ও সুবিধা সেয়ার করব আপনাদের সাথে।

তাই পরবর্তী পর্বের জন্য সাথেই থাকুন। আর লেখাটি বা মেসেঞ্জারের এই সুবিধাটি আপনাদের কেমন লাগল সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ।

Related Posts